ইমরান আল মামুন
এক নজরে কুড়িগ্রাম জেলা
বরাবরের মত আমরা হাজির হয়েছি এক নজরে কুড়িগ্রাম জেলা সম্পর্কে। যে সকল পাঠকরা কুড়িগ্রামের দর্শনীয় স্থান, ব্যক্তিবর্গের তালিকা, প্রশাসনিক অঞ্চল সমূহ এবং অন্যান্য খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন। তাদের জন্য আমাদের এ প্রতিবেদন অত্যন্ত সহায়ক।
প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ দৃশ্যে ঘেরা কুড়িগ্রাম জেলা বাংলাদেশের জনপ্রিয় জেলার মধ্যে জায়গা দখল করে দিয়েছে। এখানে যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অপরূপ সকল জায়গা। এছাড়াও এর শহরগুলো হচ্ছে উন্নত প্রযুক্তি দ্বারা নির্মিত। আর বিভিন্ন জেলাকে পিছিয়ে ফেলে এই জেলায় এ শ্রেণীভুক্ত হয়েছে বাংলাদেশে। আমরা আজকে এই জেলার সম্পর্কে ছোট থেকে বড় সকল গুরুত্বপূর্ণ বিষয় এবং তথ্যগুলো জেনে নেব।
কুড়িগ্রাম জেলার ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য বিষয় সমূহ
এটি জেলা হিসাবে বহু আগে থেকে প্রতিষ্ঠিত হলেও আরো অধিক সময় আগে ধরে এই জায়গাটি বেশি জনপ্রিয় ছিল। তবে এর নামকরণ নিয়ে রয়েছে বেশ কয়েকটি ইতিহাস। সন্দেহ মুক্ত ভাবে কোন ধরনের তথ্য পাওয়া সম্ভব হয়নি যার পক্ষে বলা সম্ভব হচ্ছে না কি কারণে কুড়িগ্রাম নামটি রাখা হয়েছিল।
জেলাটির উত্তর দিকে রয়েছে ভারতের কিছু অংশ ও লালমনিরহাট জেলা, দক্ষিণে রয়েছে গাইবান্ধা ও জামালপুরের কিছু অংশ, পূর্বে রয়েছে শুধুমাত্র ভারতের আসাম এবং পশ্চিমে রয়েছে রংপুর এবং লালমনিরহাট জেলার অংশ।
জনসংখ্যা এবং আয়তন
২০১১ সালের আদম শুমারি অনুযায়ী এখানে মোট জনসংখ্যা হচ্ছে ২০ লক্ষ ৬৯ হাজার ২৭৩ জন। আর কুড়িগ্রাম জেলার মোট আয়তন হচ্ছে ২২৪৫.০৪ বর্গ কিলোমিটার। প্রত্যেক বর্গ কিলোমিটারে এখানে মানুষের বসবাসের সংখ্যা ৯২০ জন।
এক নজরে কুড়িগ্রাম জেলার প্রশাসনিক এলাকা সমূহ
এই জেলাটিতে রয়েছে সর্বমোট নয়টি উপজেলা। প্রত্যেকটি উপজেলায় রয়েছে বিভিন্ন ধরনের ইউনিয়ন যার মাধ্যমে বিভিন্ন গ্রামকে নিয়ন্ত্রণ করা হয়। আসুন এখন আমরা এই প্রতিবেদনে প্রত্যেক উপজেলা এবং ইউনিয়নের নাম গুলো জেনে নেই।
উলিপুর উপজেলা
- বজরা
- দলদলিয়া
- ধামশ্রেণী
- দূর্গাপুর
- বেগমগঞ্জ
- বুড়াবুড়ি
- ধড়নিবাড়ি
- গুনাইগাছ ইউনিয়ন
- হাতিয়া
- তবকপুর
- থেতরাই
- পান্ডুল
- সাহেবের আলগা
কুড়িগ্রাম সদর উপজেলা
- ভোগডাঙ্গা ইউনিয়ন
- মোগলবাসা ইউনিয়ন
- হলোখানা ইউনিয়ন
- ঘোগাদহ ইউনিয়ন
- পাঁচগাছি ইউনিয়ন
- যাত্রাপুর ইউনিয়ন
- বেলগাছা ইউনিয়ন
- কাঁঠালবাড়ী ইউনিয়ন
চর রাজিবপুর উপজেলা
- রাজিবপুর,
- কোদালকাটি
- মোহনগঞ্জ
চিলমারী উপজেলা
- অষ্টমির চর ইউনিয়ন
- নয়ারহাট ইউনিয়ন
- থানাহাট ইউনিয়ন
- রাণীগঞ্জ ইউনিয়ন
- চিলমারী ইউনিয়ন
- রমনা ইউনিয়ন
নাগেশ্বরী উপজেলা
- সন্তোষপুর ইউনিয়ন
- বামনডাঙ্গা ইউনিয়ন
- নেওয়াশী ইউনিয়ন
- রামখানা ইউনিয়ন
- কালীগঞ্জ ইউনিয়ন
- রায়গঞ্জ ইউনিয়ন
- হাসনাবাদ ইউনিয়ন
- ভিতরবন্দ ইউনিয়ন
- নুনখাওয়া ইউনিয়ন
- বল্লভেরখাস ইউনিয়ন
- নারায়ণপুর ইউনিয়ন
- বেরুবাড়ী ইউনিয়ন
- কেদার ইউনিয়ন
- কচাকাটা ইউনিয়ন
ফুলবাড়ী উপজেলা
ভূরুঙ্গামারী উপজেলা
- পাথরডুবি,
- শিলখুড়ি, তিলাই,
- চরভূরুঙ্গামারী
- বঙ্গসোনাহাট
- পাইকেরছড়া,
- ভূরুঙ্গামারী,
- জয়মনিরহাট,
- আন্ধারীঝাড়,
- বলদিয়া ইউনিয়ন,
রাজারহাট উপজেলা
- ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন
- ছিনাই ইউনিয়ন
- উমরমজিদ ইউনিয়ন
- নজিমখাঁন ইউনিয়ন
- রাজারহাট ইউনিয়ন
- চাকিরপশার ইউনিয়ন
- বিদ্যানন্দ ইউনিয়ন
রৌমারী উপজেলা
- রৌমারী
- যাদুরচর
- বন্দবেড়
- চর শৌলমারী
- শৌলমারী
- দাঁতভাঙ্গা
কুড়িগ্রামের সেরা কলেজসমূহ এবং শিক্ষা ব্যবস্থাপনা
যদি আপনি এক নজরে কুড়িগ্রাম জেলা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এ জানতে চান শিক্ষা ব্যবস্থাপনার সম্পর্কে জানতে হবে। এই জেলার শতকরা শিক্ষার হার হচ্ছে ৫৬ শতাংশ। এছাড়াও রয়েছে ছোট বড় অসংখ্য সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে প্রত্যেক বছর প্রায় কয়েক হাজার শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। আসুন দেখে নেই এ সকল কলেজের তালিকা।
- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
- কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ,
- ভুরুংগামারী সরকারি কলেজ,
- উলিপুর সরকারি কলেজ,
- ফুলবাড়ি ডিগ্রী কলেজ,
- কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়,
- যাদুরচর উচ্চ বিদ্যালয়
- সাইফুর রহমান সরকারি কলেজ
- কুড়িগ্রাম সরকারি কলেজ,
- কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট,
- নাগেশ্বরী সরকারি কলেজ,
- রাজিবপুর সরকারি কলেজ
- রাজিবপুর মহিলা কলেজ,
- রৌমারী সরকারি কলেজ,
- চিলমারী সরকারি কলেজ
- ভুরুংগামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়,
- নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমী
- নাগেশ্বরী ডি এম একাডেমি,
- উলিপুর মহারাণী স্বর্ণময়ী উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়,
- কুড়িগ্রাম কামিল (এমএ) মাদ্রাসা,
- বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়,
- এইলি মডেল স্কুল, ঘড়িয়ালডাঙ্গা, রাজারহাট,
- ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়,
- নাগেশ্বরী কামিল (এমএ) মাদ্রাসা,
- তিলাই উচ্চ বিদ্যালয়, ভুরুংগামারী,
- ভুরুংগামারী নে/উ বালিকা উঃবিঃ,
- মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ,
- সি,জি জামান উচ্চ বিদ্যালয়,
- রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ৫৬৩টি
- বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ৫৪৫টি
কুড়িগ্রাম জেলার দর্শনীয় স্থান
এখানে রয়েছে মানুষের তৈরি কৃত্রিম বিভিন্ন পার্ক এবং দর্শনীয় স্থানগুলো। ঠিক তেমনভাবে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা অপরূপ দৃশ্যে নানা ধরনের নান্দনীয় দর্শনীয় স্থান। নিচে কুড়িগ্রাম জেলার সকল সেরা দর্শনীয় স্থানের তালিকা তুলে ধরা হলো।
- দাশেরহাট কালী মন্দির
- কুড়িগ্রামের ১ম শহীদ মিনার(মজিদা কলেজ)
- শাপলা চত্বর(কুড়িগ্রাম শহীদ মিনার)
- উত্তরবঙ্গ জাদুঘর (নতুন শহর)
- চান্দামারী মসজিদ
- কোটেশ্বর শিব মন্দির
- ধরলা সেতু
- ধরলা সেতু-২,ফুলবাড়ী উপজেলা
- সোনাহাট স্থলবন্দর, ভূরুঙ্গামারী উপজেলা
- প্রথম আলো চর
- পাঙ্গা জমিদার বাড়ি
- ঘড়িয়ালডাঙ্গা জমিদার বাড়ি
- টুপামারী (জিয়া পুকুর)
- উলিপুর মুন্সিবাড়ী
- ধামশ্রেণী মন্দির
- সোনাহাট ব্রিজ ভূরুঙ্গামারী উপজেলা
- ফুল সাগর
- জেলার ১৬ টি নদ-নদী
- ৪২০ টির অধিক চরাঞ্চল
- ব্রহ্মপুত্র নদ
- নাওডাঙ্গা জমিদার বাড়ি
- চতুর্ভূজ সেনপাড়া শিব মন্দির
- বিজয়স্তম্ভ (স্টেডিয়াম সংলগ্ন)
- ঘোষপাড়া মুক্তিযোদ্ধো স্মৃতি ফলক
- শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক
- ধলডাঙ্গা বাজার ভূরুঙ্গামারী উপজেলা
- কালজানি ঘাট ভূরুঙ্গামারী উপজেলা
- চিলমারী বন্দর
- জয়মনিরহাট জমিদার বাড়ি ভূরুঙ্গামারী উপজেলা
- জালার পীরের দরগাহ
- উদুনা-পুদুনার বিল
- বেহুলার চর
- আমতলি সর্বজনীন দুর্গা মন্দির(রাজারহাট)
- তুরা বন্দর,রৌমারী উপজেলা
- ভেতরবন্দ জমিদার বাড়ি
- মাধাইখাল কালী মন্দির-নাগেশ্বরী উপজেলা
- বহলকুড়ি ভারত ও বাংলাদেশ
- চাকিরপাশার বিল।
- টগরাইহাটের অচিন গাছ।
- দাশিয়ার ছড়া (সাবেক ছিটমহল)
- রাজিবপুর সীমান্ত হাট
বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা
শামসুল হক চৌধুরী থেকে শুরু করে নাজমুল হুদা পারভেজ পর্যন্ত রয়েছে বিখ্যাত ব্যক্তিবর্গ। দেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রয়েছে বর্তমান সময়ের বিভিন্ন মন্ত্রী পরিষদের সদস্যরা এবং গুরুত্বপূর্ণ সকল ব্যক্তিবর্গেরা। যারা দেশের উন্নয়নের পাশাপাশি কুড়িগ্রাম জেলাকে করেছে আরও উন্নত। তাহলে দেখে নেওয়া যাক এক নজরে কুড়িগ্রাম জেলা সম্পর্কে।
- শামসুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা
- আহমেদ নাজমীন সুলতানা
- আককাছ আলী সরকার রাজনীতিবিদ,সাবেক সাংসদ সদস্য কুড়িগ্রাম -৩
- রোকনদ্দৌলা মন্ডল
- মতিউর রহমান (কুড়িগ্রামের রাজনীতিবিদ)
- আমজাদ হোসেন সরকার
- আছলাম হোসেন সওদাগর
- এ কে এম মাইদুল ইসলাম সাবেক সাংসদ সদস্য কুড়িগ্রাম-৩
- এম এ মতিন (কুড়িগ্রামের রাজনীতিবিদ)
- তারামন বিবি, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
- আমজাদ হোসেন তালুকদার, মুক্তিযুদ্ধের সংগঠক
- আব্দুর রহমান (বুদ্ধিজীবী)
- রমণীকান্ত নন্দী (শহীদ বুদ্ধিজীবী
- গোলাম হাবিব দুলাল চেয়ারম্যান বাংলাদেশ সত্যবাদী দল )
- কানাই লাল সরকার
- গোলাম হোসেন
- তাজুল ইসলাম চৌধুরী, (রাজনীতিবিদ,সাবেক মন্ত্রী ও সাবেক সাংসদ সদস্য কুড়িগ্রাম-২
- সৈয়দ শামসুল হক, বাঙালি সাহিত্যিক
- আব্বাসউদ্দীন আহমদ, সঙ্গীতশিল্পী।
- মোহাম্মদ সাদাকাত হোসেন
- সাইফুর রহমান রানা
- হাবিবুর রহমান (প্রকৌশলী)
- কছিম উদ্দিন, ভাওয়াইয়া সঙ্গীতশিল্পী
- ভবানী পাঠক, ব্রিটিশবিরোধী আন্দোলনের সন্ন্যাসীদের নেতা।
- রাউফুন বসুনিয়া
- মোহাম্মদ হোসেন খান (বিশিষ্ট ব্যবসায়ী)
- মোহাম্মদ সিরাজুল হক
- রুহুল কবির রিজভী
- ভূপতি ভূষণ বর্মা (ভাওয়াইয়া ভাস্কর)
- অজিত রায় (স্বাধীনতা পুরস্কার) প্রাপ্ত।
- আনোয়ারা সৈয়দ হক
- আমসা আমিন
- অবদুল বারী সরকার
- নাজমুল হুদা পারভেজ, সাংবাদিক ও শিক্ষক
- নাজিমুদ্দৌলা
- মো. উমর ফারুক
- পনির উদ্দিন আহমেদ
- নূর-ই-হাসনা লিলি চৌধুরী
- জাকির হোসেন (সাংসদ সদস্য কুড়িগ্রাম -৪ ও মন্ত্রী)
- সহিদুল ইসলাম
- বাদল খন্দকার
- শাহানাজ সরদার
এক নজরে কুড়িগ্রাম জেলার সম্পর্কে জানার পাশাপাশি আরো অন্যান্য জেলা সম্পর্কে জানতে হলে আমাদের সারা বাংলা ক্যাটাগরি দেখুন। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন জেলা নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়ে হয়েছে।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024