ইমরান আল মামুন
এক নজরে রাঙ্গামাটি জেলা
প্রতিবারের মতো আমরা নিয়ে হাজির হয়েছে এক নজরে রাঙ্গামাটি জেলা সম্পর্কে। আলোচনা করব চট্টগ্রাম বিভাগের এই প্রশাসনিক অঞ্চলের খুঁটিনাটি সকল বিষয়গুলো। আয়তন এবং জনসংখ্যা থেকে বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা পর্যন্ত সকল বিষয়গুলোই তুলে ধরা হবে আজকের এই প্রতিবেদনে।
৬৪ টি জেলা রয়েছে তার মধ্যে এই শ্রেণীর বক্তব্য অন্যতম একটি জেলা হচ্ছে রাঙ্গামাটি। এই জেলার নাম শুনলে প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা অপরূপ সকল দৃশ্যের কথা মনে পড়ে সকল মানুষের। পর্যটকদের কাছে এটি সবচেয়ে আকর্ষণীয় একটি স্থান। দেশ বিদেশ থেকে এ অঞ্চলে ঘুরতে আসে প্রতিবছর প্রায় কয়েক লক্ষ পর্যটকরা। এখন আমরা চলে যাই সরাসরি আলোচনার মূল প্রসঙ্গে এবং জেনে নেই ধাপে ধাপে এই জেলা সম্পর্কে সকল তথ্যগুলো।
রাঙ্গামাটি জেলার প্রতিষ্ঠাকাল
সর্বপ্রথম ১৮৬০ সালে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান এই তিন পার্বত্য অঞ্চল নিয়ে গঠিত হয় চট্টগ্রাম জেলা। এরপর চট্টগ্রাম হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। পার্বত্য চট্টগ্রাম থেকে আলাদা হয়ে এই তিনটি জেলা আত্মপ্রকাশ করে ১৯৮১ এবং ১৯৮৩ সালে। যা নিয়মতান্ত্রিকভাবে রাঙ্গামাটি আলাদা জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
ভৌগলিক অবস্থান এবং আয়তন
রাঙ্গামাটি জেলার মোট আয়তন হচ্ছে ৬১১৬.১৩ বর্গ কিলোমিটার। জেলাটির উত্তর দিকে রয়েছে ভারতের ত্রিপুরা, দক্ষিনে বান্দরবান জেলা, মিজোরাম রাজ্য ও মিয়ানমারের কিছু অংশ, পশ্চিমের দিকে রয়েছে চট্টগ্রাম জেলা ও খাগড়াছড়ি জেলার কিছু অংশ। বাংলাদেশের একমাত্র জেলা যেটি ভারত ও মিয়ানমারের দুটি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। ঢাকা থেকে রাঙ্গামাটি জেলার মোট দূরত্ব হচ্ছে ৩০৮ কিলোমিটার। অন্যদিকে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির মোট দূরত্ব হচ্ছে প্রায় ৭০ কিলোমিটার।
এক নজরে রাঙামাটি জেলার প্রশাসনিক অঞ্চল সমূহ
এই জেলার কয়েকটি আঞ্চলিক অংশ দিয়ে বিভক্ত করা হয়েছে আর তাদেরকে বলা হয় উপজেলা। আবার এই উপজেলায় রয়েছে বেশ কয়েকটি করে ইউনিয়ন। এ সকল উপজেলা এবং ইউনিয়ন সমূহের নাম জানব।
কাউখালী
- বেতবুনিয়া,
- ঘাগড়া
- কলমপতি
- ফটিকছড়ি,
কাপ্তাই
- চন্দ্রঘোনা
- রাইখালী
- কাপ্তাই
- ওয়াজ্ঞা
- চিৎমরম
জুরাছড়ি
- জুরাছড়ি,
- মৈদং
- দুমদুম্যা
- বনযোগীছড়া,
নানিয়ারচর
- সাবেক্ষ্যং,
- বুড়িঘাট
- ঘিলাছড়ি
- নানিয়ারচর
বরকল
- সুবলং,
- বরকল,
- ভূষণছড়া
- বড় হরিণা
- আইমাছড়া
বাঘাইছড়ি
- সারোয়াতলী,
- খেদারমারা,
- বঙ্গলতলী
- আমতলী
- বাঘাইছড়ি,
- মারিশ্যা,
- রূপকারী,
বিলাইছড়ি
- বিলাইছড়ি,
- ফারুয়া
- বড়থলি
- কেংড়াছড়ি,
রাঙ্গামাটি সদর
- জীবতলী,
- মগবান,
- বন্দুকভাঙ্গা
- বালুখালী
- সাপছড়ি,
- কুতুকছড়ি,
রাজস্থলী
- ঘিলাছড়ি,
- বাঙ্গালহালিয়া
- গাইন্দ্যা
লংগদু
- আটারকছড়া,
- কালাপাকুজ্যা,
- মাইনীমুখ
- লংগদু
- গুলশাখালী,
- বগাচতর,
- ভাসান্যাদম,
শিক্ষা ব্যবস্থাপনা
বাংলাদেশের অন্যান্য জেলার মতো রাঙ্গামাটিতে রয়েছে জালের মত অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করে থাকেন। এখানে রয়েছে সরকারি বেসরকারি সকল কলেজ এবং এনজিও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। থেকে এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান দেখে নেই এখন আমরা।
- বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ১টি
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয় : ২২টি
- প্রাথমিক বিদ্যালয় : ৪১১টি
- মেডিকেল কলেজ : ১টি (সরকারি)
- কলেজ : ১৬টি (২টি সরকারি)
- মাদ্রাসা : ১৫টি
- মাধ্যমিক বিদ্যালয় : ৫১টি (৬টি সরকারি)
- কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান : ৭টি
রাঙ্গামাটি জেলার দর্শনীয় স্থান
আপনি যদি এক নজরে রাঙ্গামাটি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এর দর্শনীয় স্থান সম্পর্কেও জানতে হবে। কারণ এখানে শুধুমাত্র দেশি পর্যটকরা নয় বিদেশি অনেক পর্যটকরা আসে এ দর্শনীয় স্থানগুলো উপভোগ করার জন্য। আসুন তাহলে আমরা দেখে নেই রাঙ্গামাটি পর্যটক কেন্দ্রের তালিকা সম্পর্কে।
- আসামবস্তি সেতু
- উপজাতীয় জাদুঘর
- ওয়াজ্ঞা চা এস্টেট
- কর্ণফুলি কাগজ কল
- ফুরমোন পাহাড়
- ঘাগড়া/কলাবাগান ঝর্ণা
- কংলাক পাহাড়
- কাপ্তাই হ্রদ
- চিৎমরম বৌদ্ধ বিহার
- চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়াম
- কাপ্তাই জাতীয় উদ্যান
- কাপ্তাই বাঁধ ও কর্ণফুলি পানিবিদ্যুৎ কেন্দ্র
- কাপ্তাই সেনানিবাস
- ঝুলন্ত সেতু
- ডলুছড়ি জেতবন বিহার
- তবলছড়ি আনন্দ বিহার
- দুমলং
- ধুপপানি ঝর্ণা
- নৌ বাহিনীর পিকনিক স্পট
- পাবলাখালী বন্যপ্রাণ অভয়ারণ্য
- রাঙ্গামাটি সেনানিবাস
- রাজবন বিহার
- রাজা জং বসাক খানের দীঘি ও মসজিদ
- পেদা টিং টিং
- বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সী আব্দুর রউফ স্মৃতি ভাস্কর্য
- বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র
- মুপ্পোছড়া ঝর্ণা
- যমচুগ বন বিহার
- রাজা হরিশ চন্দ্র রায়ের আবাসস্থলের ধ্বংসাবশেষ
- লাভ পয়েন্ট
- হাজাছড়া ঝর্ণা
- চাকমা রাজবাড়ি (রাঙ্গামাটি)
- শহীদ শুক্কুর স্টেডিয়াম
- শুভলং ঝর্ণা
- সাজেক ভ্যালি
বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা
এ জেলায় জন্মগ্রহণ করেছে ছোট-বড় অনেক বিখ্যাত ব্যক্তি যারা রাঙ্গামাটি জেলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং দেশের বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করেছেন। আসুন এখন আমরা এই উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের তালিকা সম্পর্কে জানি।
- ঊষাতন তালুকদার - আদিবাসী নেতা ও রাজনীতিবিদ
- শোভা রানী ত্রিপুরা - লেখক
- কামিনী মোহন দেওয়ান
- চাইথোয়াই রোয়াজা - প্রাক্তন সংসদ সদস্য
- দীপংকর তালুকদার - রাজনীতিবিদ
- দেবশিস রায় - রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী
- পারিজাত কুসুম চাকমা - প্রাক্তন সংসদ সদস্য
- কনক চাঁপা চাকমা - চাকমা শিল্পী
- কল্প রঞ্জন চাকমা - প্রাক্তন সংসদ সদস্য ও প্রথম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী[
- সুবিমল দেওয়ান - জাতীয় পুরস্কার প্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজকর্মী
- রূপনা চাকমা - নারী ফুটবলার
- ঋতুপর্ণা চাকমা - নারী ফুটবলার
- ফিরোজা বেগম চিনু - রাজনীতিবিদ
- বিনয় কুমার চাকমা - প্রাক্তন সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী
- মনি স্বপন দেওয়ান - রাজনীতিবিদ
- মানবেন্দ্র নারায়ণ লারমা - রাজনীতিবিদ
- সন্তু লারমা - পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উপজাতিদের একাংশের নেতা।
- মুমতাহিনা টয়া: অভিনেত্রী
এই প্রতিবেদনে আপনারা দেখছেন এক নজরে রাঙ্গামাটি জেলা সম্পর্কে। এইরকম আরো অন্যান্য জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই নিয়মিত পড়বেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024