ইমরান আল মামুন
এক নজরে পাবনা জেলা
পাবনাবাসীদের জন্য আজকে রয়েছে এক নজরে পাবনা জেলা সম্পর্কে। শুধুমাত্র তাদের জন্য এ প্রতিবেদনটি নয় সারা বাংলাদেশের মানুষের জন্য এই প্রতিবেদনটি বেশ গুরুত্বপূর্ণ। এ জেলার খুঁটিনাটি সকল বিষয়গুলোই তুলে ধরা হচ্ছে আমাদের আজকের এই আর্টিকেলে।
বাংলাদেশে ৬৪ টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে এই পাবনা জেলা। এ শ্রেণীভুক্ত জেলাটি বেশ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে সম্প্রীতি সময়ে আরো বেশি। তবে ক্রমশ এই আরো বেশি ধাবিত হওয়ার পেছনে রয়েছে এখানে বিখ্যাত ব্যক্তিবর্গের ভূমিকা। এছাড়াও পাবনাবাসীর অক্লান্ত পরিশ্রমের কারণেই জেলাটি এ শ্রেণি ভুক্ত হয়েছে। এই জায়গাটিতে বসবাস করে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি। তিনি ছাড়াও আরো রয়েছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিভিন্ন মুক্তিযোদ্ধারা। এই জেলা সম্পর্কে সকল বিষয়গুলোই জেনে নেই এখন।
পাবনা জেলার ভৌগোলিক অবস্থান
ভৌগোলিক অবস্থান জানালার পূর্বে আমরা এর নামকরণের ইতিহাস সম্পর্কে জানব। নামকরণের ইতিহাস নিয়ে কোন ধরনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি তবে লোকে মুখে এই ঘটনাটি বেশি প্রচলিত রয়েছে। বলা হয়ে থাকে বহু আগে থেকেই এই জেলায় পাবনী নামক একটি অঞ্চলে বসবাস করতো ডাকাত দস্যুরা। আরে এই জায়গাটি মিলিত হয়েছে গঙ্গার সাথে যার কেন্দ্রস্থল ছিল পাবনী। পরবর্তীতে সেই নাম পরিবর্তিত হয় পাবনা। এরপর থেকে এ জেলার নাম রাখা হয় পাবনা বলে। এমনটাই শোনা যায় লোকোমুখে।
এই জেলাটি বাংলাদেশের মধ্যভাগের দিকে অবস্থিত। জেলাটি সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে এর মানসিক হাসপাতালের জন্য। এছাড়াও বিখ্যাত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এইখানে অবস্থিত। জেলাটির উত্তর দিকে রয়েছে সিরাজগঞ্জ ও নাটোর জেলা, দক্ষিণ দিকে রয়েছে পদ্মা নদী, রাজবাড়ী ও কুষ্টিয়া জেলা, পূর্ব দেখে রয়েছে মানিকগঞ্জ জেলা ও যমুনা নদী, পশ্চিমে রয়েছে পদ্মা নদী, নাটোর জেলা ও কুষ্টিয়া জেলা।
পাবনা জেলার মোট জনসংখ্যা এবং আয়তন
এই জেলার মোট আয়তন হচ্ছে ২৩৭১.৫০ বর্গ কিলোমিটার। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এখানে মোট জনসংখ্যা রয়েছে ২৮ লক্ষ ৬০ হাজার ৫৪০ জন। প্রতি বর্গ কিলোমিটারে এখানে বসবাসরত মানুষের সংখ্যা হচ্ছে ১২০০ জন।
পুরুষ ১৩,১৩,৭৭১ জন
মহিলা ১৩,১০,৯১৩ জন
মুসলিম ৯৫.১২%
খ্রীষ্টান ০.২২%
হিন্দু ৪.৫০%,
অন্যান্য ০.১৬%।
এক নজরে পাবনা জেলার প্রশাসনিক অঞ্চল সমূহ
মূলত পাবনা জেলা হচ্ছে রাজশাহী বিভাগের প্রশাসনিক একটি অঞ্চল। আবার এই অঞ্চলকে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। জেলাটির মোট নয়টি উপজেলা এবং এদের অধীনস্থ বেশ কয়েকটি ইউনিয়ন সমূহ রয়েছে। এখন আমরা এই উপজেলা এবং তাদের অধীনস্থ ইউনিয়ন সম্পর্কে জানব।
আটঘরিয়া উপজেলা
- মাজপাড়া ইউনিয়ন
- চাঁদভা ইউনিয়ন
- একদন্ত ইউনিয়ন
- লক্ষ্মীপুর ইউনিয়ন
- দেবোত্তর ইউনিয়ন
ঈশ্বরদী উপজেলা
- সাহাপুর ইউনিয়ন
- লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন
- পাকশী ইউনিয়ন
- সলিমপুর ইউনিয়ন
- সাঁড়া ইউনিয়ন
- মুলাডুলি ইউনিয়ন
- দাশুড়িয়া ইউনিয়ন
চাটমোহর উপজেলা
- চাটমোহর পৌরসভা
- নিমাইচড়া ইউনিয়ন
- গুনাইগাছা ইউনিয়ন
- হান্ডিয়াল ইউনিয়ন
- ছাইকোলা ইউনিয়ন
- মূলগ্রাম ইউনিয়ন
- ফৈলজানা ইউনিয়ন
- হরিপুর ইউনিয়ন
- বিলচলন ইউনিয়ন
- পার্শ্বডাঙ্গা ইউনিয়ন
- দাতিয়া বামনগ্রাম ইউনিয়ন
- মথুরাপুর ইউনিয়ন
পাবনা সদর উপজেলা
- মালিগাছা ইউনিয়ন,
- ভাঁড়ারা ইউনিয়ন,
- আতাইকুলা ইউনিয়ন,
- মালঞ্চি ইউনিয়ন,
- হেমায়েতপুর ইউনিয়ন,
- দোগাছী ইউনিয়ন
- দাপুনিয়া ইউনিয়ন,
- গয়েশপুর ইউনিয়ন,
- সাদুল্লাপুর ইউনিয়ন,
- চরতারাপুর ইউনিয়ন,
ফরিদপুর উপজেলা,
- বৃলাহিড়ীবাড়ী ইউনিয়ন
- ডেমরা ইউনিয়ন
- ফরিদপুর পৌরসভা
- পুংগলী ইউনিয়ন
- ফরিদপুর ইউনিয়ন
- হাদল ইউনিয়ন
- বনওয়ারীনগর ইউনিয়ন
বেড়া উপজেলা
- হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন,
- কৈটোলা ইউনিয়ন,
- মাশুমদিয়া ইউনিয়ন ,
- ঢালারচর ইউনিয়ন
- চাকলা ইউনিয়ন,
- নতুন ভারেঙ্গা ইউনিয়ন,
- পুরান ভারেঙ্গা ইউনিয়ন ,
- জাতসাখিনী ইউনিয়ন,
- রুপপুর ইউনিয়ন,
ভাঙ্গুড়া উপজেলা
- ভাঙ্গুড়া সদর ইউনিয়ন
- পারভাঙ্গুড়া ইউনিয়ন
- দিলপাশার ইউনিয়ন
- মন্ডতোষ ইউনিয়ন
- অষ্টমনিষা ইউনিয়ন
- খান মরিচ ইউনিয়ন
সাঁথিয়া উপজেলা
- কাশিনাথপুর ইউনিয়ন পরিষদ
- ধুলাউড়ি ইউনিয়ন পরিষদ
- ভুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ
- ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদ
- আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদ
- ধোপাদহ ইউনিয়ন পরিষদ
- করমজা ইউনিয়ন পরিষদ
- নাগডেমড়া ইউনিয়ন পরিষদ
- গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদ
- নন্দনপুর ইউনিয়ন পরিষদ
সুজানগর উপজেলা
- ভায়না ইউনিয়ন
- সাতবাড়িয়া ইউনিয়ন
- মানিকহাট ইউনিয়ন
- নাজিরগঞ্জ ইউনিয়ন
- হাটখালী ইউনিয়ন
- সাগরকান্দি ইউনিয়ন
- রানীনগর ইউনিয়ন
- আহম্মদপুর ইউনিয়ন
- দুলাই ইউনিয়ন
- তাঁতিবন্দ ইউনিয়ন
পাবনা জেলার সাধারণ প্রতিষ্ঠানসমূহ
এই জায়গাটিতে রয়েছে ছোট-বড় অনেক প্রতিষ্ঠান। একটি জেলা থেকে মানুষ কতটা সুযোগ-সুবিধা উপভোগ করতে পারে সেটি নির্ভর করে সে অঞ্চলের বিভিন্ন সরকারি বেসরকারি অফিস সময়ের উপর। আপনাদের সামনে এখন তুলে ধরা হবে ছোট বড় সকল প্রতিষ্ঠান সম্পর্কে অর্থাৎ কোন ক্যাটাগরির কতগুলো প্রতিষ্ঠান রয়েছে সেটি।
- উপজেলার সংখ্যা- ৯টি
- থানার সংখ্যা- ১১টি
- পৌরসভার সংখ্যা- ১০টি (কাশীনাথপুর পৌরসভা)
- গ্রামের সংখ্যা- ১,৫৪৯টি
- ইউনিয়নের সংখ্যা- ৭৪টি[৬]
- মৌজার সংখ্যা- ১,৩২১ টি
- ডাকঘর- ১৪৫ টি
- ডাকবাংলো ও রেষ্ট হাউজ- ১৬ টি
- নদী বন্দর- ৩ টি
- সর্বমোট প্রাথমিক বিদ্যালয়- ১১৩৬ টি
- সর্বমোট মাধ্যমিক বিদ্যালয়- ৩২৮ টি
- সরকারী মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩ টি
- সরকারি কলেজ- ১১ টি
- সর্বমোট মাদ্রাসা- ২৬১ টি
- কমার্শিয়াল ইনস্টিটিউট- ১ টি
- পলিটেকনিক ইনস্টিটিউট- ১ টি
- বেসরকারী স্কুল এন্ড কলেজ- ৩৩টি
- আইন কলেজ- ১ টি
- হোমিওপ্যাথিক কলেজ- ১ টি
- কারিগরী কলেজ -২৯ টি
- বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ১ টি
- টেক্সটাইল ইনস্টিটিউট- ১ টি
- মেডিকেল কলেজ- ১টি
- ক্যাডেট কলেজ- ১ টি
- ভোকেশনাল ইনস্টিটিউট- ১ টি
- সেবিকা প্রশিক্ষণ কেন্দ্র- ১ টি
- প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক ইনস্টিটিউট- ১ টি
- মেডিকেল কলেজ- ১টি
- ক্যাডেট কলেজ- ১ টি
পাবনার রেলস্টেশন সমূহ
- ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন
- কাশিনাথপুর রেলওয়ে স্টেশন
- টেবুনিয়া রেলওয়ে স্টেশন
- ঢালারচর রেলওয়ে স্টেশন
- গফুরাবাদ রেলওয়ে স্টেশন
- গুয়াখড়া রেলওয়ে স্টেশন
- চাটমোহর রেলওয়ে স্টেশন
- তাঁতিবন্দ রেলওয়ে স্টেশন
- বড়ালব্রীজ রেলওয়ে স্টেশন
- বাঁধেরহাট রেলওয়ে স্টেশন
- দাশুড়িয়া রেলওয়ে স্টেশন
- মুলাডুলি রেলওয়ে স্টেশন
- রাঘবপুর রেলওয়ে স্টেশন
- দিলপাশার রেলওয়ে স্টেশন
- দুবলিয়া রেলওয়ে স্টেশন
- পাকশী রেলওয়ে স্টেশন
- পাবনা রেলওয়ে স্টেশন
- ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশন
- শরৎনগর রেলওয়ে স্টেশন
- সাঁথিয়া রাজাপুর রেলওয়ে স্টেশন
- রূপপুর রেলওয়ে স্টেশন
পাবনা জেলার বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা
জন্মগ্রহণ করেছেন এমন কিছু বিখ্যাত ব্যক্তিরা যারা দেশের শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ছাড়াও পাবনার উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা। চলুন দেখে নেই তাদের নামের তালিকা।
- প্রমথ চৌধুরী- কবি ও সাহিত্যিক;
- বন্দে আলী মিয়া- কবি, ঔপন্যাসিক, শিশু-সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর;
- গিরিবালা দেবী- বাঙালি ঔপন্যাসিক ও ছোটগল্পকার;
- জিয়া হায়দার- লেখক, কবি, নাট্যকার, অনুবাদক, অধ্যাপক;
- আবদুল গনি হাজারী- কবি ও সাংবাদিক;
- সরদার জয়েনউদ্দীন- কথাসাহিত্যিক, ঔপন্যাসিক, গল্পকার;
- গোলাম হাসনায়েন- গণ পরিষদ সদস্য ও সংবিধান প্রনেতা;
- মোহিতমোহন মৈত্র- (জন্ম: ২৮ মে ১৯৩৩) ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব
- রাজেন্দ্র লাহিড়ী- ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব;
- নৃসিংহপ্রসাদ ভাদুড়ী- ইতিহাসবিদ, লেখক ও ভারতবিদ;
- মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি;
- ক্যাপ্টেন এম. মনসুর আলী- সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় চার নেতার অন্যতম;
- অধ্যাপক ড. আবু সাইয়িদ- রাজনীতিবিদ, লেখক ও গবেষক;
- আবদুল করিম খন্দকার- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপ-প্রধান সেনাপতি;
- সাইফুল আজম- অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তা;
- মির্জা আব্দুল হালিম- সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী, পাবনা জেলার প্রথম মন্ত্রী।
- শামসুল হক টুকু- মাননীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার
- আবদুল মমিন তালুকদার- রাজনীতিবিদ, আইনজীবী
- আবু হেনা মোস্তফা কামাল- শিক্ষাবিদ, কবি এবং সাহিত্যিক;
- রাসসুন্দরী দেবী - সাহিত্যিক;
- আমিনুল ইসলাম বাদশা- ১৯৫২ এর ভাষা আন্দোলনের কর্মী।
- রফিকুল ইসলাম বকুল- রাজনীতিবিদ;
- মহিউদ্দিন আহমেদ - ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন,নসকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।
- আবু মুহাম্মদ ইউনুস আলী- প্রখ্যাত রাজনীতিবিদ, ভাষা সংগ্রামী
- শামসুর রহমান শরীফ- সাবেক সাংসদ ও ভূমিমন্ত্রী।
- মির্জা আব্দুল আউয়াল- রাজনীতিবিদ, পূর্ব পাকিস্তান পরিষদের নির্বাচন ১৯৫৪ এমএলএ নির্বাচিত হন
- মতিউর রহমান নিজামী- জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল ও আমীর সাবেক কৃষি মন্ত্রী
- ড. এবি মির্জা আজিজুল ইসলাম- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা
- মুহাম্মদ আব্দুস সুবহান- রাজনীতিবিদ
- মোহাম্মদ সালাহ উদ্দিন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের একান্ত সচিব এবং সচিবালয়ের বিভিন্ন স্তরে সিনিয়র সহকারী সচিব
- সেলিম রেজা- সাবেক সচিব।
- ড. মির্জা আব্দুল জলিল
পাবনা জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ
আপনি যদি এক নজরে পাবনা জেলা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এ জেলার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কেও জানা দরকার। একটি জেলার মানুষ কতটা শিক্ষিত তা নির্ভর করে অনেকটা সে অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের উপর। এখানে রয়েছে বেশ কয়েকটি বড় বড় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষার প্রতিষ্ঠানসমূহ যেখানে প্রতিবছর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করার জন্য আসেন।
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- পাবনা ক্যাডেট কলেজ
- পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
- পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট
- সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, পাবনা
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, পাবনা
- ঈশ্বরদী সরকারি কলেজ
- পাবনা সরকারি কলেজ
- শহীদ এম মনসুর আলী কলেজ, পাবনা
- কাশিনাথপুর মহিলা ডিগ্রি কলেজ
- ডাঃ জহুরুল কামাল সরকারী কলেজ, দুলাই
- মুলাডুলি কলেজ
- পাবনা জিলা স্কুল
- পাবনা মেডিকেল কলেজ
- সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ
- সরকারি শহীদ বুলবুল কলেজ
- পাবনা সরকারি মহিলা কলেজ
- পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ
- আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়, সমাজ চাটমোহর
- ঈশ্বরদী ইক্ষু গবেষণা উচ্চবিদ্যালয়
- আমিনপুর আয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়
- আদর্শ উচ্চ বিদ্যালয়, কৈটোলা
- পাবনা আলিয়া মাদ্রাসা
- পাবনা ইসলামিয়া মাদ্রাসা
- উলাট সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা
- ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসা
- পুষ্পপাড়া কামিল মাদ্রাসা
- আল জামিয়া আল আশরাফিয়া পাবনা
দর্শনীয় স্থানসমূহ
এখানে আমরা এখন পাবনা জেলার দর্শনীয় স্থান সম্পর্কে জানব। পাবনা জেলাতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা প্রতিবছর শিক্ষা সফরে আসেন। এছাড়াও নানা পর্যটকরা এখানে ঘুরতে আসেন। দেখে নেই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাবনা জেলার দর্শনীয় জায়গা গুলো এবং মানুষের তৈরি কৃত্রিম পার্ক গুলার তালিকা।
- ভাঁড়ারা শাহী মসজিদ
- হার্ডিঞ্জ ব্রীজ
- লালন শাহ সেতু
- রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
- ঈশ্বরদী বিমানবন্দর
- পাবনা মানসিক হাসপাতাল
- জোড় বাংলা মন্দির
- ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল
- আজিম চৌধুরীর জমিদার বাড়ি
- তাড়াশ ভবন
- নর্থ বেঙ্গল পেপার মিলস
- পাবনা চিনিকল
- ঈশ্বরদী রেলওয়ে জংশন
- গাজনার বিল
- চন্দ্রনাথ সেনের জমিদার বাড়ি
- ক্ষেতুপাড়া জমিদার বাড়ি
- চলনবিল
- চাটমোহর শাহী মসজিদ
- শিতলাই জমিদার বাড়ি
- হান্ডিয়াল জগন্নাথ মন্দির
- চলনবিলের সূর্যাস্ত
এ প্রতিবেদনে আপনারা জানলেন এক নজরে পাবনা জেলা সম্পর্কে। এরকম আরো অন্যান্য জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের প্রতিবেদনের সারা বাংলা ক্যাটাগরি দেখবেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024