ইমরান আল মামুন
এক নজরে নীলফামারী জেলা
প্রতিটি জেলার মতো আজকে আমরা নিয়ে হাজির হয়েছি এক নজরে নীলফামারী জেলা সম্পর্কে। আপনারা এই প্রতিবেদনে উক্ত জেলার দর্শনীয় স্থান, জনসংখ্যা, বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা সহ খুঁটিনাটি সকল বিষয়গুলো জানতে পারবেন।
সারা বাংলাদেশ জুড়ে রয়েছে মোট 64 টি জেলা তার মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে নীলফামারী। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ঘেরা এই জায়গাটির দেখার জন্য অনেকে ঘুরতে আসেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। এ জেলা শহরগুলো হচ্ছে আধুনিক প্রযুক্তি দিয়ে উন্নত শহর। যেখান থেকে সাধারণ মানুষেরা উন্নত সেবা গ্রহণ করে।
নীলফামারী নামকরণের ইতিহাস
এ জেলার নামের সাথে এর ইতিহাসের অনেক সম্পর্ক রয়েছে। ইংরেজ নীলকেররা প্রায় দুই শতাধিক বছর পর্যন্ত এ অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করেছিলেন। এই অঞ্চলের মাটি এতটাই উর্বর ছিল যে এই অঞ্চলের লিল ভারতবর্ষের সহ সারা বিশ্বের খ্যাতি অর্জন করেছিল। শহরটির পুরাতন রেলস্টেশনের নিকট ছিল একটি নীলকুঠি। স্থানীয় জনগণের কাছে শোনা যায় অর্থাৎ কৃষকরা বলেন মানুষের মুখে নীল খামার রূপান্তরিত হয় নীলখামারি। এরপর নীল খামারের থেকে পরিবর্তন হয় নীলফামারী। তারপর থেকেই এই অঞ্চলের নাম নীলফামারী এবং জেলা হিসেবে প্রতিষ্ঠিত লাভ করে এই নামেই।
নীলফামারীর ভৌগোলিক অবস্থান এবং আয়তন
রংপুর বিভাগের প্রশাসনিক অঞ্চলের একটি প্রশাসনিক এলাকা হচ্ছে নীলফামারী। জেলাটির উত্তরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণের রংপুর জেলা, পূর্বে রংপুর জেলা ও লালমনিরহাট জেলা, পশ্চিমে রয়েছে দিনাজপুর জেলা ও পঞ্চগড় জেলা। আয়তনের দিক থেকে রয়েছে এই জেলাটির বেশ বিস্তৃতি। ছেলেটির মোট আয়তন হচ্ছে ১৬৪৩.৪ বর্গ কিলোমিটার।
এক নজরে নীলফামারী জেলার প্রশাসনিক এলাকা সমূহ
একটি জেলাকে কয়েকটি অংশে বিভক্ত করে দেওয়া হয় যার মাধ্যমে পুরো জেলাকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। নীলফামারী জেলার মোট ছয়টি উপজেলা রয়েছে এবং তাদের অধীনস্থ হয়েছে ৬০টি ইউনিয়ন। এখন আমরা এই সকল উপজেলা তালিকা গুলো দেখে নিব।
নীলফামারী সদর উপজেলা
- খোকশাবাড়ী ইউনিয়ন
- পলাশবাড়ী ইউনিয়ন
- রামনগর ইউনিয়ন
- কচুকাটা ইউনিয়ন
- পঞ্চপুকুর ইউনিয়ন
- চওড়া বড়গাছা ইউনিয়ন
- গোড়গ্রাম ইউনিয়ন
- ইটাখোলা ইউনিয়ন
- টুপামারী ইউনিয়ন
- লক্ষীচাপ ইউনিয়ন
- জনসংখ্যার উপাত্ত
- কুন্দুপুকুর ইউনিয়ন
- সোনারায় ইউনিয়ন
- সংগলশী ইউনিয়ন
- চড়াইখোলা ইউনিয়ন
- চাপড়া সরঞ্জানী ইউনিয়ন
ডোমার উপজেলা
- ডোমার সদর ইউনিয়ন,
- বোড়াগাড়ী ইউনিয়ন,
- কেতকীবাড়ী ইউনিয়ন
- গোমনাতি ইউনিয়ন
- জোড়াবাড়ী ইউনিয়ন,
- বামুনিয়া ইউনিয়ন,
- পাংগা মটকপুর ইউনিয়ন,
- ভোগডাবুড়ী ইউনিয়ন,
- সোনারায় ইউনিয়ন,
- হরিণচড়া ইউনিয়ন,
ডিমলা উপজেলা
- বালাপাড়া, ডিমলা,
- খগাখড়িবাড়ী,
- গয়াবাড়ী,
- পশ্চিম ছাতনাই,
- নাউতারা,
- টেপাখড়িবাড়ী
- পূর্ব ছাতনাই
- খালিশা চাপানী,
- ঝুনাগাছ চাপানী,
জলঢাকা উপজেলা
- গোলমুন্ডা ইউনিয়ন
- মীরগঞ্জ ইউনিয়ন
- শৌলমারী ইউনিয়ন
- কৈমারী ইউনিয়ন
- ডাউয়াবাড়ী ইউনিয়ন
- বালাগ্রাম ইউনিয়ন
- গোলনা ইউনিয়ন
- ধর্মপাল ইউনিয়ন
- কাঁঠালী ইউনিয়ন
- খুটামারা ইউনিয়ন
- শিমুলবাড়ী ইউনিয়ন
কিশোরগঞ্জ উপজেলা
- নিতাই ইউনিয়ন
- বাহাগিলি ইউনিয়ন
- চাঁদখানা ইউনিয়ন
- বড়ভিটা ইউনিয়ন
- পুটিমারী ইউনিয়ন
- গাড়াগ্রাম ইউনিয়ন
- মাগুড়া ইউনিয়ন
- কিশোরগঞ্জ সদর ইউনিয়ন
- রনচন্ডি ইউনিয়ন
সৈয়দপুর উপজেলা
- বোতলাগাড়ী ইউনিয়ন
- খাতামধুপুর ইউনিয়ন
- কামারপুকুর ইউনিয়ন
- কাশিরাম বেল পুকুর ইউনিয়ন
- বাঙ্গালীপুর ইউনিয়ন
নীলফামারী সেরা শিক্ষা প্রতিষ্ঠান
অন্যান্য জেলার মতো এখানে রয়েছে ছোট বড় অনেক শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা পড়াশোনা করে এ সকল প্রতিষ্ঠান থেকে। যেমন রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্ডেন, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, টেকনিক্যাল প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা। এছাড়াও রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
- নীলফামারী মেডিকেল কলেজ
- বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সৈয়দপুর
- মশিঊর রহমান ডিগ্রী কলেজ, নীলফামারী
- ডোমার সরকারি কলেজ, ডোমার
- চিলাহাটি সরকারি কলেজ
- সৈয়দপুর সরকারি কলেজ
- সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, সৈয়দপুর
- ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ
- ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়
- সোনারায় উচ্চ বিদ্যালয়, ডোমার
- ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- ছোটখাতা বহুমুখী ফাজিল মাদরাসা, ডিমলা, নীলফামারী
- কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজ
- সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল
- ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর
- নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়
- নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- জলঢাকা সরকারি কলেজ
- চিড়াভিজা গোলনা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, জলঢাকা
- গড়ধর্মপাল এসসি উচ্চ বিদ্যালয়, জলঢাকা
- হাছ্না আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ, বাবরীঝাড়, নীলফামারী সদর
- যাদুরহাট উচ্চ বিদ্যালয়, নীলফামারী সদর
- যাদুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খাটুরিয়া উচ্চ বিদ্যালয়, নীলফামারী
- আলোকিত কিন্ডারগার্টেন এন্ড স্কুল।খাটুরিয়া,ডোমার, নীলফামারী।
- টেংগনমারী ডিগ্রী কলেজ, জলঢাকা, নীলফামারী
- সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয়
- ডিমলা রাণী বৃন্দারাণী সরকারি উচ্চ বিদ্যালয়
- শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়, জলঢাকা, নীলফামারী
- বালাগ্রাম কৃষি কলেজ, জলঢাকা, নীলফামারী
- কিশোরীগঞ্জ সরকারি কলেজ, কিশোরগঞ্জ, নীলফামারী
- বড়ভিটা মেধা বিকাশ কিন্ডারগার্টেন স্কুল, কিশোরগঞ্জ, নীলফামারী
- কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়
- কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, নীলফামারী
- চড়াইখোলা স্কুল এন্ড কলেজ, নীলফামারী
- চড়াইখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, নীলফামারী
- কাঞ্চনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলফামারী সদর
- বাবরীঝাড় দ্বিমূখী উচ্চ বিদ্যালয়, নীলফামারী সদর
- বাবরীঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলফামারী সদর
- লায়ন্স স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর
- নগর দারোয়ানী স্কুল এন্ড কলেজ ,নীলফামারী
- বেড়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, নীলফামারী
- বালাগ্রাম উচ্চ বিদ্যালয়, জলঢাকা, নীলফামারী
- জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, জলঢাকা, নীলফামারী
- গোড় গ্রাম স্কুল এন্ড কলেজ , নীলফামারী
- হরিশ্চন্দ্রপাঠ স্কুল এন্ড কলেজ,জলঢাকা,নীলফামারী।
- ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ, নীলফামারী
- শৌলমারী গার্লস স্কুল এন্ড কলেজ,জলঢাকা, নীলফামারী
- ১৬ নং বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,সৈয়দপুর
- কামারপুকুর ডিগ্রি কলেজ, সৈয়দপুর
- খুটামারা আলিম মাদ্রাসা, জলঢাকা, নীলফামারী
- সৈয়দপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল
- সাতপাই স্কুল ও কলেজ, সৈয়দপুর
- সাতপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর
- কৈমারী স্কুল এন্ড কলেজ,জলঢাকা, নীলফামারী
- নিতাই হাই স্কুল, কিশোরগঞ্জ, নীলফামারী
- মুশুরুত পানিয়াল পুকুর হাই স্কুল, কিশোরগঞ্জ, নীলফামারী
- শ্বাষকান্দর আলিম মাদরাসা,সৈয়দপুর
- শ্বাষকান্দর ব্যাংমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সৈয়দপুর
- লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর
- সৈয়দপুর মহিলা কলেজ
- বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর
এক নজরে নীলফামারী জেলার দর্শনীয় স্থান
বহু আগে থেকে এই খেলাটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। এছাড়াও রয়েছে মানুষের তৈরি বিভিন্ন ধরনের কৃত্রিম পার্ক। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে প্রতিবছর অনেক পর্যটক ঘুরতে আসেন। দেখে নেই চলুন এখন আমরা এ সকল দর্শনের স্থান সম্পর্কে।
- আদি নাম বিন্যাদিঘী বা বিরাট রাজার দিঘি
- কুন্দুপুকুর মাজার,
- হযরত শাহ কলন্দর মাজার,
- হরিশচন্দ্রের পাঠ,
- ময়নামতির দূর্গ,
- ধর্মপালের গড়,তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প
- ডিমলা ফরেস্ট,
- ভীমের মায়ের চুলা,চীনা মসজিদ,
- সৈয়দপুর চার্চ,
- সৈয়দপুর রেলওয়ে কারখানা,
- দারোয়ানী টেক্সটাইল মিল,
- উত্তরা ইপিজেড,
- বালাপাড়া গণকবর
- জলঢাকা মুন্নু পার্ক
- সৈয়দপুর বিমানবন্দর,
- ডিমলা রাজবাড়ী,
বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা
এক নজরে নীলফামারী জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই এখানকার ব্যক্তিবর্গের তালিকা জানতে হবে। এ জেলায় জন্মগ্রহণ করেছে বিখ্যাত ব্যক্তিরা। নীলফামারীকে ভূমিকা পালন করেছে এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা।
- জাহানারা ইমাম - কথাসাহিত্যিক, শিক্ষাবিদ
- খয়রাত হোসেন - সাবেক মন্ত্রী
- মহেশ চন্দ্র রায় - ভাওয়াইয়া গানের শিল্পী
- মঞ্জুরুল ইসলাম আফেন্দী
- হরলাল রায় - ভাওয়াইয়া শিল্পী
- রথীন্দ্রনাথ রায় - ভাওয়াইয়া শিল্পী
- আসাদুজ্জামান নূর - অভিনেতা ও রাজনীতিবিদ
- আশনা হাবিব ভাবনা - অভিনেত্রী
- আনিসুল হক - লেখক, নাট্যকার ও সাংবাদিক
- বিচারপতি মোস্তফা কামাল - সাবেক প্রধান বিচারপতি
- শফিকুল গনি স্বপন - সাবেক মন্ত্রী
- বেবি নাজনিন - কন্ঠশিল্পী
- আজহারুল ইসলাম - রাজনীতিবিদ
- আফসার আলী আহমেদ - রাজনীতিবিদ
- আবদুর রউফ - রাজনীতিবিদ
- আমজাদ হোসেন সরকার - রাজনীতিবিদ
- আরিফ হোসেন মুন - ফুটবলার, বাংলাদেশ ফুটবল দল
- আসাদুর রহমান - রাজনীতিবিদ
- আতিকুল ইসলাম - মেয়র, ঢাকা সিটি কর্পোরেশন
- আফতাব উদ্দিন সরকার - রাজনীতিবিদ
- আহসান আদেলুর রহমান - রাজনীতিবিদ
- আহসান আহমেদ - রাজনীতিবিদ
- এ.এ. মারুফ সাকনাল - রাজনীতিবিদ
- এন.কে. আলম চৌধুরী - রাজনীতিবিদ
- এম কে আলম চৌধুরী - রাজনীতিবিদ
- দেওয়ান নুরুন্নবী - রাজনীতিবিদ
- ফরিদা রউফ আশা - রাজনীতিবিদ
- শওকত চৌধুরী - রাজনীতিবিদ
- দিয়া সিদ্দিকি - তীরন্দাজ
- মশিউর রহমান (যাদু মিঞা)
- মনসুর মহিউদ্দীন - রাজনীতিবিদ
- মু. আলীম উদ্দিন - রাজনীতিবিদ
- মেরিনা রহমান - রাজনীতিবি
- জাফর ইকবাল সিদ্দিকী - রাজনীতিবিদ
- জোবান উদ্দিন আহমেদ - রাজনীতিবিদ
- রওশন আলী মিয়া - রাজনীতিবিদ
- রানা মোহাম্মদ সোহেল - রাজনীতিবিদ
- রাবেয়া আলীম - রাজনীতিবিদ
- শাহরিন ইসলাম চৌধুরী তুহিন - রাজনীতিবিদ
- সামসুদ্দোহা - রাজনীতিবিদ
- হামিদা বানু শোভা - রাজনীতিবিদ
এ প্রতিবেদনে আপনারা এক নজরে নীলফামারী জেলা সম্পর্কে জানলেন। এরকম আরো অন্যান্য জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের সারা বাংলা ক্যাটাগরি দেখবেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024