রাণীশংকৈল, (ঠাকুরগাঁও)
মারপিটের মামলায় হাজিরা দিতে গিয়ে কারাগারে ইউপি চেয়ারম্যান
হোসেনগাঁও ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।
ঠাকুরগাঁও রাণীশংকৈলের হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনিত নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও হোসেনগাঁও ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিকে আটক করেছে আদালত। মারপিট ও হত্যার হুমকির মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন আদালত।
গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলা আমলী আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের আদালতে হাজিরা দিতে গিলে ইউপি চেয়ারম্যানের সাথে এ ঘটনা ঘটে। আদালতে উপস্থিত হয়ে ওই মামলায় আইনজীবির মাধ্যমে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাধারণ ও গুরতর হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম, হত্যার হুমকি, ভয়ভীতি প্রর্দশন ও হুকুম দানের মামলায় মতিউর রহমান মতি চেয়ারম্যানের জামিন না মঞ্জুর করা হয়েছে বলে বুধবার রাতে আদালত সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি রাণীশংকৈল উপজেলার গোগর মাঝাটোলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মাসুদ রানাকে ডেকে নিয়ে বেধরক মারপিট, হাড়গোড় ভেঙে দেওয়া ও হত্যার হুমকির অপরাধে বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিকে ১ নং বিবাদী করে মোট ৭ জনের নাম উল্লেখ্য করে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলাটি জেলা আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে মতিউর রহমান চেয়ারম্যান এর আইনজীবি আনোয়ার হোসেন বলেন, আদালত জামিন না মঞ্জুর করে আমার মক্কেলকে আদালতে নেওয়ার আদেশ দেন। পুনরায় জামিনের আবেদন করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024