ইমরান আল মামুন
আপডেট: ০৮:৫৮, ২৭ জানুয়ারি ২০২৪
এক নজরে নেত্রকোনা জেলা
ময়মনসিংহ বিভাগের অন্যতম একটি জেলা হচ্ছে নেত্রকোনা। আজকের এই প্রতিবেদনে আমরা এক নজরে নেত্রকোনা জেলা সম্পর্কে জানব। তুলে ধরা হবে এই জেলার দর্শনীয় স্থান, প্রশাসনিক অঞ্চল সমূহ এবং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো।
নেত্রকোনা জেলার ইতিহাস এবং ভৌগোলিক অবস্থান
এই জেলাটি আজ অথবা কাল এভাবে তৈরি হয়নি জেলাটি তৈরি হয়েছে বহু আগে থেকেই। সর্বশেষ তথ্য অনুযায়ী খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে এ অঞ্চলে সম্রাট এর শাসনামল ছিল। আর এটি ছিল ময়মনসিংহ কামরূপ অঞ্চলের একটি অন্তর্গত অঙ্গরাজ্য। পর্যায়ক্রমে বিভিন্ন যুদ্ধ-বিগ্রহ এরপর বিভিন্ন শাসনামল শেষে অবশেষে নেত্রকোনা একটি জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ব্রিটিশ শাসনামলের ১৮৮০ সালে নেত্রকুমারকে মহাকুমা রূপান্তরিত করা হয়। এরপর ১৯৮৪ সালের ১৭ই জানুয়ারি একে জেলা হিসেবে রূপান্তরিত করা হয়।
নেত্রকোনার জেলার দক্ষিণ দিকে অবস্থান করছে কিশোরগঞ্জ, পূর্ব দিকে রয়েছে সুনামগঞ্জ, পশ্চিম দিকে রয়েছে ময়মনসিংহ আর উত্তর অবস্থান করছে ভারতের মেঘালয়। অর্থাৎ বাংলাদেশের নেত্রকোনা অঞ্চলটি ভারতের মেঘালয় রাজ্য ঘিরে অবস্থান করছে।
এক নজরে নেত্রকোনা জেলার জনসংখ্যা এবং আয়তন
একটি জেলা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে হলে অবশ্যই এর জনসংখ্যা এবং আয়তন সম্পর্কে জানার প্রয়োজন হয়। সর্বশেষ ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী এখানে মোট জনসংখ্যা হচ্ছে ২৩ লক্ষ ২৪ হাজার ৮৫৬ জন। আর জেলাটির মোট আয়তন হচ্ছে 2810. 28 বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে এর মোট জনসংখ্যা হচ্ছে ৮৩০ জন।
প্রশাসনিক অঞ্চল সমূহ
জেলাটিতে রয়েছে মোট ১০টি উপজেলা, ১১ টি থানা, ৫ টি পৌরসভা, ৮৬ টি ইউনিয়ন এবং ২২৯৯ টি গ্রাম। আমরা এখন এই জেলার সকল উপজেলা এবং তাহাদের অধীনে ইউনিয়ন গুলো সম্পর্কে জানব।
আটপাড়া
- স্বরমুশিয়া,
- শুনই,
- লুনেশ্বর,
- দুওজ
- সুখারী
- বানিয়াজান,
- তেলিগাতী,
কলমাকান্দা
- কলমাকান্দা,
- নাজিরপুর,
- পোগলা,
- কৈলাটি
- রংছাতি
- বড়খাপন,
- লেঙ্গুরা,
- খারনৈ,
কেন্দুয়া
- আশুজিয়া,
- দলপা,
- কান্দিউড়া,
- চিরাং,
- গড়াডোবা,
- গণ্ডা,
- পাইকুড়া
- মোজাফরপুর
- সান্দিকোণা,
- মাসকা,
- বলাইশিমুল,
- নওপাড়া,
- রোয়াইলবাড়ী আমতলা,
খালিয়াজুড়ি
- মেন্দিপুর,
- চাকুয়া,
- কৃষ্ণপুর
- গাজীপুর
- খালিয়াজুড়ি,
- নগর,
দুর্গাপুর
- কুল্লাগড়া,
- দুর্গাপুর,
- চণ্ডিগড়,
- কাকৈরগড়া
- গাঁওকান্দিয়া
- বিরিশিরি,
- বাকলজোরা,
নেত্রকোণা সদর
- ঠাকুরাকোণা,
- সিংহের বাংলা,
- মৌগাতি,
- মেদনী,
- আমতলা,
- লক্ষ্মীগঞ্জ,
- কাইলাটি,
- কালিয়ারা গাবরাগাতি
- মদনপুর
- দক্ষিণ বিশিউরা,
- চল্লিশা,
- রৌহা,
পূর্বধলা
- হোগলা,
- ঘাগড়া, জারিয়া,
- ধলা মূলগাঁও,
- গোহালাকান্দা
- বৈরাটি
- পূর্বধলা,
- আগিয়া,
- বিশকাকুনী,
- খলিশাউড়,
- নারান্দিয়া,
বারহাট্টা
- বাউসী,
- সাহতা,
- বারহাট্টা,
- আসমা,
- চিরাম,
- সিংধা
- রায়পুর
মদন
- কাইটাইল,
- চানগাঁও,
- মদন,
- তিয়শ্রী, নায়েকপুর
- ফতেপুর
- গোবিন্দশ্রী, মাঘান,
মোহনগঞ্জ
- বড়কাশিয়া বিরামপুর,
- বড়তলী বানিহারী,
- সুয়াইর
- গাগলাজুর
- তেতুলিয়া,
- মাঘান সিয়াদার,
- সমাজ সহিলদেও,
নেত্রকোনার সেরা শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থাপনা
একটি জেলা কতটা উন্নত তার সেই নির্ভর করে ওই জেলার শিক্ষার হার এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপর। অন্যান্য জেলার মতো শিক্ষার দিক থেকে অনেক এগিয়ে রয়েছে। জেলাটির শিক্ষার হার হচ্ছে ৬৬.৩ শতাংশ। আর এখানে রয়েছে ছোট বড় সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নিচে আমরা এক নজরে নেত্রকোনা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানব।
- কেন্দুয়া সরকারি কলেজ
- সরকারি হাজী আব্দুল আজিজ খান কলেজ,
- আবু আব্বাস ডিগ্রি কলেজ,
- হেনা ইসলাম কলেজ,
- নেত্রকোণা সরকারি কলেজ,
- শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়
- নেত্রকোণা সরকারি মহিলা কলেজ
- মদন সরকারি কলেজ
- নেত্রকোণা সিটি কলেজ,
- মোহনগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ,
- পূর্বধলা সরকারি কলেজ।
- ফকির আশরাফ কলেজ,
- কলমাকান্দা সরকারি ডিগ্রি কলেজ,
- সুসং সরকারি কলেজ।
- আটপাড়া ডিগ্রী কলেজ
- নেত্রকোণা মেডিকেল কলেজ
- আদর্শ নগর কলেজ।
- আবু তাহের খান কলেজ
- তেলিগাতী সরকারী কলেজ
- চন্দ্রনাথ ডিগ্রি কলেজ
- বারহাট্টা কলেজ
- সরকারী কৃষ্ণপুর হাজী আলী আকবর বিশ্ববিদ্যালয় কলেজ
- মোহনগঞ্জ মহিলা কলেজ
সেরা দর্শনীয় স্থান
অন্যান্য জেলার মতো এখানে রয়েছে অনেক দর্শনীয় স্থান। তারমধ্যে রয়েছে প্রাকৃতিক তৈরি অনেক স্থান আবার মানুষের তৈরি করা কৃত্রিম স্থানগুলো রয়েছে। তবে এখানে প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সবচেয়ে বেশি মনোমুগ্ধ করে এবং আকর্ষণীয় করে তোলে পর্যটকদের। শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ঘুরতে আসে প্রতি বছর। এছাড়াও ভারতের সীমান্তবর্তী জেলা অবস্থান করার কারণে এখানে আরো পর্যটকদের ভিড় থাকে বেশি।
- বিজয়পুরের চিনামাটির পাহাড় - দুর্গাপুর উপজেলা;
- কমলা রাণীর দিঘী;
- কমরেড মণি সিংহ-এর স্মৃতি বিজড়িত বাড়ি ও স্মৃতিস্তম্ভ
- কুমুদীনি স্তম্ভ - দুর্গাপুর উপজেলা;
- সোমেশ্বরী নদী - দুর্গাপুর উপজেলা;
- হযরত শাহ সুলতান রুমী কমরউদ্দিন রুমি (র) মাজার শরীফ
- উপজাতীয় কালচারাল একাডেমী - বিরিশিরি, দুর্গাপুর উপজেলা;
- ডিঙ্গাপোতা হাওর - মোহনগঞ্জ উপজেলা;
- চরহাইজদা হাওর
- সাত শহীদের মাজার- লেঙ্গুরা, কলমাকান্দা উপজেলা
- রোয়াইলবাড়ি দূর্গ
- মগড়া নদী - মদন উপজেলা
- কংস নদী
- ধনু নদী: মোহনগঞ্জ -খালিয়াজুরী।
- নিঝুম পার্ক
- নারায়ণডহর জমিদার বাড়ি
- বাঘবেড় জমিদার বাড়ি
শেরপুরের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের তালিকা
এক নজরে শেরপুর জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই এখানে বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা সম্পর্কে জানতে হবে। এখানে এমন কিছু ব্যক্তিবর্গ রয়েছে যারা শেরপুরের উন্নয়ন কর্মকান্ড ছাড়াও দেশের গুরুত্বপূর্ণ সকল কাজের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নিচে এমন কিছু ব্যক্তিবর্গের তালিকা দেওয়া হলো যারা দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করেছে।
- আশরাফ উদ্দিন খান : রাজনীতিবিদ
- আরিফ খান জয়, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাবেক যুব ও ক্রীড়া উপ মন্ত্রী
- আশরাফ আলী খান খসরু প্রতিমন্ত্রি।
- মোশাররফ হোসেন (নেত্রকোণার রাজনীতিবিদ)
- এম আনোয়ার হোসেন: শিক্ষাবিদ।
- হেলালুজ্জামান (বীর প্রতীক)
- আব্দুল মজিদ তারা মিয়া: রাজনীতিবিদ।
- কৌশিক হোসেন তাপস: সংগীত পরিচালক
- মোসলেহউদ্দিন আহমেদ:বীর প্রতীক
- নুরুল আমিন তালুকদার: প্রাক্তন পুলিশ কর্মকর্তা ও জাতীয় সংসদ সদস্য
- সিরাজুল ইসলাম (নেত্রকোণার রাজনীতিবিদ)
- নাদিরা জাহান(সুরমা জাহিদ):স্বাধীনতা পদক প্রাপ্ত ২০২৩।
- আবু হায়দার (জন্ম: ১৪ ফেব্রুয়ারি, ১৯৯৬) বাংলাদেশের একজন ক্রিকেটার।
- শ্রাবস্তী দত্ত তিন্নি বাংলাদেশী টিভি অভিনেত্রী এবং মডেল।
- জালাল উদ্দিন তালুকদার :বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য।
- তরুণকুমার ভাদুড়ী-পূর্বধলার আদিবাসী ও ও জয়া বচ্চন ভাদুড়ীর পিতা
- মোস্তাফা জব্বার, প্রযুক্তিবিদ, সাংবাদিক ও মন্ত্রী।
- তানিয়া খান : অতিরিক্ত সচিব; বিদ্যুত বিভাগ
- মোহাম্মদ নিজামউদ্দীন:বীর বিক্রম
- আবদুস সাত্তার (বীর বিক্রম)
- দেওয়ান শাহজাহান ইয়ার চৌধুরী: আইনজীবী
- লুৎফুজ্জামান বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী ও বিতর্কিত রাজনৈতিক।
- আব্দুল খালেক (নেত্রকোনার রাজনীতিবিদ): শহীদ ও সাবেক সংসদ সদস্য।
- ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য:-একুশে পদক প্রাপ্ত ও সাঁতারু।
- ওবায়দুল হাসান:-বিচারপতি।
- সাজ্জাদুল হাসান (আমলা):ভাটি অঞ্চলের হাওর পুত্র খ্যাত সাবেক সিনিয়র সচিব।
- আখলাকুল হোসাইন আহমেদ: রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।
- সাদির উদ্দিন আহমেদ: রাজনীতিবিদ।
- আবদুল ওয়াহেদ (রাজনীতিবিদ): মাতৃভাষা প্রেমিক।
- প্রদীপ রঞ্জন চক্রবর্তী:-সরকারি কর্মকর্তা , অবসরপ্রাপ্ত সচিব
- বাণী আশরাফ: জেলার প্রথম নারী আসনের সংসদ সদস্য (প্রাক্তন)।
- খাদিজা আমিন: প্রাক্তন জাতীয় সংসদ সদস্য (উপনির্বাচন)।
- ফজলুর রহমান খান (শিক্ষাবিদ): শহীদ বুদ্ধিজীবী।
- অঞ্জন কুমার দেব রায়: অতিরিক্ত সচিব।
- মনজুর কাদের কোরাইশী: প্রাক্তন জাতীয় সংসদ সদস্য ।
- যোগেন্দ্রনাথ চক্রবর্তী: অগ্নিযুগের নিহত বিপ্লবী।
- জাফরুল্লাহ খান-ইসলামিক পন্ডিত ও রাজনীতিবিদ।
- হাবিবা রহমান খান: রাজনীতিবিদ।
- জয়নুল আবেদিন:চিত্র শিল্পী।
- চিত্রা ভট্টাচার্য: রাজনীতিবিদ ও প্রাক্তন জাতীয় সংসদ সদস্য মহিলা আসন টাঙ্গাইল।
- অসীম সাহা-কবি।
- জানকুপাথর ও দোবরাজপাথর
- আব্দুল করিম আব্বাসী: রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য এবং হুইপ।
- শাহাবুদ্দিন মিল্কী: সাবেক বানিজ্য সচিব।
- ফকির আশরাফ: সাংবাদিক লেখক ও রাজনীতিবিদ।
- মানু মজুমদার: রাজনীতিবিদ ও জাতীয় সংসদ সদস্য।
- গোলাম রাব্বানী (নেত্রকোণার রাজনীতিবিদ)
- লুৎফা তাহের: প্রাক্তন জাতীয় সংসদ সদস্য, নারী আসন।
- জাকিয়া পারভীন খানম: রাজনীতিবিদ ও মহিলা আসনের সংসদ সদস্য।
- রেবেকা মমিন: রাজনীতিবিদ ও জাতীয় সংসদ সদস্য।
- চারুচন্দ্র অধিকারী : বিপ্লবী।
- অমূল্যচন্দ্র অধিকারী: বিপ্লবী।
- প্রতুল ভট্টাচার্য: বিপ্লবী।
- পূর্ণ চক্রবর্তী: বিপ্লবী।
- ওয়ারেসাত হোসেন বেলাল:বীর প্রতীক
- সিরাজ উদ্দিন খান পাঠান:প্রখ্যাত বাউল
- শীলা আহমেদ: অভিনেত্রী।
- ফয়জুর রহমান আহমেদ: স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ব্যক্তি। সাবেক পুলিশ কর্মকর্তা
- শরিফা খান: সচিব।
- গিয়াস উদ্দিন মিল্কী: কৃষি বৈজ্ঞানিক।
- এ কে এম ফজলুল হক: সচিব।
- মোশতাক আহমেদ রুহী: রাজনীতিবিদ ও প্রাক্তন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত।
- জুবেদ আলী: আইনজীবী ও রাজনীতিবিদ, সাবেক মহুকুমা গভর্নর ও সাবেক সংসদ সদস্য
- এম ইন্নাস আলী: বিশিষ্ট শিক্ষাবিদ ও বৈজ্ঞানিক।
- প্রমোদ মানকিন: বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
- মোহাম্মদ হাদিস উদ্দিন: সাবেক পুলিশ প্রধান ও রাষ্ট্রদূত।
- ছবি বিশ্বাস (রাজনীতিবিদ)
- আলী ওসমান খান: রাজনীতিবিদ।
- মাহবুব তালুকদার, কবি ও শিশু সাহিত্যিক, নির্বাচন কমিশনার।
- জয়া বচ্চন, আদিনিবাস পূর্বধলা; নেত্রকোনা।(দাদার বাড়ী)।
- হাফিজুর রহমান:অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ভারপ্রাপ্ত (১৯৬২)সাল।
- শাখাওয়াত হোসেন:বীর প্রতীক
- খলিলুর রহমান (বীর প্রতীক)
- মোহাম্মদ সিরাজুদ্দীন কাসিমপুরী- লোক সাহিত্য বিশারদ;
- খালেকদাদ চৌধুরী - খ্যাতিমান প্রাবন্ধিক, গল্পকার, নাট্যকার ও ঔপন্যাসিক
- মুজীবুর রহমান খাঁ - হলেন একজন বাংলাদেশী সাংবাদিক ও সাহিত্যিক
- রওশন ইজদানী - প্রখ্যাত কবি ও প্রাবন্ধিক
- রশিমনি হাজং- টঙ্ক আন্দোলনের অন্যতম বিপ্লবী নেত্রী
- কমরেড মণি সিংহ - প্রখ্যাত বামপন্থী রাজনীতিবিদ;
- যাদুমনি হাজং (বিশ শতক) - টঙ্ক আন্দোলনের অন্যতম বিপ্লবী কর্মী
এই প্রতিবেদনে আপনারা এক নজরে শেরপুর জেলা সম্পর্কে জানলেন। এর আশেপাশের অঞ্চলের জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের আই নিউজের সারা বাংলা ক্যাটাগরি দেখবেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024