ইমরান আল মামুন
এক নজরে নরসিংদী জেলা
প্রতিবারের মতো এবার আমরা হাজির হয়েছি এক নজরে নরসিংদী জেলা সম্পর্কে। ঢাকা বিভাগের অন্যতম একটি জেলা হচ্ছে নরসিংদী। নরসিংদীর দর্শনীয় স্থান সম্পর্কেও আমরা জেনে নেব।
বাংলাদেশের মোট ৬৪ টি জেলা রয়েছে তার মধ্যে অন্যতম এটি। ঢাকা বিভাগের এ জেলাটি দেশের জনপ্রিয় রয়েছে সারা দেশ জুড়ে। এছাড়াও আমরা জানবো এই জেলা সম্পর্কে ছোট থেকে বড় সকল বিষয় সম্পর্কে। তাহলে আমরা দেখে নেই এই বিখ্যাত জেলা নরসিংদী সম্পর্কে।
এক নজরে নরসিংদী জেলা
ঢাকার এই জেলাটি বি শ্রেণীভুক্ত করা হয়েছে। এ জেলা তুলনামূলকভাবে অন্যান্য জেলার তুলনায় বেশ উন্নত এবং সমৃদ্ধ। আজকে অথবা কালকে প্রতিষ্ঠা করা হয়নি ১৯৬৭ সালে নরসিংদী কে মহাকুমার রূপান্তরিত করা হয় এবং পরবর্তী সময়ে ১৯৮৪ সালে প্রতিষ্ঠা লাভ করে। এর রয়েছে নামকরণের ইতিহাস। নরসিংহের রাজার নাম অনুসারে এর নাম করা হয় নরসিংদী। বর্তমান সময় পর্যন্ত অব্যাহত রয়েছে।
নরসিংদী জেলার ভৌগোলিক অবস্থান
এই জেলাটির উত্তর দিকে রয়েছে কিশোরগঞ্জ, দক্ষিণ দিকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এবং নারায়ণগঞ্জ জেলা, পূর্বে রয়েছে গাজীপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ আর পশ্চিমে রয়েছে শুধুমাত্র গাজীপুর জেলা। আর এই জেলাকে ঢাকা বিভাগের অধীনে অবস্থিত এবং জনপ্রিয় একটি জেলা।
আয়তন এবং জনসংখ্যা
২০২২ সালের আদমশুমারি অনুযায়ী এখানে মোট জনসংখ্যা হচ্ছে ২৫ লক্ষ ৮৪ হাজার ৪৫২ জন। এই জেলার মোট আয়তন হচ্ছে ১০১১৪ বর্গ কিলোমিটার। আর প্রতি বর্গ কিলোমিটারে এখানে বসবাসরতা মানুষের সংখ্যা হচ্ছে ২৩০০ জন। অন্যান্য জেলার তুলনায় এ জেলার জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি।
এক নজরে নরসিংদী জেলার প্রশাসনিক অঞ্চল সমূহ
একটি জেলাকে বিভিন্ন ধরনের প্রশাসনিক অঞ্চল দিয়ে বিভক্ত করে দেওয়া হয়। যার মাধ্যমে আলাদা আলাদা ভাবে ওই স্থানগুলোকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। আর এর মাধ্যমেই সমগ্র জেলাকে পরিচালনা করা হয়। আসুন এখন নিচে থেকে এই প্রশাসনিক জেলা সম্পর্কে জেনে নেই।
নরসিংদী সদর
- চিনিশপুর,
- হাজীপুর,
- করিমপুর,
- নজরপুর,
- শিলমান্দি,
- মেহেরপাড়া,
- আলোকবালী
- চরদিঘলদী
- পাঁচদোনা,
- আমদিয়া,
- নূরালাপুর,
- কাঁঠালিয়া,
- পাইকারচর,
- মহিষাশুরা,
পলাশ
- চরসিন্দুর,
- জিনারদী,
- ডাঙ্গা
- গজারিয়া
বেলাবো
- আমলাব,
- পাটুলী
- সাল্লাবাদ
- চরউজিলাব,
- বাজনাব,
- বেলাব,
- বিন্নাবাইদ,
- নারায়ণপুর,
মনোহরদী
- চালাকচর,
- বড়চাপা,
- কৃষ্ণপুর,
- একদুয়ারিয়া,
- চরমান্দালিয়া
- দৌলতপুর
- খিদিরপুর,
- লেবুতলা,
- কাচিকাটাঁ,
- গোতাশিয়া,
- চন্দনবাড়ী,
- শুকুন্দী,
রায়পুরা
- উত্তর বাখরনগর,
- মির্জাপুর,
- রাধানগর,
- মুছাপুর,
- মহেশপুর,
- মরজাল,
- রায়পুরা,
- চান্দেরকান্দি,
- আলিপুরা,
- বাঁশগাড়ি,
- আড়ালিয়া,
- পলাশতলী,
- পাড়াতলী,
- আমিরগঞ্জ,
- আদিয়াবাদ,
- চরসুবুদ্ধি,
- হাইরমারা,
- নিলক্ষ্যা,
- চাঁনপুর
- মির্জারচর
- শ্রীনগর,
- ডৌকারচর,
- মির্জানগর,
- চরমুধুয়া,
শিবপুর
- জয়নগর,
- যোশর,
- সাধারচর
- দুলালপুর
- বাঘাব,
- আয়ুবপুর,
- চক্রধা,
- মাছিমপুর,
- পুটিয়া,
জেলার দর্শনীয় স্থান
একটি জেলার সমগ্র তথ্য সম্পর্কে জানতে হলে অবশ্যই সে জেলার দর্শনীয় স্থান সম্পর্কে জানতে হবে। কৃত্রিম এবং প্রাকৃতিক অনেক সৌন্দর্যময় জায়গা। যেখানে প্রত্যেক বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শিক্ষা সফরে আসে এবং ঘুরতে আসেন। এ সকল জায়গা সম্পর্কে এবং নাম সম্পর্কে জানব এখন আমরা।
- উয়ারী-বটেশ্বর, আমলাব ইউনিয়ন, বেলাব উপজেলা
- মাধবদী গুপ্তরায় জমিদার বাড়ি
- আমিরগঞ্জ জমিদার বাড়ি
- রায়পুরা উপজেলার মাহমুদাবাদ
- অসম রাজার গড় (বটেশ্বর)
- পারুলিয়া শাহী মসজিদ
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর
- ভাই গিরিশ চন্দ্র সেনের বাস্তুভিটা, বুড়ারহাট গ্রাম,
- বালাপুর জমিদার বাড়ি
- লক্ষণ সাহার জমিদার বাড়ি
- মনু মিয়ার জমিদার বাড়ি
- ঘোড়াশাল দোতলা রেলওয়ে স্টেশন
- চরসিন্দুর ব্রিজ
- সোনাইমুড়ি টেক, শিবপুর উপজেলা
- হাওরা বিল
- সিধেন সাহার জমিদার বাড়ি
- কুন্ডু সাহার জমিদার বাড়ি
- সাটিরপাড়া রায় চৌধুরী জমিদার বাড়ি
নরসিংদী জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ
অন্যান্য জেলার মত এখানে অনেকগুলো জালের মত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে নরসিংদীর মানুষ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষেরা পড়াশোনা করে থাকেন। নরসিংদী জেলার সাক্ষরতার হার হচ্ছে ৭৪.৬৯ শতাংশ। এখন আমরা এই জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানব।
- নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,
- সাটিরপাড়া কালী কুমার ইন্সটিটিউশন স্কুল অ্যান্ড কলেজ,
- স্কলাস্টিকা মডেল কলেজ,
- পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়,
- জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা,
- নরসিংদী সরকারি কলেজ,
- সরকারি শহীদ আসাদ কলেজ,
- ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়,
- আবদুল কাদির মোল্লা সিটি কলেজ,
- ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজ,
- গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়,
- মনোহরদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়,
- পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসা,
- নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়,
- হাজীপুর নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
- বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট,
- ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ,
- নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউট,
এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা এক নজরে নরসিংদী জেলার সম্পর্কে জানলেন। এরকম আরো অন্যান্য জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের সারা বাংলা ক্যাটাগরি দেখবেন। বাংলাদেশের ৬৪ টি জেলার সকল জেলা নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024