ইমরান আল মামুন
এক নজরে রাজবাড়ী জেলা
প্রতিটি জেলার মতো আজকে নিয়ে হাজির হয়েছে এক নজরে রাজবাড়ী জেলা সম্পর্কে। দেশের অন্যতম একটি জেলা হচ্ছে এটি যেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এবং অন্যান্য সকল মূল্যবান বিষয়বস্তু। এছাড়াও এই প্রতিবেদনে আমরা জানবো সেখানকার বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা সহ সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো।
রাজবাড়ী জেলার ইতিহাস
এই জেলা হচ্ছে ঢাকা বিভাগের প্রশাসনিক অঞ্চলের একটি জেলা। ১৯৮৪ সালে ফরিদপুর জেলার গোয়ালন্দ মহাকুমা ফরিদপুর হতে পৃথক হয়ে যায় রাজবাড়ী জেলা। আর এই জেলাটি আত্মপ্রকাশ করে। এই জায়গাটির রয়েছে বিরাট বড় ইতিহাস। নামকরণ করা হয়েছে এই জেলার মূলত রাজার বাড়ি কেন্দ্র করে। বহু আগে যখন এখানে রাজা বসবাস করত তার বাড়িকে কেন্দ্র করে এই এলাকার নাম রাখা হয়েছিল রাজবাড়ী। পরবর্তী সময়ে ইংরেজ শাসনামলে এটি ফরিদপুরের একটি অংশ থাকলেও পরবর্তী সময় আলাদা হয়ে আলাদা জেলার সৃষ্টি করে।
ভৌগলিক অবস্থান
এই জেলাটির উত্তর দিকে রয়েছে পাবনা, দক্ষিণ দিকে রয়েছে ফরিদপুর এবং মাগুরা জেলা মাগুরা জেলা, পূর্ব দিকে রয়েছে মানিকগঞ্জ জেলা এবং পশ্চিম দিকে রয়েছে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার অংশ। এই জেলাটি বাংলাদেশের অন্যান্য জেলার মতো বেশ উন্নত এবং আধুনিক।
রাজবাড়ী জেলার জনসংখ্যা এবং আয়তন
সর্বশেষ আদমশুমারি ২০১১ অনুসারে এখানে মোট জনসংখ্যা হচ্ছে ১০ লক্ষ ১৫ হাজার ৫১৯ জন। আর এর মোট আয়তন হচ্ছে ১১১৮.৮০০ বর্গ কিলোমিটার। বর্গ কিলোমিটারে এর জনসংখ্যা হচ্ছে ৯১০ জন। তুলনামূলকভাবে এখানে জনসংখ্যার ঘনত্ব অল্প পরিমাণ রয়েছে। এই জেলাটি প্রতিষ্ঠা লাভ করে 1984 সালের পহেলা মার্চ।
এক নজরে রাজবাড়ী জেলার প্রশাসনিক এলাকা সমূহ
একটি চালাকে যেমন কয়েকটি প্রশাসনিক এলাকা দ্বারা বিভক্ত করা হয়, ঠিক তেমনভাবে রাজবাড়ী এলাকাকে আগে বিভিন্ন প্রশাসনিক অঞ্চল সমিতি বিভক্ত করে দেওয়া হয়েছে। এই জ্বালাটিতে রয়েছে মোট পাঁচটি উপজেলা এবং এর উপজেলা সম্মতি রয়েছে বিভিন্ন ধরনের ইউনিয়ন। এখন আমরা এই বিষয় সম্পর্কে জানব এই প্রতিবেদনে।
রাজবাড়ী সদর
- মিজানপুর ইউনিয়ন
- দাদশী ইউনিয়ন
- শহীদ ওহাবপুর ইউনিয়ন
- পাঁচুরিয়া ইউনিয়ন
- সুলতানপুর ইউনিয়ন, রাজবাড়ী সদর
- বসন্তপুর ইউনিয়ন
- খানখানাপুর ইউনিয়ন
- আলীপুর ইউনিয়ন, রাজবাড়ী সদর
- খানগঞ্জ ইউনিয়ন
- বানীবহ ইউনিয়ন
- মূলঘর ইউনিয়ন, রাজবাড়ী সদর
- চন্দনী ইউনিয়ন
- রামকান্তপুর ইউনিয়ন
- বরাট ইউনিয়ন
গোয়ালন্দ উপজেলা
- দৌলতদিয়া ইউনিয়ন
- দেবগ্রাম ইউনিয়ন
- উজানচর ইউনিয়ন, গোয়ালন্দ
- ছোটভাকলা ইউনিয়ন
পাংশা উপজেলা
- যশাই ইউনিয়ন
- বাবুপাড়া ইউনিয়ন
- হাবাসপুর ইউনিয়ন
- বাহাদুরপুর ইউনিয়ন
- মাছপাড়া ইউনিয়ন
- কলিমহর ইউনিয়ন
- সরিষা ইউনিয়ন, পাংশা
- মৌরাট ইউনিয়ন
- পাট্টা ইউনিয়ন
- কসবামাজাইল ইউনিয়ন
কালুখালী উপজেলা
- রতনদিয়া ইউনিয়ন,
- কালিকাপুর ইউনিয়ন,
- মৃগী ইউনিয়ন
- সাওরাইল ইউনিয়ন
- বোয়ালিয়া ইউনিয়ন,
- মাঝবাড়ী ইউনিয়ন,
- মদাপুর ইউনিয়ন,
বালিয়াকান্দি উপজেলা
- জামালপুর ইউনিয়ন, বালিয়াকান্দি
- বহরপুর ইউনিয়ন
- ইসলামপুর ইউনিয়ন, বালিয়াকান্দি
- নারুয়া ইউনিয়ন
- বালিয়াকান্দি ইউনিয়ন
- নবাবপুর ইউনিয়ন, বালিয়াকান্দি
- জঙ্গল ইউনিয়ন
রাজবাড়ী জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান
একটি জেলা কতটা উন্নত এবং ভবিষ্যতে উন্নতির দিকে যাবে নির্ভর করে ওই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উপর। রাজবাড়ীর সাক্ষরতার হার হচ্ছে ৫৬ শতাংশ। জেলাতে জালের মতো ছড়িয়ে ছিটে রয়েছে অনেকগুলো সরকারি বেসরকারি ছোট-বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। রাজবাড়ী জেলার কিছু সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা সম্পর্কে।
- রাজবাড়ী সরকারি কলেজ
- টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ রাজবাড়ী
- সরকারী মহিলা কলেজ, রাজবাড়ী
- ডক্টর আবুল হোসেন কলেজ
- ডক্টর কাজী মোতাহার হোসেন ডিগ্রি কলেজ হাবাসপুর,পাংশা
- রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়
- রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- পাংশা সরকারি কলেজ
- কালুখালি সরকারি কলেজ
- বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
- রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়
- ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ পাংশা
- পাংশা জর্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
- পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়
- কলিমহর জহুরুন্নেছা ডিগ্রি কলেজ কৃষি বিশ্ববিদ্যালয় পাংশা
- মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ
- মাঝবাড়ী জাহানারা বেগম কলেজ
- বহরপুর উচ্চ বিদ্যালয়
এক নজরে রাজবাড়ী জেলার দর্শনীয় স্থান
এ জেলাতে রয়েছে মানুষের তৈরি এবং প্রাকৃতিক ভাবে তৈরি বেশি দর্শনের স্থানগুলো। এখানে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা শিক্ষা সফরে আসেন এবং পর্যটকরা ঘুরতে আসেন। সকল তালিকা এগুলো এখন আমরা দেখব যেগুলো রাজবাড়ীর মধ্যে সেরা দর্শনীয় স্থান।
- রাজবাড়ি সরকারি কলেজ
- দাদ্শী মাজার শরীফ - রাজবাড়ী শহর থেকে ১ কি.মি. পূর্বে;
- জামাই পাগলের মাজার - রাজবাড়ী শহরের ৬ কি.মি
- নলিয়া জোড় বাংলা মন্দির - বালিয়াকান্দি থানার নলিয়া গ্রাম;
- আবু হেনা পার্ক বাহাদুরপুর, পাংশা, রাজবাড়ী
- সমাধিনগর মঠ - বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়ন
- ধুঞ্চি গোদার বাজার (পদ্মানদী)
- শাহ পাহলোয়ানের মাজার;
- রথখোলা সানমঞ্চ - বেলগাছি;
- নীলকুঠি;
- মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র - পদমদী;
- দৌলতদিয়া ঘাট;
- চাঁদ সওদাগরের ঢিবি;
- কল্যাণদিঘি;
- গোয়ালন্দ ঘাট
- মুকুন্দিয়া জমিদার বাড়ি
- মাজবাড়ী গ্রাম, সোনাপুর বাজার
- মাশালিয়া ব্রিজ
- রতনদিয়া সুইচ গেট
- আবাসন, বহরপুর
- বিল পুঠিয়া,কোলারহাট
- বারেক গ্রাম
বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা
বাংলাদেশের বিভিন্ন ধরনের সংসদ সদস্য থেকে গুরুত্বপূর্ণ কাজের নিয়োজিত ব্যক্তি বর্গেরা। যারা দেশের উন্নয়নে অংশগ্রহণ করেছেন এবং রাজবাড়ী কেউ আরো উন্নত করেছেন। সকল বিখ্যাত ব্যক্তি বর্গের নামগুলো জেনে নেই।
- মোঃ জিল্লুল হাকিম রেলপথ মন্ত্রী
- এম বজলুল করিম চৌধুরী:-সচিব।
- মীর মোশাররফ হোসেন ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক,
- রশিদ চৌধুরী চিত্রশিল্পী এবং অধ্যাপক,
- অধ্যাপক ড. আজিজুর রহমান (বাদশা), বাংলাদেশী অস্ট্রেলিয়ান পরিসংখ্যানবিদ
- রোকনুজ্জামান খান লেখক ও সংগঠক ছিলেন,
- শ্রীরিশ চন্দ্র দেব দাস,রাজবাড়ী জেলার বিখ্যাত জমিদার
- কাজী মোতাহার হোসেন বাংলাদেশী পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ,
- কাঙ্গালিনী সুফিয়া:-কন্ঠ শিল্পী।
- রোজিনা (অভিনেত্রী),
- মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী।[৬]
- সোহেলী আক্তার একজন বাংলাদেশী মহিলা ক্রিকেটার
- কাজী আবদুল ওদুদ একজন বাংলাদেশী প্রাবন্ধিক, বিশিষ্ট সমালোচক
- হিমানীশ গোস্বামী
- বিজন ভট্টাচার্য
- মনসুর উল করিম, একুশে পদক প্রাপ্ত চিত্রশিল্পী, শিক্ষক
- খবিরুজ্জামান- বীর বিক্রম
- শেখ সোহেল রানা টিপু রাজনীতিবিদ, সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়
- রামতারণ সান্যাল
- কাজী আনোয়ার হোসেন
- মৌলভি তমিজউদ্দিন খান রাজনীতিবিদ ও পাকিস্তান গণপরিষদ ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার
- রাজিয়া খান
প্রতিবেদনের মাধ্যমে আপনারা এক নজরে রাজবাড়ী জেলা সম্পর্কে জানলেন। এরকম আরো অন্যান্য জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের সারা বাংলা ক্যাটাগরি পড়বেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024