ইমরান আল মামুন
এক নজরে ঝালকাঠি জেলা
প্রতিটি জেলার মতো আজকে আমরা জানবো এক নজরে ঝালকাঠি জেলা সম্পর্কে। বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোর মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে একটি। ছোট থেকে বড় খুঁটিনাটি সকল বিষয়গুলোই তুলে ধরা হবে আমাদের আজকের এই প্রতিবেদনে।
বাংলাদেশের বরিশাল বিভাগের প্রশাসনিক অঞ্চল গুলোর মধ্যে একটি হচ্ছে এ জেলা। এই অঞ্চলের বন্দর একসময় ইউরোপীয়দের কাছে বেশ আকর্ষণীয় ছিল। এখন পর্যন্ত রয়েছে কিন্তু আগের মতো এত আগমন ঘটে না বিদেশীদের। একে বলতো দ্বিতীয় কলকাতা।
আয়তন এবং অবস্থান
অন্যান্য জেলার মতো ঝালকাঠি তেমন বড় না হলেও এর রয়েছে বিশাল জনসংখ্যা। ঝালকাঠি জেলার মোট আয়তন হচ্ছে ৭৯৮.৬০ বর্গ কিলোমিটার। অন্যদিকে এই জায়গাটির বর্জ জনসংখ্যা হচ্ছে ৬ লক্ষ ৮২ হাজার ৬৬৯ জন। আর প্রতি বর্গ কিলোমিটার ে বসবাস করে ৯৭০ জন করে।
জেলাটির উত্তর ও পূর্ব দিকে রয়েছে বরিশাল জেলা, পশ্চিমে রয়েছে পিরোজপুর জেলা আর দক্ষিণ দিকে রয়েছে বরগুনা জেলা ও বিষখালী নদী।
ঝালকাঠি জেলার প্রশাসনিক অঞ্চল সমূহ
এই জেলাটিকে বেশ কয়েকটি প্রশাসনিক অঞ্চল দিয়ে বিভক্ত করা দেয়া হয়েছে। এই সকল অঞ্চলগুলোতে আরো বেশ কয়েকটি করে ইউনিয়ন যেখানে সাধারন মানুষরা বসবাস করে এবং বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করে থাকে তাদের অফিস সমূহ থেকে। আসুন আমরা এই সকল প্রশাসনিক অঞ্চল সম্পর্কে দেখে নেই।
কাঁঠালিয়া
- চেঁচরী রামপুর,
- পাটিখালঘাটা,
- শৌলজালিয়া
- আওরাবুনিয়া
- আমুয়া,
- কাঁঠালিয়া,
রাজাপুর
- সাতুরিয়া,
- শুক্তাগড়
- বড়ইয়া
- মঠবাড়ী,
- রাজাপুর,
- গালুয়া,
ঝালকাঠি সদর
- গাভা রামচন্দ্রপুর,
- বিনয়কাঠী,
- নবগ্রাম,
- কেওড়া,
- শেখেরহাট
- নথুল্লাবাদ
- কীর্তিপাশা,
- বাসণ্ডা,
- পোনাবালিয়া,
- গাবখান ধানসিঁড়ি,
নলছিটি
- কুলকাঠী,
- রানাপাশা,
- ভৈরবপাশা,
- মগড়,
- সুবিদপুর,
- কুশঙ্গল,
- নাচনমহল,
- মোল্লারহাট
- দপদপিয়া
- সিদ্ধকাঠী,
- দপদপিয়া
শিক্ষা ব্যবস্থাপনা ঝালকাঠি জেলার
এই জেলার সাক্ষরতার হার হচ্ছে ৬৬.৭ শতাংশ ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী। এছাড়াও এই অঞ্চলে রয়েছে ছোট-বড় অনেক ধরনের সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরকারি বিশ্ববিদ্যালয় পর্যন্ত। যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করেন।
ঝালকাঠি জেলার দর্শনীয় স্থান
এক নজরে ঝালকাঠি জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে এর দর্শনীয় স্থান সম্পর্কে জানতে হবে। এই অঞ্চলে এমন কিছু দর্শনীয় স্থান রয়েছে যেগুলো দেখতে দেশ-বিদেশ থেকে বিভিন্ন পর্যটকরা ভ্রমণ করেন।
- সুজাবাদ কেল্লা,
- ঘোষাল রাজবাড়ী,
- পেয়ারা বাগান,
- কীর্তিপাশা জমিদার বাড়ি
- পুরাতন পৌরসভা ভবন,
- ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা,
- গাবখান সেতু,
- কীর্ত্তিপাশা জমিদার বাড়ি,
- শের-ই বাংলা ফজলুল হক ডিগ্রি কলেজ,
- মাদাবর মসজিদ,
- সুরিচোরা জামে মসজিদ,
- বিনয়কাঠি, আটঘর নৌকা বাজার,
- ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার,
এই প্রতিবেদনা দেখলেন এক বছরে ঝালকাঠি জেলা সম্পর্কে। এরকম আরো অন্যান্য জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের সারা বাংলা ক্যাটাগরি দেখবেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024