ইমরান আল মামুন
এক নজরে ভোলা জেলা
বাংলাদেশের বরিশাল বিভাগের অন্যতম একটি জেলা হচ্ছে ভোলা। প্রতিবেদনে আমরা এক নজরে ভোলা জেলা সম্পর্কে জানবো। এখান থেকে এ জেলার মোট জনসংখ্যা, আয়তন এবং দর্শনীয় স্থানগুলো ছাড়াও জানতে পারব সকল তথ্যগুলো।
বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে তার মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে ভোলা। এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ ঘেরা সকল দর্শনীয় স্থান। এছাড়াও রয়েছে বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা যারা দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে অংশগ্রহণ করেছে। এখন আমরা এই জ্বালা সম্পর্কে সকল তথ্যগুলো জেনে নেই।
ভোলা জেলা নামকরণের ইতিহাস
জেলাটির নামকরণ ক্ষেত্রে বেশ কাহিনী প্রচলিত রয়েছে তবে এর মধ্যে রয়েছে কিছু গল্প কাহিনী আবার কিছু রয়েছে সত্যিকারের ঘটনা। জেলাটির মধ্য বরাবর বয়ে গিয়েছে বেতোয়ার নামক একটি খাল। তবে এটি তুলনামূলকভাবে প্রশস্ত ছিল না। পূর্বে এ নামের একটি নদী ছিল। খেয়া নৌকার মাধ্যমে এটি পারাপার করা হতো। নদী পারাপার করত একজন মাঝি যার নাম ছিল ভোলা গাজী। তার নামকরণ অনুসারেই এই জেলার নাম করা হয় ভোলা।
জেলার আয়তন এবং ভৌগোলিক অবস্থান
ভোলা জেলার মোট আয়তন হচ্ছে ৩৪০৩.৪৮ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে অন্যান্য জেলার তুলনায় বেশ বড় এই জেলাটি। ধারণা করা হয়ে থাকে সবচেয়ে বড় জেলা হচ্ছে ভোলা জেলা। এর উত্তর দিকে রয়েছে বরিশাল, মেঘনা নদী, দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, পূর্ব দিকে রয়েছে লক্ষীপুর ও নোয়াখালী জেলা এছাড়াও রয়েছে মেঘনা নদীর কিছু অংশ, পশ্চিমে রয়েছে বরিশাল জেলা ও পটুয়াখালী জেলার কিছু অংশ। ভোলা মূলত নদীমাতৃক এবং সমুদ্র তীরবর্তী একটি জেলা। এখানে বন্যার প্লাবন হয়ে থাকে।
ভোলা জেলার মোট জনসংখ্যা কত
আয়তনের দিক থেকে এ জেলাটি অনেক বড় হলেও জনসংখ্যার দিক থেকে রয়েছে বেশ কম । মোট জনসংখ্যা হচ্ছে ১৭ লক্ষ ৭৬ হাজার ৯৯৫ জন। প্রতি বর্গ কিলোমিটারে এখানে বসবাসরত মানুষের সংখ্যা হচ্ছে ৫২০ জন। যা অন্যান্য জেলার তুলনায় সবচেয়ে কম।
এক নজরে ভোলা জেলার প্রশাসনিক অঞ্চল সমূহ
এত বিশাল জেলাকে ৭টি উপজেলায় ভাগ করে দেওয়া হয়েছে যার মাধ্যমে একেক অঞ্চল গুলোকে নিয়ন্ত্রণ করে ঐ সকল অঞ্চলের প্রধান। আসুন এখন আমরা ৭টি উপজেলা সম্পর্কে জানি এবং তাদের অধীনস্ত ইউনিয়ন গুলোর নাম জেনে নেই।
চরফ্যাশন
- ওসমানগঞ্জ,
- আছলামপুর,
- আব্দুল্লাহপুর
- ওমরপুর
- চর মাদ্রাজ,
- জিন্নাগড়,
- আমিনাবাদ,
- চর মানিকা,
- কুকরী মুকরী,
- নজরুলনগর
- আবুবকরপুর
- আহম্মদপুর
- ঢালচর
- নীলকমল,
- নুরাবাদ,
- মুজিবনগর,
- চর কলমী,
- এওয়াজপুর
- জাহানপুর
- হাজারীগঞ্জ,
- রসুলপুর,
তজুমদ্দিন
- বড় মলংচড়া,
- সোনাপুর,
- চাঁচড়া
- শম্ভুপুর
- চাঁদপুর,
দৌলতখান
- মদনপুর,
- মেদুয়া,
- চর পাতা,
- উত্তর জয়নগর,
- হাজীপুর
- ভবানীপুর
- দক্ষিণ জয়নগর,
- চর খলিফা,
- সৈয়দপুর,
বোরহানউদ্দিন
- গংগাপুর,
- সাচড়া,
- দেউলা,
- বড় মানিকা
- কুতুবা
- কাচিয়া,
- হাসাননগর,
- টবগী,
- পক্ষিয়া,
ভোলা সদর
- রাজাপুর,
- কাচিয়া,
- বাপ্তা,
- ধনিয়া,
- শিবপুর,
- ইলিশা,
- পশ্চিম ইলিশা,
- উত্তর দিঘলদী
- দক্ষিণ দিঘলদী
- আলীনগর,
- চর সামাইয়া,
- ভেলুমিয়া,
- ভেদুরিয়া,
মনপুরা
- মনপুরা,
- হাজিরহাট,
- সাকুচিয়া দক্ষিণ
- সাকুচিয়া উত্তর
লালমোহন
- বদরপুর,
- কালমা,
- ধলী গৌরনগর,
- রমাগঞ্জ
- লর্ড হার্ডিঞ্জ
- চর ভূতা,
- লালমোহন,
- ফরাজগঞ্জ,
- পশ্চিম চর উমেদ,
ভোলা জেলার শিক্ষা ব্যবস্থাপনা
জেলাটির মোট সাক্ষরতার হার হচ্ছে ৪৩.২ শতাংশ। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিদে রয়েছে ১১ টি কলেজ এবং ১১৭টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এছাড়াও রয়েছে ছোট-বড় অনেক সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান যেগুলো থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করেন।
এক নজরে ভোলা জেলার দর্শনীয় স্থান
এ জেলায় রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এবং মানুষের তৈরি বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান। এ দর্শনীয় স্থানগুলোতে ইতিহাসে দেশি-বিদেশি অনেক পর্যটকরা। এখন আমরা এই দর্শনের স্থানের তালিকা গুলো দেখে নেই।
- শাহবাজপুর গ্যাস ক্ষেত্র
- চর কুকরী মুকরী
- নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ
- বোরহানউদ্দিন চৌধুরীর জমিদার বাড়ি
- সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক
- জ্যাকব ওয়াচ টাওয়ার, চরফ্যাশন
- তারুয়া সমুদ্র সৈকত
বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা
ভোলা জেলাতে জন্মগ্রহণ করেছে আমাদের মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সংসদ সদস্য এবং দেশের গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত ব্যক্তিবর্গেরা। এখন আমরা তাদের নামের তালিকা দেখে নেই।
- বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল
- মোশারেফ হোসেন শাজাহান
- অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন
- আন্দালিব রহমান-সাবেক সংসদ সদস্য, আইনজীবী
- নাজিউর রহমান মঞ্জুর- মন্ত্রী
- তোফায়েল আহমেদ
- সিদ্দিকুর রহমান
- নুরুন্নবী চৌধুরী শাওন
- সাদ জগলুল ফারুক
- নিজাম উদ্দিন আহম্মেদ
- হাফিজ ইব্রাহিম
- আলী আজম
- জসিম উদ্দিন
- আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব
- নলিনী দাস (ব্রিটিশ বিরোধী বিপ্লবী)
- হাফিজ উদ্দিন আহম্মদ
- আমিনুল হক (ফুটবলার)
- সাঈদ বাবু (অভিনেতা)
- জাফর উল্যাহ চৌধুরী
- নাজিম উদ্দিন আলম
প্রতিবেদনে আপনারা এক নজরে ভোলা জেলার সম্পর্কে জানলেন। এরকম আরো অন্যান্য জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের সারা বাংলা খবর দেখবেন। এখানে বাংলাদেশের ৬৪ টি জেলা দিয়েই তুলে ধরা হয়েছে বিভিন্ন ধরনের প্রতিবেদন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024