ইমরান আল মামুন
এক নজরে নাটোর জেলা
আজকে আমরা নিয়ে হাজির হয়েছি এক নজরে নাটোর জেলা সম্পর্কে। এই জেলার যাবতীয় সকল তথ্যগুলো পেয়ে যাবেন আপনারা এ প্রতিবেদনের মাধ্যমে খুব সহজে। চলুন তাহলে দেখে নেই আমরা এ জেলার বিখ্যাত দর্শনীয় স্থান এবং ব্যক্তিবর্গের তালিকা সম্পর্কে।
রাজশাহী বিভাগের অন্যতম একটি জেলা হচ্ছে নাটোর। জ্বালাটির উত্তর দিকে রয়েছে নওগাঁ ও বগুড়া, দক্ষিণ দিকে রয়েছে কুষ্টিয়া ও পাবনা জেলার কিছু অংশ, পূর্ব দিকে রয়েছে সিরাজগঞ্জ ও পাবদা এবং পশ্চিমে রয়েছে রাজশাহী জেলা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জেলাটি ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। শহরগুলো আধুনিক সেবায় উন্নত হয়েছে। এই জ্বালা সম্পর্কে আরো বিস্তারিত সকল তথ্যগুলো জেনে নেব এখন।
নাটোর জেলার প্রশাসনিক এলাকা সমূহ
জেলার মত এখানে সর্বমোট উপজেলা রয়েছে আটটি উপজেলা। প্রত্যেক উপজেলায় রয়েছে বিভিন্ন ধরনের ইউনিয়ন। এখন আপনার নিচে উপজেলার নামগুলো জানবো পাশাপাশি ইউনিয়ন সম্পর্কে জানব। অর্থাৎ কোন উপজেলায় কয়টি ইউনিয়ন রয়েছে এবং তাদের নামের তালিকা।
নাটোর সদর উপজেলা
- ছাতনী ইউনিয়ন
- তেবাড়িয়া ইউনিয়ন
- দিঘাপতিয়া ইউনিয়ন
- কাফুরিয়া ইউনিয়ন
- হালসা ইউনিয়ন
- লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন
- বড় হরিশপুর ইউনিয়ন
বাগাতিপাড়া উপজেলা
- পাঁকা ইউনিয়ন
- জামনগর ইউনিয়ন
- দয়ারামপুর ইউনিয়ন
- ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন
- বাগাতিপাড়া ইউনিয়ন
বড়াইগ্রাম উপজেলা
- জোয়াড়ী ইউনিয়ন
- বড়াইগ্রাম ইউনিয়ন
- চান্দাই ইউনিয়ন
- মাঝগাঁও ইউনিয়ন
- জোনাইল ইউনিয়ন
- নগর ইউনিয়ন
- গোপালপুর ইউনিয়ন
গুরুদাসপুর উপজেলা
- নাজিরপুর
- ধারাবারিষা
- চাপিলা
- বিয়াঘাট
- খুবজীপুর
- মশিন্দা
লালপুর উপজেলা
- লালপুর ইউনিয়ন পরিষদ
- ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ
- দুড়দুরিয়া ইউনিয়ন পরিষদ
- অর্জুনপুর বরমহাটী ইউনিয়ন পরিষদ
- বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ
- দুয়ারিয়া ইউনিয়ন পরিষদ
- কদিমচিলান ইউনিয়ন পরিষদ
- চংধুপইল ইউনিয়ন পরিষদ
- আড়বাব ইউনিয়ন পরিষদ
- ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ
সিংড়া উপজেলা
- ইটালী ইউনিয়ন
- কলম ইউনিয়ন
- চামারী ইউনিয়ন
- হাতিয়ান্দহ ইউনিয়ন
- সুকাশ ইউনিয়ন
- ডাহিয়া ইউনিয়ন
- লালোর ইউনিয়ন
- ছাতারদিঘী ইউনিয়ন
- রামানন্দ খাজুরা ইউনিয়ন
- শেরকোল ইউনিয়ন
- তাজপুর ইউনিয়ন
- চৌগ্রাম ইউনিয়ন
নলডাঙ্গা উপজেলা
- ব্রাহ্মপুর ইউনিয়ন
- খাজুরা ইউনিয়ন
- মাধনগর ইউনিয়ন
- পিপরুল ইউনিয়ন
- বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন
নাটোর জেলার পৌরসভা
এক নজরে নাটোর জেলার পুলিশ ফাঁড়ি এবং অন্যান্য পুলিশি ব্যবস্থা
নাটোর জেলাকে সুশৃঙ্খলভাবে রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা দিতে এখানে রয়েছে বিভিন্ন ধরনের পুলিশ স্টেশনের পাশাপাশি পুলিশ ফাঁড়ি। যেগুলো দ্বারা সকল প্রশাসনিক এলাকাসহকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে।
- আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্র
- বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র
- নিচাবাজার পুলিশ ফাঁড়ি
- উপরবাজার পুলিশ ফাঁড়ি
- ঝলমলিয়া হাইওয়ে থানা
- বনপাড়া হাইওয়ে থানা
- কালীগঞ্জ পুলিশ ফাঁড়ি
- বামিহাল পুলিশ ফাঁড়ি
- পালপাড়া পুলিশ ফাঁড়ি (অস্থায়ী)
- লালবাজার পুলিশ ফাঁডি
- ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি
- জামনগর পুলিশ ফাঁড়ি
মোট জনসংখ্যা এবং আয়তন
২০১৯ সালের আদমশুমারি অনুযায়ী নাটোরের মোট জনসংখ্যা হচ্ছে ১৮ লক্ষ ৫৯ হাজার ৯২১ জন। আর এ জেলাটির মোট আয়তন হচ্ছে ১৯০৫.০৫ বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে এখানে বসবাসরতা মানুষের সংখ্যা হচ্ছে ৯৮০ জন।
নাটোরের সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সের তালিকা
জেলার মানুষ কতটা সুস্থ তার নির্ভর করে ওই জেলার হাসপাতালের তালিকার ওপর। যে অঞ্চলে উন্নত মানের হাসপাতাল রয়েছে সে জেলার বেশি সুস্থ এবং দীর্ঘজীবী হন। আমরা এখন এই জেলার হাসপাতালের তালিকা দেখে নেই।
- আধুনিক সদর হাসপাতাল নাটোর ২৫০ শয্যা
- ব্যাপিস্ট মিড মিশন হাসপাতাল
নাটোর
- সম্মিলিত সামরিক হাসপাতাল
- পুলিশ হাসপাতাল নাটোর
- আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হসপিটাল নাটোর
- আমেনা হাসপাতাল বনপাড়া
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিংড়া
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লালপুর
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
বাগাতিপাড়া
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নলডাঙ্গা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাটোর সদর
বড়াইগ্রাম
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
- গুরুদাসপুর
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নাটোর জেলা সেরা শিক্ষা প্রতিষ্ঠান
এখন আমরা জানবো এক নজরে নাটোর জেলার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে। এ অঞ্চলে রয়েছে ছোট বড় অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করে থাকে। এখন আমরা জানবো প্রাইমারি থেকে কলেজ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা সম্পর্কে।
- রাণী ভবানী সরকারি মহিলা কলেজ
- দিঘাপতিয়া এম. কে. অনার্স কলেজ
- নাটোর সিটি কলেজ
- নাটোর মহিলা কলেজ
- সরকারি বালক উচ্চ বিদ্যালয়
- সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ
- আব্দুলপুর সরকারি কলেজ লালপুর
- শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ
- বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ
- পাইকেরদোল এস.সি. উচ্চ বিদ্যালয়
- নাটোর সুগারমিল উচ্চ বিদ্যালয়
- গ্রীন একাডেমী উচ্চ বিদ্যালয়
- তেবাড়িয়া উচ্চ বিদ্যালয়
- বড়গাছা উচ্চ বিদ্যালয়
- কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ
- করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় আব্দুলপুর
- নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল
- মহারাজা জে.এন উচ্চ বিদ্যালয়
- গুরুদাসপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়
- বাগাতিপাড়া পাইলট স্কুল
- কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, দয়ারামপুর, নাটোর
- মহারাজা জে, এন উচ্চ বিদ্যালয়
- নব বিধান গার্লস স্কুল
- শের ই বাংলা উচ্চ বিদ্যালয়
- পারভীন পাবলিক উচ্চ বিদ্যালয়
- দিয়াড় গাড়ফা খৈরাশ (ডি.কে) উচ্চ বিদ্যালয়, বড়াইগ্রাম, নাটোর
- রাজাপুর উচ্চ বিদ্যালয়
- সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ
- রাজাপুর ডিগ্রি কলেজ বড়াইগ্রাম নাটোর
- গোল-ই-আফরোজ কলেজ
- চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ
- মহিষমারী উচ্চ বিদ্যালয়
- নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নলডাঙ্গা
- মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সিংড়া
- কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বাগাতিপাড়া (প্রস্তাবিত)
- কৃষক প্রশিক্ষণ কেন্দ্র লালপুর
- যুব প্রশিক্ষণ কেন্দ্র লালপুর
- কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ
- কাছিকাটা স্কুল এন্ড কলেজ
- ইয়াছিনপুুুর উচ্চ বিদ্যালয়
- পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়
- মৌখাড়া উচ্চ বিদ্যালয়
- হয়বতপুর গোলাম ইয়াছিনিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা
- সিংড়া চলনবিল মহিলা ডিগ্রি কলেজ
- সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ
- নাজিরপুর উচ্চ বিদ্যালয়
- নাটোর টেক্সটাইল ইন্সটিটিউট
- নাটোর পলিটেকনিক ইনস্টিটিউট
- মহিষমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চামারী বি.এন. উচ্চ বিদ্যালয়
- কাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নাটোর নার্সিং ইনিস্টিউটিউট
- প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনিস্টিউটিউট
- টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট রামাইগাছি, নাটোর সদর
- টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট লালপুর
- যুব প্রশিক্ষণ কেন্দ্র লালপুর
- তিরাইল উচ্চ বিদ্যালয়
- বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়
নাটোর জেলার দর্শনীয় স্থান
এই প্রতিবেদনে এখন আমরা জানবো নাটোর জেলার সেরা দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। যেখানে প্রতি বছর দেশ-বিদেশের নানা পর্যটকরা ঘুরতে আসেন। আসুন এখন আমরা এই সকল দর্শনীয় স্থানগুলো দেখি নেই।
- বুধপাড়া কালীমন্দির, লালপুর
- ভেল্লাবাড়ি মসজিদ, লালপুর
- গোসাই আশ্রম, লালপুর
- বঙ্গজ্বল রাজবাড়ী বা রানীভবানীর রাজবাড়ী
- চৌগ্রাম জমিদার বাড়ি
- চলনবিল
- তিসিখালি মাজার
- দয়ারামপুর জমিদার বাড়ি
- হালতির বিল
- ধরাইল জমিদার বাড়ি
- আত্রাই নদী
- চলনবিল জাদুঘর
- ঈশ্বরদী বিমানবন্দর ঈশ্বরদী ইউনিয়ন, লালপুর, নাটোর
- পদ্মার তীরও পদ্মার চর লালপুর
- গ্রীন ভ্যালি পার্ক, লালপুর
- লুর্দের রানী মা মারিয়ার ধর্মপল্লী, বনপাড়া, নাটোর
- বোনী মারিয়াবাদ ধর্মপল্লী জোনাইল, বড়াইগ্রাম, নাটোর
- শহীদ সাগর, লালপুর
- ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন
- খাজুরা সাত রাজকন্যার বাড়ী
- নাটোর রেলওয়ে স্টেশন
- হুলহুলিয়া গ্রাম , সিংড়া
- জয়কালী বাড়ি মন্দির নাটোর
- মিনি কক্সবাজার, পাটুল নাটোর
- নর্থ বেঙ্গল চিনি কল লিমিটেড
- উত্তরা গণভবন (দিঘাপতিয়া রাজবাড়ি)
- নাটোর রাজবাড়ী
- বিলসা, মা জননী সেতু গুরুদাসপুর
- মাধনগর রথ বাড়ি
- মাঝগ্রাম জংশন রেলওয়ে স্টেশন
- ইউ এন ও পার্ক বাগাতিপাড়া
- বড় বাঘা মসজিদ ও মাজার বাগাতিপাড়া
- চাপিলা শাহী মসজিদ গুরুদাসপুর
- কলম গ্রাম
বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা
নাটোরে জন্মগ্রহণ করেছে বিখ্যাত ব্যক্তিবর্গ যাদের মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বর্তমান প্রজন্মের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। আসুন আমরা এখন দেখে নেই এখানকার সকল বিখ্যাত ব্যক্তিবর্গের নামের তালিকা।
- এ এইচ এম কামারুজ্জামান
- আশরাফুল ইসলাম
- লতিফুল ইসলাম শিবলী সুরকার, সংগীত শিল্পী, নাট্যকার, কবি, লেখক
- সুলতানা ইয়াসমিন লায়লা - ক্লোজআপ ওয়ান-২০১২ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন
- মহারাজা জগদিন্দ্রনাথ রায় - ব্রিটিশ ভারতে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে তার অবদান ছিল।
- রাণী ভবাণী
- শংকর গোবিন্দ চৌধুরী(রাজনীতিবিদ)
- আমজাদ খান চৌধুরী - ব্যবসায়ী, প্রধান নির্বাহী- প্রাণ-আরএফএল গ্রুপ
- আবু হেনা রনি - অভিনেতা, উপস্থাপক ও মডেল।
- স্যার যদুনাথ সরকার - সাহিত্যিক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এর উপাচার্য ছিলেন।
- প্রমথনাথ বিশী একজন লেখক, শিক্ষাবিদ ও অধ্যাপক।
- প্রফেসর আব্দুস ছাত্তার, ডিপার্টমেন্ট অব ওরিয়েন্টাল আর্ট
- কার্তিক উদাস, বাউল, লেখক, শিক্ষক।
- অধ্যক্ষ এম. এ. হামিদ।
- সাইফুল ইসলাম (নাটোরের রাজনীতিবিদ)
- জাকির তালুকদার
- শরৎ কুমার রায়- বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর এর প্রতিষ্ঠাতা
- মাদার বখশ - রাজশাহী বিশ্ববিদ্যালয় স্বপ্নদ্রষ্টা ও স্রষ্টা
- মোঃ মাকসুদুর রহমান - জিন রহস্য আবিষ্কারক;
- রাধাচরন চক্র্যবর্তী -সাহিত্যিক
- এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার, বীর উত্তম
- শফিউদ্দিন সরদার(ঐতিহাসিক ঔপন্যাসিক)। নাটোর সদর।
- জুনাইদ আহমেদ পলক - রাজনীতিবিদ।
- ফরিদা পারভিন - লালন শিল্পী
- রেজওয়াদুদ মাহিন- চলচ্চিত্র নির্মাতা
- তাইজুল ইসলাম (ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল)।
- আলমগীর মহিউদ্দিন, সম্পাদক দৈনিক নয়া দিগন্ত।
- হানিফ উদ্দীন মিয়া উপমহাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার।
- শেফালী মমতাজ
- নওশের আলী সরকার
- ফজলুর রহমান পটল
- প্রফেসর ড.সরকার সুজিত কুমার
- প্রফেসর এম আবদুস সোবহানয়
- এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
- মমতাজ উদ্দিন
এই প্রতিবেদনে আপনারা দেখলেন এক নজরে নাটোর জেলা সম্পর্কে। এরকম আরো অন্যান্য জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের পত্রিকা নিয়মিত পড়বেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024