ইমরান আল মামুন
এক নজরে বান্দরবান জেলা
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক নজরে বান্দরবান জেলা সম্পর্কে জানব আজকে আমরা। কারণ এই জেলায় রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দর্শনীয় স্থান এবং আরো গুরুত্বপূর্ণ সকল বিষয়গুলো। সকল খুঁটিনাটি সকল বিষয়গুলোই তুলে ধরা হচ্ছে আমাদের আজকের এই প্রতিবেদনে।
বাংলাদেশের মোট ৬৪ টি জেলা থাকলেও সবার মুখে সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে বান্দরবানের কথা। এখানে পাহাড় পর্বত এবং প্রাকৃতিক দৃশ্যের অপরূপ সৌন্দর্যের অপরূপ কথাগুলোও জানে বাংলাদেশের মানুষেরা। এই জেলা সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তথ্যগুলো তুলে ধরব।
বান্দরবান নামকরণের ইতিহাস
লোকে মুখে প্রচলিত আছে যে এখানে বসবাস করত একসময় অসংখ্য বানর। এই সকল বানরেরা শহরের প্রবেশ মুখে পাহাড়ের প্রতিনিয়ত লবণ খেয়ে আসতো। টানা প্রবল বৃষ্টির কারণে এক সময় পানি উপরের দিকে আসতে শুরু করে এবং বানরেরা এই দল ছাড়া পারাপার হতে পারত না। একে অপরের সাহায্য নিয়েই পারাপার হতে পারতো। এই ঘটনাকে কেন্দ্র করে এর নামকরণ করা হয় বান্দরবান। শুধুমাত্র বান্দরবানবাসীদের কাছেই প্রচলিত রয়েছে।
জেলাটির অবস্থান
এর উত্তর দিকে রয়েছে রাঙ্গামাটি জেলা, দক্ষিণে রয়েছে মিয়ানমার রাখাইন রাজ্য, পূর্বে রয়েছে রাঙ্গামাটি ও মিয়ানমার, পশ্চিমে রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার অংশ। অর্থাৎ এর বেশিরভাগ সীমান্ত ভারতের কাছাকাছি। যারা ভারতের সৌন্দর্য উপভোগ করতে চান এবং পাহাড়ের দৃশ্য দেখতে চান তারা অবশ্যই একবার হলেও এই অঞ্চলে ভ্রমন করতে পারেন।
জেলার মোট জনসংখ্যা এবং আয়তন
২০২২ সালের আদমশুমারি অনুযায়ী এখানে মোট জনসংখ্যা হচ্ছে ৪ লক্ষ ৮১ হাজার ১০৯ জন। আর এর আয়তন হচ্ছে ৪৪৭৯.০২ বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে ১১০ জন লোক বসবাস করেন। অর্থাৎ এই জায়গাটিতে প্রতি বর্গ সবচেয়ে কম সংখ্যক মানুষ বসবাস করেন।
এক নজরে বান্দরবান জেলার প্রশাসনিক অঞ্চল সমূহ
এই জেলাকে অন্যান্য জেলার মত বেশ কয়েকটি অংশে বিভক্ত করে দেওয়া হয়েছে। যা উপজেলা হিসেবে পরিচিতি লাভ করেছে। আবার এই সকল উপজেলারতে রয়েছে বিভিন্ন ধরনের ইউনিয়ন গুলো। এখন আমরা এই সকল অঞ্চলের ইউনিয়ন এবং উপজেলার নাম গুলো জানব।
আলীকদম
- আলীকদম সদর,
- কুরুকপাতা
- চৈক্ষ্যং,
- নয়াপাড়া
থানচি
- রেমাক্রী,
- তিন্দু,
- বলিপাড়া
- থানচি সদর
নাইক্ষ্যংছড়ি
- নাইক্ষ্যংছড়ি সদর,
- বাইশারী,
- সোনাইছড়ি
- ঘুমধুম,
- দোছড়ি
বান্দরবান সদর
- রাজবিলা,
- কুহালং,
- টংকাবতী
- জামছড়ি
- বান্দরবান সদর,
- সুয়ালক,
রুমা
- পাইন্দু,
- রুমা সদর,
- গ্যালেংগ্যা
- রেমাক্রীপ্রাংসা
রোয়াংছড়ি
- রোয়াংছড়ি সদর,
- আলেক্ষ্যং
- নোয়াপতং
- তারাছা,
লামা
- গজালিয়া,
- লামা সদর,
- রূপসীপাড়া
- ফাইতং
- ফাঁসিয়াখালী,
- আজিজনগর,
- সরই,
শিক্ষাব্যবস্থাপনা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এখানে মোট সাক্ষরতার হার হচ্ছে ৩৫.৯%। অন্যান্য জেলার মত এখানে রয়েছে ছোট-বড় শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বান্দরবানের মানুষেরা পড়াশোনা করেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়াশোনা করার জন্য এখানে শিক্ষার্থীরা আসেন।
- কলেজ : ৬টি
- মাদ্রাসা : ৮টি
- প্রাথমিক বিদ্যালয় : ৩৬৯টি
- বিশ্ববিদ্যালয় : ১টি
- টেক্সটাইল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট : ১টি
- মাধ্যমিক বিদ্যালয় : ২৭টি
- কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান : ২টি
বান্দরবান জেলার দর্শনীয় স্থান
এখানে যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অপরূপ দৃশ্য রয়েছে ঠিক তেমনভাবে রয়েছে মানুষের তৈরি বিভিন্ন ধরনের পার্ক গুলো। এখানে প্রত্যেক বছর বিভিন্ন শিক্ষার করার সিস্টেম থেকে শিক্ষা সফরে ঘুরতে আসেন। এছাড়াও আসেন দেশ বিদেশ থেকে নানা ধরনের পর্যটকরা। আমরা দেখি এখন এক নজরে বান্দরবান জেলার দর্শনীয় স্থান সম্পর্কে।
- ঋজুক জলপ্রপাত
- কেওক্রাডং
- চিম্বুক পাহাড় ও পাহাড়ি গ্রাম
- আমিয়াখুম জলপ্রপাত
- কিয়াচলং লেক
- চিংড়ি ঝর্ণা
- ডামতুয়া ঝর্ণা
- ডিম পাহাড়
- তমা তুঙ্গী
- তাজিংডং
- তিনাপ সাইতার
- ত্লাবং ঝর্ণা
- জাদিপাই ঝর্ণা
- জীবননগর
- দেবতাখুম
- নাফাখুম জলপ্রপাত
- নীলগিরি পর্যটন কেন্দ্র
- নীলাচল
- বগাকাইন হ্রদ
- বান্দরবান সরকারি কলেজ
- বান্দরবান সেনানিবাস
- বুদ্ধ ধাতু জাদি
- রাজবিহার এবং উজানিপাড়া বিহার
- শৈলপ্রপাত
- সাকা হাফং
- রেমাক্রী
- লুং ফের ভা সাইতার
এই প্রতিবেদনে আপনারা এক নজরে বান্দরবান জেলা সম্পর্কে দেখলেন। এরকম আরো অন্যান্য জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের পত্রিকার সারা বাংলা ক্যাটাগরি দেখবেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024