ইমরান আল মামুন
আপডেট: ১৬:১৩, ৯ ফেব্রুয়ারি ২০২৪
এক নজরে ফেনী জেলা
বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে অন্যতম একটি জানা হচ্ছে ফেনী। প্রতিবেদনে এক নজরে ফেনী জেলা সম্পর্কে সকল বিস্তারিত তথ্যগুলো তুলে ধরা হবে। জনসংখ্যা থেকে শুরু করে দর্শনীয় স্থান পর্যন্ত যাবতীয় সকল তথ্যগুলো তুলে ধরা হচ্ছে আমাদের আজকের এই প্রতিবেদনে।
চট্টগ্রাম বিভাগের অন্যতম একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে ফেনী। এই অঞ্চলকে বিভক্ত করা হয়েছে সর্বমোট ছয়টি উপজেলা দিয়ে। আবার এই সকল উপজেলাতে রয়েছে বিভিন্ন ধরনের ইউনিয়নসমূহ। অন্যান্য জেলার মতো এই জেলার রয়েছে বেশ উন্নত এবং আধুনিক। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অনেক দর্শনীয় স্থানসমূহ। এই জেলা সম্পর্কে এখন আমরা সকল তথ্য এবং বিষয়গুলো জেনে নেই।
ফেনী জেলার সংক্ষিপ্ত তথ্য, আয়তন এবং ভৌগোলিক স্থান
ফেনী জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে ১৯৮৪ সালের ৬ ডিসেম্বর। এটি জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করার আগে নোয়াখালী এবং কুমিল্লার কিছু অংশ ছিল। সর্বশেষ ফেনী হচ্ছে জেলা হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশ। অর্থাৎ ৬৪তম জেলা হচ্ছে ফেনী জেলা। এই জেলাটির সর্বমোট আয়তন হচ্ছে ৯২৮.৩৪ কিলোমিটার।
ফেনী জেলার জনসংখ্যা কত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ফেনী জেলার মোট জনসংখ্যা হচ্ছে ১৪ লক্ষ ৯৬ হাজার ১৩৮ জন। প্রতি বর্গ কিলোমিটারে এখানে বসবাস মানুষের সংখ্যা হচ্ছে ১৬০০ জন। বাংলাদেশের যতগুলো যারা রয়েছে তার মধ্যে ঘনবসতি একটি জেলা হচ্ছে ফেনী জেলা।
এক নজরে ফেনী জেলার প্রশাসনিক অঞ্চলসমূহ
এ অঞ্চলকে বিভক্ত করা হয়েছে বেশ কয়েকটি উপজেলা এবং ইউনিয়ন দিয়ে। যার মাধ্যমে পুরো ফেনী জেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে। আসুন আমরা দেখেনি ফেনী জেলার ছয়টি উপজেলা এবং তাদের অধীনস্থ সকল ইউনিয়নসমূহ।
ফেনী সদর উপজেলা
- ১নং শর্শদি
- ২নং পাঁচগাছিয়া
- ৩নং বরাহীপুর
- ৪নং ধর্মপুর
- ৫নং কাজিরবাগ
- ৬নং কালিদহ
- ৭নং বালিগাঁও
- ৮নং ধলিয়া
- ৯নং লেমুয়া
- ১০নং ছনুয়া
- ১১নং মোটবী
- ১২নং ফাজিলপুর
- ১৩নং ফরহাদনগর
দাগনভূঞা উপজেলা
- ১নং সিন্দুরপুর
- ২নং রাজাপুর
- ৩নং পূর্ব চন্দ্রপুর
- ৪নং রামনগর
- ৫নং ইয়াকুবপুর
- ৬নং দাগনভূঞা
- ৭নং মাতুভূঁইয়া
- ৮নং জায়লস্কর
ছাগলনাইয়া উপজেলা
- ছাগলনাইয়া
- ইউনিয়নসমূহ:
- ৫নং মহামায়া
- ৬নং পাঠাননগর
- ৭নং ছাগলনাইয়া
- ৮নং রাধানগর
- ৯নং শুভপুর
- ১০নং ঘোপাল
সোনাগাজী উপজেলা
- ১নং চর মজলিশপুর
- ২নং বগাদানা
- ৩নং মঙ্গলকান্দি
- ৪নং মতিগঞ্জ
- ৫নং চর দরবেশ
- ৬নং চর চান্দিয়া
- ৭নং সোনাগাজী
- ৮নং আমিরাবাদ
- ৯নং নবাবপুর
পরশুরাম উপজেলা
- ১নং মির্জানগর
- ২নং পরশুরাম
- ৩নং চিথলিয়া
- ৪নং বক্স মাহমুদ
ফুলগাজী উপজেলা
- ১নং ফুলগাজী
- ২নং মুন্সিরহাট
- ৩নং দরবারপুর
- ৪নং আনন্দপুর
- ৫নং আমজাদহাট
- ৬নং জিএমহাট
শিক্ষা ব্যবস্থাপনা
সর্বশেষ তথ্য অনুযায়ী ফেনী জেলার মোট সাক্ষরতার হার হচ্ছে ৫৯ দশমিক ৬০ শতাংশ। এ জেলায় রয়েছে ছোট-বড় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা পড়াশুনা করেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়াশোনা করার জন্য শিক্ষার্থীরা আসেন। চলুন এখান থেকে আমরা দেখে নেই কতগুলো এবং কোন ক্যাটাগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
- বিশ্ববিদ্যালয় : ১টি
- ক্যাডেট কলেজ : ১টি (বালিকা)
- কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান : ৭টি
- ডিগ্রী কলেজ : ১১টি
- উচ্চ মাধ্যমিক কলেজ : ১০টি
- কম্পিউটার ইনস্টিটিউট : ১টি
- মাদ্রাসা : ৯৭টি
- মাধ্যমিক বিদ্যালয় : ১৫৫টি
- পিটিআই : ১টি
- প্রাথমিক বিদ্যালয় : ৫২৮টি
- শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র : ১টি
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয় : ১৯টি
- ফেনী গার্লস ক্যাডেট কলেজ
- ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
- ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট
- ফেনী কম্পিউটার ইন্সটিটিউট
- ফেনী সরকারি কলেজ
- জামেয়া রশীদিয়া ফেনী
- মহিপাল সরকারি কলেজ
- সরকারি জিয়া মহিলা কলেজ
- ফেনী সিটি কলেজ
- মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফেনী মডেল কলেজ
- ফেনী ভিক্টোরিয়া কলেজ
- মধুপুর আইডিয়াল হাই স্কুল
- সুলতানপুর আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধর্মপুর আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয়
- ধর্মপুর ইসলামিয়া দাখিল মাদরাসা
- মধুপুর আদর্শ উচ্চ বিদ্যালয়
- ধর্মপুর আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধর্মপুর আইডিয়াল একাডেমি
- মটুয়া ইসলামিয়া দাখিল মাদরাসা
- ফেনী ন্যাশনাল কলেজ
- ফেনী আইডিয়াল পলিটেকনিক ইন্সটিটিউট
- সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
- ধর্মপুর মদিনাতুল উলুম নুরানি মাদরাসা
- শহীদ মেজর সালাহ্উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়
- কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউট
- ইন্সটিটিউট অব কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি
- আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা
- ফেনী আলিয়া কামিল মাদরাসা
- দৌলতপুর ছালামতিয়া আলিম মাদরাসা
- পাঁচগাছিয়া এ.জেড খান স্মৃতি উচ্চ বিদ্যালয়
- মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয়
- জয়নাল হাজারি কলেজ
- সাউথ-ইস্ট ডিগ্রী কলেজ
- মহিপাল তৈয়বিয়া নূরিয়া দাখিল মাদরাসা
- গোবিন্দপুর ছিদ্দিকিয়া ফাজিল মাদরাসা
- ফেনী প্রিপারেটরি স্কুল
- দৌলতপুর হক বাহাদুর উচ্চ বিদ্যালয়
- শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজ
- কবি নজরুল একাডেমি(জিকুর দখলে)
- মঠবাড়িয়া উচ্চ বিদ্যালয়
- পূর্বকাছাড় তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়
- সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ,
- ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজ (সালামনগর, মাতুভূঁইয়া),
- রাজাপুর কলেজ,
- উত্তর আলিপুর কলেজ,
- দরবেশের হাট পাবলিক কলেজ,
- সুলতানা মেমোরিয়াল গার্লস হাই স্কুল,
- ওমরপুর চিশতী হাই স্কুল,
- সিলোনীয়া হাই স্কুল,
- মৌলভী সামছুল করিম কলেজ
- চাঁদগাজী স্কুল এন্ড কলেজ
- ছাগলনাইয়া সরকারি কলেজ
- আলহাজ্ব আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ
- বল্লভপুর কলেজ
- ছাগলনাইয়া মহিলা কলেজ
- সিলোনীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা,
- রাজাপুর হাইস্কুল এন্ড কলেজ,
- আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল,
- দাগনভূঞা একাডেমী,
- দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়
- দাগনভূইয়া গাউছিয়া আহমদিয়া আমিনিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা
- দাগনভুইয়া আহমদিয়া মাদ্রাসা ও এতিমখানা,
- দাগনভুইয়া ক্যাডেট মাদ্রাসা,
- ইছহাকিয়া এতিমখানা সিনিয়র মাদ্রাসা- ইয়াকুবপুর,
- ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
- পূর্ব-চন্দ্রপুর হাই স্কুল,
- সুজাতপুর উচ্চবিদ্যালয়,
- দুধমুখা উচ্চবিদ্যালয়,
- জাহানারা উচ্চবিদ্যালয়,
- রঘুনাথ পুর উচ্চবিদ্যালয়।
- বাতশিরি উচ্চ বিদ্যালয়।
- জাঙ্গালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- আতাতুর্ক সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- সিন্দুরপুর কে.এ বিদ্যানিকেতন।
- ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- ভবানীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়।
- দাগনভুঞা আজিজিয়া সিনিয়র মাদ্রাসা।
- হাজি আব্দুল লতিফ (দাখিল) মাদ্রাসা।
- আবদুল নবী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- নয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- পূর্বচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- করিম উল্লাহ্ উচ্চ বিদ্যালয়।
- বাগডুবি উচ্চ বিদ্যালয়।
- জায়লস্কর উচ্চ বিদ্যালয়।
- বরইয়া আলী আকবর উচ্চ বিদ্যালয়।
- লতিপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- সমাস পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- বরইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- কোরবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- সাপুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- সাপুয়া উচ্চ বিদ্যালয়।
- বাতশিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- মোমারিজপুর উচ্চ বিদ্যালয়।
- আজিজ ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বারাহি গুণি উচ্চ বিদ্যালয়।
- প্রতাপপুর উচ্চ বিদ্যালয়।
- প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- ছিদ্দিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফেনী জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ
ফেনী জেলার দর্শনীয় স্থান
আপনি যদি এক নজরে ফেনী জেলা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এর দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জানতে হবে। এখানে রয়েছে অনেক ছোট বড় নদ নদী। রয়েছে অপরূপ প্রাকৃতিক দৃশ্য। আর এই দৃশ্য দেখার জন্য দেশ-বিদেশ থেকে ছুটে আসে বিভিন্ন পর্যটকরা। এই সকল দর্শনীয় স্থানগুলো সম্পর্কে দেখে নেই।
- শমসের গাজীর কেল্লা
- বিজয় সিংহ দীঘি
- রাজাঝির দীঘি
- চাঁদগাজী ভূঁইয়া মসজিদ
- ফেনী নদী
- ফেনী বিমানবন্দর
- মুহুরী প্রজেক্ট
- কালীদহ বরদা বাবু জমিদার বাড়ি
- সেনেরখিল জমিদার বাড়ি
- কৈয়ারা দীঘি
- শর্শাদী শাহী মসজিদ
- মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ
- প্রতাপপুর জমিদার বাড়ি
- বাঁশপাড়া জমিদার বাড়ি
- জগন্নাথ মন্দির ও জয় কালী মন্দির
- ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর
- শিলুয়া মন্দির
- সাত মঠ
- ভারত-বাংলাদেশ প্রীতি রাধানগর-কৃষ্ণনগর সীমান্ত হাট
বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা
এ জেলায় জন্মগ্রহণ করেছেন অনেক বিখ্যাত ব্যক্তিরা যারা দেশের উন্নয়নে এবং ফেনীর উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অনেক মুক্তিযোদ্ধা, লেখক এবং রাজনীতিকবিদসহ নানা প্রাঙ্গণের লোকেরা।
- খালেদা জিয়া – রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের সাবেক
- আবদুস সালাম – ভাষা শহীদ।
- আবদুল আউয়াল মিন্টু – এফবিসিসিআই সাবেক প্রেসিডেন্ট
- ওবায়েদ উল হক - কবি, ঔপন্যাসিক, চলচ্চিত্র পরিচালক, গীতিকার
- জহির রায়হান – ভাষা সৈনিক, চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক এবং গল্পকার।
- আওরঙ্গজেব চৌধুরী – বাংলাদেশ নৌবাহিনী প্রাক্তন প্রধান।
- আনোয়ারউল্লাহ চৌধুরী – ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন উপাচার্য।
- আবদুস সালাম – বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা
- আহমেদ ফজলুর রহমান – ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য।
- ইকবাল সোবহান চৌধুরী – সাংবাদিক নেতা এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
- আমিন আহমদ – প্রাক্তন বিচারপতি।
- এ এফ রহমান - ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।
- আমীন আহম্মেদ চৌধুরী – বীর বিক্রম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা।
- ইনামুল হক – অভিনেতা, লেখক এবং নাট্যকার।
- এ বি এম মূসা – সাংবাদিক এবং বাংলাদেশী প্রাক্তন সংসদ সদস্য।
- ওয়াসফিয়া নাজরীন – পর্বতারোহী, এভারেস্ট বিজয়ী দ্বিতীয় বাঙালি নারী।
- কাইয়ুম চৌধুরী – চিত্রশিল্পী।
- কাজী এবাদুল হক – ভাষা সৈনিক এবং প্রাক্তন বিচারপতি।
- খান বাহাদুর আবদুল আজিজ – শিক্ষাবিদ, লেখক এবং সমাজকর্মী।
- গাজীউল হক – সাহিত্যিক, গীতিকার এবং ভাষাসৈনিক।
- গিয়াস উদ্দিন সেলিম – নাট্যকার, নাট্যনির্মাতা এবং চলচ্চিত্রকার।
- সাঈদ এস্কান্দার – প্রাক্তন সংসদ সদস্য এবং বাংলাদেশী রাজনৈতিক ব্যক্তিত্ব।
- রেহানা আক্তার রানু প্রাক্তন সংসদ সদস্য এবং বাংলাদেশী রাজনৈতিক ব্যক্তিত্ব।
- গিয়াস কামাল চৌধুরী – সাংবাদিক, কলামিস্ট এবং সংবাদ বিশ্লেষক।
- জহুর হোসেন চৌধুরী – সাংবাদিক।
- খাজা আহমেদ – মুক্তিযুদ্ধের সংগঠক
- মুহাম্মদ মোশাররফ হোসেন - ব্যবসায়ী,শিল্পপতি
- মাহবুবুল আলম তারা - প্রাক্তন সংসদ সদস্য
- জয়নাল হাজারী – বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশী প্রাক্তন সংসদ সদস্য
- জয়নাল আবেদিন – বীর মুক্তিযোদ্ধা
- জাফর ইমাম – বীর মুক্তিযোদ্ধা
- শমসের গাজী – জমিদার, ব্রিটিশ বিরোধী বিপ্লবী।
- শিরীন আখতার – সংসদ সদস্য এবং বাংলাদেশী রাজনৈতিক ব্যক্তিত্ব।
- নিজাম উদ্দিন হাজারী – সংসদ সদস্য এবং বাংলাদেশী রাজনৈতিক ব্যক্তিত্ব।
- নজির আহমেদ – ছাত্রনেতা
- পান্না কায়সার – রাজনীতিবিদ।
- ফয়জুল মহিউদ্দিন – শহীদ বুদ্ধিজীবী।
- মাসুদ উদ্দিন চৌধুরী – প্রাক্তন সেনা কর্মকর্তা, সংসদ সদস্য
- রহিম উল্লাহ – প্রাক্তন সংসদ সদস্য।
- জাহান আরা বেগম সুরমা – রাজনীতিবিদ।
- শহীদুল্লা কায়সার – লেখক এবং বুদ্ধিজীবী।
- আবুল হাশেম- অধ্যাপক, শিক্ষাবিদ।
- বেলাল চৌধুরী – সাংবাদিক এবং প্রাবন্ধিক।
- রবিউল হক – বীর বিক্রম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা।
- রোকেয়া প্রাচী – অভিনেত্রী এবং নাট্যকার।
- শমী কায়সার – অভিনেত্রী এবং প্রযোজক।
- মকবুল আহমদ – বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক আমির।
- মিজানুর রহমান সাঈদ – ইসলামি পণ্ডিত ও মুফতি
- মহম্মদ আবুল কাসেম – বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী এবং শিল্পপতি।
- মোহাম্মদ সাইফুদ্দিন – ক্রিকেটার।
- আবদুস সালাম (বীর বিক্রম) -বীর মুক্তিযোদ্ধা।
- শরিফা খাতুন – শিক্ষাবিদ এবং ভাষা সৈনিক।
- আনিসুর রহমান আনিস - চলচ্চিত্র অভিনেতা।
- সালাহউদ্দিন মমতাজ – বীর মুক্তিযোদ্ধা।
- সিরাজুল হক খান – শহীদ বুদ্ধিজীবী।
- সুমাইয়া কাজী – নারী উদ্যোক্তা।
- সুলতান মাহমুদ – বীর উত্তম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
- সেলিনা পারভীন – শহীদ বুদ্ধিজীবী।
- সেলিম আল দীন – নাট্যকার এবং গবেষক।
- হবীবুল্লাহ বাহার চৌধুরী – রাজনীতিবিদ, সাংবাদিক এবং ফুটবলার।
- শামসুন নাহার মাহমুদ – নারী মুক্তি আন্দোলনের নেত্রী।
- শাহরিয়ার কবির – লেখক এবং সাংবাদিক।
- শেখ পাশা হাবিব উদ্দিন – সেনা কর্মকর্তা।
প্রতিবেদনে আপনারা দেখলেন এক নজরে ফেনী জেলা সম্পর্কে। সকল জেলা নিয়ে সকল প্রতিবেদন তৈরি করেছে আই নিউজ। সকল জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের পত্রিকা নিয়মিত করবেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024