ইমরান আল মামুন
আপডেট: ২০:৩৬, ৬ ফেব্রুয়ারি ২০২৪
এক নজরে ব্রাহ্মণবাড়িয়া জেলা
চট্টগ্রাম বিভাগের অন্যতম একটি জেলা ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে আজকে আমরা জানবো। অর্থাৎ এই প্রতিবেদনের মাধ্যমে আমরা এক নজরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয়গুলো জেনে নিব। প্রশাসনিক অঞ্চল থেকে শুরু করে দর্শনীয় স্থানসহ সকল বিষয়গুলোই তুলে ধরা হচ্ছে আজকের এই প্রতিবেদনে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
সর্বপ্রথম ১৯৮৪ সালে বাংলাদেশের সবগুলো মহকুমাকে জানাইতা করা হয়েছিল। সেই অনুসারে কুমিল্লা জেলার মোট তিনটি মহাকুমা অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং চাঁদপুর কে পৃথক জেলা হিসেবে মর্যাদা দেওয়া হয়। ওই বছরেই ১৫ ফেব্রুয়ারিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তবে আজকে অথবা কালকের সময় ধরে নয় এটি প্রায় ব্রিটিশ যুগের আগের সময় ধরেই জনপ্রিয় ছিল। প্রায় সেন বংশ থেকে এর জনপ্রিয়তা রয়েছে সবচেয়ে বেশি। ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস রয়েছে এই জেলাতে। এর আরো রয়েছে নানা ধরনের ইতিহাস যা আমরা পরবর্তী একটি প্রতিবেদনে জেনে নেব।
ভৌগলিক অবস্থান এবং আয়তন
চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে এই জেলাটি। জেলাটির উত্তরে রয়েছে কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলা, দক্ষিণে রয়েছে কুমিল্লা, পূর্বে রয়েছে হবিগঞ্জ ও ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে রয়েছে কিশোরগঞ্জ জেলা, নরসিংদী জেলা, নারায়ণগঞ্জ এবং মেঘনা নদীর কিছু অংশ। এই জেলার সর্বমোট আয়তন হচ্ছে ১৯২৭ দশমিক ১১ বর্গ কিলোমিটার।
ব্রাহ্মণবাড়িয়ার মোট জনসংখ্যা
সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এখানে মোট জনসংখ্যা রয়েছে ২৮ লক্ষ ৪০ হাজার ৪৯৮ জন। আর প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে মানুষ ১৫০০ জন। অর্থাৎ এই জেলাতে সবচেয়ে ঘনবসতি রয়েছে। অর্থাৎ ঘনবসতির দিক থেকে এগিয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা।
এক নজরে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রশাসনিক অঞ্চল সমূহ
এই অঞ্চলকে বেশ কয়েকটি উপজেলার দ্বারা বিভক্ত করে দেওয়া হয়েছে। যাতে করে সকল অঞ্চলগুলো খুব ভালোভাবে পরিচালনা করা সম্ভব হয়। আবার এই সকল অঞ্চলকে বিভক্ত করে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের ইউনিয়ন দিয়ে। আসুন এখন আমরা এ সকল উপজেলা এবং ইউনিয়নের নাম গুলো জেনে নেই।
আখাউড়া
- মনিয়ন্দ,
- ধরখাড়,
- আখাউড়া উত্তর
- আখাউড়া দক্ষিণ
- মোগড়া,
কসবা
- মূলগ্রাম,
- খাড়েরা,
- বিনাউটি,
- গোপীনাথপুর,
- মেহারী,
- বাদৈর,
- কসবা পশ্চিম,
- কুটি,
- কায়েমপুর
- বায়েক
নবীনগর
- কৃষ্ণনগর,
- নাটঘর,
- বিদ্যাকুট,
- নবীনগর পূর্ব,
- বড়াইল,
- বীরগাঁও,
- নবীনগর পশ্চিম,
- কাইতলা উত্তর,
- বিটঘর,
- লাউর ফতেপুর,
- জিনোদপুর,
- রসুল্লাবাদ,
- শিবপুর,
- ইব্রাহিমপুর,
- শ্রীরামপুর,
- সাতমোড়া,
- শ্যামগ্রাম,
- ছলিমগঞ্জ,
- কাইতলা দক্ষিণ
- রতনপুর
- বড়িকান্দি,
নাসিরনগর
- কুণ্ডা,
- গোয়ালনগর,
- চাতলপাড়,
- ভলাকুট,
- নাসিরনগর,
- বুড়িশ্বর,
- ফান্দাউক,
- হরিপুর
- ধরমণ্ডল
- গুনিয়াউক,
- চাপৈরতলা,
- গোকর্ণ,
- পূর্বভাগ,
বাঞ্ছারামপুর
- তেজখালী,
- সোনারামপুর,
- দড়িকান্দি,
- ছয়ফুল্লাকান্দি,
- পাহাড়িয়াকান্দি,
- দরিয়াদৌলত,
- বাঞ্ছারামপুর,
- আইয়ুবপুর,
- ফরদাবাদ,
- উজানচর
- মানিকপুর
- রূপসদী,
- ছলিমাবাদ,
বিজয়নগর
- বুধন্তি,
- চান্দুরা,
- ইছাপুরা,
- চম্পকনগর,
- চর ইসলামপুর
- পাহাড়পুর
- হরষপুর,
- পত্তন,
- সিংগারবিল,
- বিষ্ণুপুর,
ব্রাহ্মণবাড়িয়া সদর
- সুহিলপুর,
- তালশহর পূর্ব,
- মজলিশপুর,
- বুধল,
- নাটাই উত্তর,
- নাটাই দক্ষিণ,
- রামরাইল,
- মাছিহাতা
- সাদেকপুর
- সুলতানপুর,
- বাসুদেব,
সরাইল
- অরুয়াইল,
- পাকশিমুল,
- চুণ্টা,
- কালিকচ্ছ,
- পানিশ্বর,
- শাহজাদাপুর
- শাহবাজপুর
- সরাইল সদর,
- নোয়াগাঁও,
ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষা ব্যবস্থাপনা
এই জেলাটিতে ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সাক্ষরতার হার হচ্ছে ৪৫.৩ শতাংশ। এখানে চালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলো ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠান। এখন দেখে নেব এই জেলার বিভিন্ন ধরনের ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে।
- বাজার চারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
- কোনাঘাটা চান্দঁ মিয়া ভুঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
উচ্চ বিদ্যালয়
- নাটঘর উচ্চ বিদ্যালয়
- ভুরভুরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ
- অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়
- মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়
- গভ.মডেল গার্লস হাই স্কুল,ব্রাহ্মণবাড়িয়া
- আড়াইসিধা কে.বি.উচ্চ বিদ্যালয়।
- বগইর মডেল স্কুল এন্ড কলেজ
- কামাউড়া শহিদ স্মৃতি হাই স্কুল
- হাবলাউচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয়
- বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়
- নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়
- কুণ্ডা উচ্চ বিদ্যালয়
- পানিশ্বর উচ্চ বিদ্যালয়
- বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়
- সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়
- অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়
- বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, আখাউড়া
- শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
- সামছুল আলম উচ্চ বিদ্যালয়
- খাড়েরা মুহাম্মািয়া উচ্চ বিদ্যালয়।
- আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়।
- বুগীর ডাঃ হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়
- বাকাইল উচ্চ বিদ্যালয়
- কুটি অটল বিহারি উচ্চ বিদ্যালয়।
- ঘাটিয়ারা উচ্চ বিদ্যালয়
- কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়
- রাইতলা লাল মিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়
- ফতেহপুর কে জি (কমলকান্ত গুরুচরন) বহুমুখী উচ্চ বিদ্যালয়
- সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ উচ্চ বিদ্যালয়
- সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়।
- কুটি বালিকা উচ্চ বিদ্যালয়।
- রছুল্লাবাদ ইউ.এ. খান উচ্চ বিদ্যালয়।
- জমশেরপুর উচ্চ বিদ্যালয়।
- কামাউরা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়।
- নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
- নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
- লাপাং উচ্চ বিদ্যালয়।
- নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়।
- আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়।
- ব্রাহ্মণবাড়িয়া রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ।
- ভোলাচং উচ্চ বিদ্যালয়।
- ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়।
- উত্তর লক্ষীপুর উচ্চ বিদ্যালয়।
- রুপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়।
- বীরগাও উচ্চ বিদ্যালয়।
- চরগ্রাম উচ্চ বিদ্যালয়।
- মান্দারপুর উচ্চ বিদ্যালয়।
- শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
- গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়।
- গোপালপুর উচ্চ বিদ্যালয়।
- সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- শাহপুর জয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়।
- লালপুর এস.কে.দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়।
- এইচ.কে. আসমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়।
- শিমরাইল উচ্চ বিদ্যালয়।
- ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়।
- চুউরিয়া মুন্সী রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়।
- সাতমোড়া উচ্চ বিদ্যালয়।
- শাহ রাহাত আলি উচ্চ বিদ্যালয়।
- আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়।
- বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
- খাল্লা উচ্চ বিদ্যালয়।
- মাঝিহারা প্রেমোদিনি বালিকা বিদ্যালয়।
- শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়।
- কালগোরা হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়।
- বনলতা-বিপিন বালিকা উচ্চ বিদ্যালয়।
- তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
- আকানগর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়।
- দশদোনা আদর্শ উচ্চ বিদ্যালয়।
- আইয়ুবপুর ক্যাপটেন এবি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়।
- বাহেরচর আদর্শ উচ্চ বিদ্যালয়।
- ঘোরাদিয়া উচ্চ বিদ্যালয়।
- আবদুল্লাহপুর উচ্চ বিদ্যালয়।
- অলকবালী এ.এম.সি. উচ্চ বিদ্যালয়।
- দক্ষিণ মির্জানগর আছমতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়।
- বালুসাইর উচ্চ বিদ্যালয়।
- সালিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়।
- দড়িয়ারচর হাজী উমর আলী উচ্চ বিদ্যালয়।
- উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়।
- নোয়াপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।
- বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়।
- ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়।
- নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়।
- চরগ্রাম উচ্চ বিদ্যালয়।
- কালীকাচ্চা পাঠশালা উচ্চ বিদ্যালয়।
- শাহীন স্কুল এন্ড ক্যাডেট একাডেমী।
- বারতলা উচ্চ বিদ্যালয়।
- বড়াইল হোসাইনিয়া উচ্চ বিদ্যালয়।
- বড়াইল উচ্চ বিদ্যালয়।
- শাহ্ ফরাসাত আলী উচ্চ বিদ্যালয়।
- তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয়।
- রামকানাই উচ্চ বিদ্যালয়।
- ইসলামপুর উচ্চ বিদ্যালয়।
- মাহাবুব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
- সরাইল সদর উচ্চ বিদ্যালয়।
- দেওরা আদর্শ উচ্চ বিদ্যালয়।
- সৈয়দা হোসনা আফজাল বালিকা উচ্চ বিদ্যালয়।
- মজলিসপুর উচ্চ বিদ্যালয়।
- জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়।
- বোধাল উচ্চ বিদ্যালয়।
- অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়।
- চান্দপুর তমিজ উদ্দিন বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়।
- চিনাইর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়।
- সুলতানপুর উচ্চ বিদ্যালয়।
- পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়।
- আসিফ টিউটোরিয়াল এন্ড হাই স্কুল।
- মহেশপুর উচ্চ বিদ্যালয়।
- সেন্ট্রাল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ।
- উইসডম স্কুল এন্ড কলেজ।
- বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়।
- বিজেশ্বর এ.মোমেন উচ্চ বিদ্যালয়।
- সানফ্লাওয়ার মডেল উচ্চ বিদ্যালয়।
- রামরাইল ঠিক.এন.দত্ত উচ্চ বিদ্যালয়।
- গোকর্নঘাট উচ্চ বিদ্যালয়।
- শোহাতা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
- বাসুদেব এম.এল. উচ্চ বিদ্যালয়।
- আহরন্দ মহিউদ্দননগর উচ্চ বিদ্যালয়।
- শাহ্ পীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়।
- আখাউড়া নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
- এন.কে.বি.ইউ.আর. উচ্চ বিদ্যালয়।
- নূরপুর উচ্চ বিদ্যালয়।
- মূলগ্রাম উচ্চ বিদ্যালয়।
- ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয়।
- কায়েমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়।
- নেয়ামতপুর খন্দকার বশির উদ্দিন উচ্চ রাবিয়া উচ্চ বিদ্যালয়।
- খাড়েরা উচ্চ বিদ্যালয়।
- শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যালয়।
- বারাই উচ্চ বিদ্যালয়।
- চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়।
- তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়।
- শাহপুর আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়।
- কসবা পৌর উচ্চ বিদ্যালয়।
- সিরাজুল হক স্কুল এন্ড কলেজ।
- রামপুর উচ্চ বিদ্যালয়।
- মুচাগোরা আদর্শ উচ্চ বিদ্যালয়।
- বাবুটিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়।
- ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়।
- ফুলতলী উচ্চ বিদ্যালয়।
- কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- রতনপুর আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া
- শিকারপুর উচ্চ বিদ্যালয়।
- চারগাছ এন.আই.ভূইয়া উচ্চ বিদ্যালয়।
- সাবের সাদত পাবলিক উচ্চ বিদ্যালয়।
- আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয়।
- খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয়,কসবা
কলেজ
- ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
- ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ।
- ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজ।
- ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজ।
- আশুগঞ্জ সার কারখানা স্কুল এন্ড কলেজ।
- ফিরোজ মিয়া সরকারি কলেজ।
- ভুরভুরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।
- বঙ্গবন্ধু কারিগরি ও বানিজ্যিক মহাবিদ্যালয়।
- চারগাছ এন আই ভূইয়া ডিগ্রী কলেজ।
- সরকারি আদর্শ মহাবিদ্যালয়, সৈয়দাবাদ
- আলীম উদ্দিন জোবেদা অনার্স কলেজ
- ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ
- সুর সম্রাট আলাউদ্দীন খাঁ ডিগ্রি কলেজ
- কালসার নাঈমা আলম মহিলা ডিগ্রি কলেজ
- নাসিরনগর সরকারি কলেজ
- কসবা টি.আলি বিশ্ববিদ্যালয় কলেজ
- কসবা (কামালপুর) টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
- নবীনগর সরকারি কলেজ
- বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য্য কলেজ
- অরুয়াইল আবদুস সাত্তার কলেজ
- বাঞ্ছারামপুর ডিগ্রী কলেজ।
- আলহাজ্ব বেগম নূরুন্নাহার কলেজ
- মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজ।
- সলিমগঞ্জ কলেজ।
মাদ্রাসা
- আল জামিয়াতুল ইসলামিয়া তাজুল উলুম তাহাফফুজে খতমে নবুয়ত
- আল বাতুল মহিলা মাদ্রাসা
- শিলাউর জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া
- ঘাটিয়ারা আলিম মাদ্রাসা
- পুরকুইল গাউছিয়া হাবিবিয়া ফাযিল মাদরাসা
- আড়াইসিধা কামিল মাদ্রাসা
- নাটঘর ইসলামিয়া হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা
- তালীমুস সুন্নাহ বালিকা মাদরাসা, ফুলবাড়িয়া
- জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া
- আদমপুর সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা আদমপুর,পত্তন,বিজয়নগর,ব্রাহ্মণবাড়িয়া
- শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, বিজয়নগর।
- আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসা
- শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কসবা।
- জামিয়া শারইয়্যাহ সিরাজুল উলুম, সিরাজবাগ, রহিমপুর
- আজগর আলি দাখিল মাদ্রাসা।
- রছুল্লাবাদ দাখিল মাদ্রাসা।
- জামিয়া সিরাজিয়া দারুল উলূম ভাদুঘর মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া।
- সোনার গাঁও জিলানীয়া আলিম মাদ্রাসা
- কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসা
ব্রাহ্মণবাড়িয়া জেলার দর্শনীয় স্থান
আপনি যদি এক নজরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আপনার এর দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জানতে হবে। কারণ এখানে প্রতিবছর বিভিন্ন প্রতিষ্ঠার দিকে শিক্ষা সফরে আসে ব্যাপক দেশ-বিদেশে নানা পর্যটকরা আসে। রয়েছে প্রাকৃতিক দৃশ্যের অপরূপ সকল সৌন্দর্যময় পরিবেশ এবং কৃত্রিম তৈরি সকল ধরনের পার্ক। আসুন আমরা এই সকল দর্শনীয় স্থান গুলো সম্পর্কে জানি।
- ভুরভুরিয়া,বাঞ্ছারামপুর,ব্রাহ্মণবাড়ীয়া
- ব্রাহ্মণবাড়িয়া শহীদ স্মৃতিসৌধ অবকাশ, ব্রাহ্মণবাড়িয়া
- সৌধ হিরন্ময়, ব্রাহ্মণবাড়িয়া
- জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা,ব্রাহ্মণবাড়িয়া
- সরাইল জামে মসজিদ (১৬৬২)
- আনন্দময়ী কালীমূর্তি, সরাইল
- কাজী মাহমুদ শাহ (র.) এর মাজার শরীফ, ব্রাহ্মণবাড়িয়া
- কালভৈরব মূর্তি (১৯০০ শতাব্দী, উচ্চতা ২৮ ফুট), ব্রাহ্মণবাড়িয়া
- উলচাপাড়া জামে মসজিদ, ব্রাহ্মণবাড়িয়া
- ভাদুঘর শাহী জামে মসজিদ
- তিতাস নদীর নান্দনিক দৃশ্য, সদর
- ব্রাহ্মণবাড়িয়া শিশু পার্ক, সদর
- ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, সদর
- লোকনাথ দীঘি, ব্রাহ্মণবাড়িয়া
- আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ
- মঈনপুর মসজিদ, কসবা
- আড়িফাইল মসজিদ, সরাইল
- ধরন্তির নান্দনিক দৃশ্য, সরাইল
- মেঘনা নদী ও চর সোনারামপুরের নান্দনিক দৃশ্য, আশুগঞ্জ
- শহীদ আব্দুল হালিম রেলওয়ে সেতু, আশুগঞ্জ
- সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু, আশুগঞ্জ
- রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান ২য় রেলওয়ে সেতু, আশুগঞ্জ
- ভাস্কর্য ‘জাগ্রত বাংলা’ সারকারখানা গেইট
- মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ পাওয়ার স্টেশন গেইট
- সম্মুখ সমর, নাটাল মাঠ, আশুগঞ্জ
- বঙ্গবন্ধু মুরাল, কাচারী বিথীকা, আশুগঞ্জ বাজার।
- ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মুরাল, ফিরোজ মিয়া সরকারি কলেজ, আশুগঞ্জ।
- দৃষ্টিনন্দন শহীদ মিনার, ফিরোজ মিয়া সরকারি কলেজ, আশুগঞ্জ
- অদ্বৈত মল্লবর্মনের বাড়ি, গোকর্ণ ঘাট, ব্রাহ্মণবাড়িয়া
- আশুগঞ্জ ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড, আশুগঞ্জ
- গেছুদারাজ (কেল্লা শহীদ) এর মাজার শরীফ, আখাউড়া
- বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের কবর, দরুইন, আখাউড়া
- গঙ্গাসাগর দিঘী- আখাউড়া
- আখাউড়া স্থলবন্দর
- কৈলাঘর দুর্গ (কসবা), কুল্লাপাথর শহীদ স্মৃতিসৌধ, কসবা
- বাঁশি হাতে শিবমূর্তি, নবীনগর
- কাইতলা জমিদার বাড়ী, নবীনগর
- বাসুদেব মূর্তি, সরাইল
- হাতিরপুল ও ওয়াপদা রেস্ট হাউস
বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা
এই জেলাতে জন্মগ্রহণ করেছে বিভিন্ন রাজা থেকে শুরু করে বর্তমান সময়ের পর্যন্ত বিভিন্ন ধরনের বিখ্যাত ব্যক্তিবর্গেরা। যারা ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের ক্ষেত্রে অবদান রেখেছেন এবং দেশের গুরুত্ব পূর্ণ পদে নিয়োজিত ছিলেন।
- আব্দুস সাত্তার খান সংকর ধাতু
- ধীরেন্দ্রনাথ দত্ত — পাকিস্তান গণপরিষদের সকল কার্যবিবরণী ইংরেজি
- সুলতানুদ্দিন আহমেদ — বাংলাদেশ মুক্তিযুদ্ধে শহীদ প্রকৌশলী
- উল্লাসকর দত্ত — ব্রিটিশ বিরোধী বিপ্লবী।
- বিধুভূষণ ভট্টাচার্য — ব্রিটিশ বিরোধী বিপ্লবী।
- সত্যেন্দ্রচন্দ্র বর্ধন — ব্রিটিশ বিরোধী বিপ্লবী।
- আবদুর রহমান — বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা
- মোফাজ্জল হোসেন — বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা
- অখিলচন্দ্র নন্দী — ব্রিটিশ বিরোধী বিপ্লবী।
- অতীন্দ্রমোহন রায় — ব্রিটিশ বিরোধী বিপ্লবী।
- শামসুল হক — বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা
- শাহজাহান সিদ্দিকী — বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা
- সামসুল হক — বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা
- আতাউর রহমান খান খাদিম — ২৫শে মার্চ রাতে শহীদ চিকিৎসক
- এবিএম আব্দুর রহিম — শ্রম আইন বিষয়ক পরামর্শক ও শহীদ বুদ্ধিজীবী
- অদ্বৈত মল্লবর্মণ — তিতাস একটি নদীর নাম উপন্যাসের জন্য বিখ্যাত লেখক
- আবদুল কাদির (ছান্দসিক কবি) — কবি ও সাহিত্য-সমালোচক
- আবদুল হাফিজ — লেখক, প্রাবন্ধিক এবং সাংবাদিক
- আল মাহমুদ — কবি ও ঔপন্যাসিক
- আবদুর রহিম — বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা
- মনির আহমেদ খান — বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা
- আহমদ রফিক — কবি, প্রাবন্ধিক ও গবেষক
- সানাউল হক — কবি ও অনুবাদক
- হাসনাত আব্দুল হাই — লেখক ও ঔপন্যাসিক
- ঈসা খান
- খান মোহাম্মদ ফারাবী — কবি ও গদ্যকার
- ফজল শাহাবুদ্দীন — কবি ও সাংবাদিক
- মতিউল ইসলাম — কবি
প্রতিবেদনে আপনারা জানলেন এক নজরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্পর্কে। আরো অন্যান্য জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের পত্রিকার সারা বাংলা ক্যাটাগরি পড়বেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024