Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৩:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

এক নজরে হবিগঞ্জ জেলা

আজকের প্রতিবেদনটি তৈরি করা হচ্ছে এক নজরে হবিগঞ্জ জেলা সম্পর্কে। প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে উক্ত জেলা ভৌগলিক অবস্থান থেকে শুরু করে বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা পর্যন্ত সকল তথ্যগুলো। অর্থাৎ এই জেলার সকল বিষয়গুলোই তুলে ধরা হবে আজকের এই প্রতিবেদনে।

বাংলাদেশের অন্যতম একটি বিভাগ হচ্ছে সিলেট। আর তার অধীনস্থ একটি প্রশাসনিক অঞ্চল হবিগঞ্জ। জেলা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই প্রশাসনিক অঞ্চলকে। জেলাটি হচ্ছে এ শ্রেণিভুক্ত একটি জেলা। চলুন তাহলে এখন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আলোচনার মূল প্রসঙ্গে।

হবিগঞ্জ জেলার ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য বিষয়

প্রথমে অর্থাৎ ১৮৭৪ সাল থেকে হবিগঞ্জ মহাকুমা সিলেট জেলার অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী সময়ে দেশ স্বাধীন হওয়ার পর এটি জ্বালা হিসেবে স্বীকৃতি লাভ করে। জেলাটির উত্তর দিকে রয়েছে সুনামগঞ্জ জেলা, দক্ষিণ দিকে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্ব দিকে রয়েছে মৌলভীবাজার ও সিলেট জেলা আর পশ্চিমে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলা।

হবিগঞ্জ জেলার প্রশাসনিক অঞ্চল সমূহ

এই জেলাটিতে রয়েছে ছোট-বড় অনেক প্রশাসনিক অঞ্চল সমূহ। যেমন এখানে রয়েছে সর্বমোট নয়টি উপজেলা এবং অন্যান্য ইউনিয়নসমূহ। এখন আমরা নিচে জানবো হবিগঞ্জ জেলার উপজেলা এবং তাদের অধীনস্থ ইউনিয়ন সম্পর্কে।

আজমিরীগঞ্জ

  • আজমিরীগঞ্জ সদর, 
  • বদলপুর, 
  • কাকাইলছেও 
  • শিবপাশা
  • জলসুখা, 

চুনারুঘাট

  • গাজীপুর, 
  • আহম্মদাবাদ, 
  • দেওরগাছ, 
  • পাইকপাড়া, 
  • রাণীগাঁও 
  • মিরাশী
  • শানখলা,
  • চুনারুঘাট, 
  • উবাহাটা, 
  • সাটিয়াজুরী, 

নবীগঞ্জ

  • বড়ভাকৈর পশ্চিম, 
  • বড়ভাকৈর 
  • পূর্ব, ইনাতগঞ্জ, 
  • দীঘলবাক, 
  • আউশকান্দি, 
  • কালিয়ারভাঙ্গা 
  • পানিউমদা
  • কুর্শি, করগাঁও, 
  • নবীগঞ্জ সদর, 
  • বাউসা, 
  • দেবপাড়া, 
  • গজনাইপুর, 

বানিয়াচং

  • বানিয়াচং উত্তর পূর্ব, 
  • বানিয়াচং দক্ষিণ পশ্চিম, 
  • দৌলতপুর, কাগাপাশা, 
  • বড়ইউড়ি, 
  • খাগাউড়া, 
  • পুকড়া, 
  • বানিয়াচং উত্তর পশ্চিম, 
  • বানিয়াচং দক্ষিণ পূর্ব, 
  • সুবিদপুর, 
  • মক্রমপুর, 
  • মুরাদপুর 
  • পৈলারকান্দি
  • সুজাতপুর, 
  • মন্দরী, 

বাহুবল

  • স্নানঘাট, 
  • পুটিজুরী, 
  • সাতকাপন,
  • মীরপুর 
  • ভাদেশ্বর 
  • বাহুবল, 
  • লামাতাশী, 

মাধবপুর

  • ধর্মঘর, 
  • আদাঐর, 
  • আন্দিউড়া, 
  • চৌমুহনী, 
  • বহরা, 
  • ছাতিয়াইন 
  • বাঘাসুরা
  • শাহজাহানপুর, 
  • জগদীশপুর, 
  • বুল্লা, 
  • নোয়াপাড়া, 

লাখাই

  • লাখাই, 
  • মোড়াকরি, 
  • করাব 
  • বুল্লা
  • মুড়িয়াউক, 
  • বামৈ, 

শায়েস্তাগঞ্জ

  • নুরপুর, 
  • ব্রাহ্মণডুরা
  • শায়েস্তাগঞ্জ 

হবিগঞ্জ সদর

  • লুকড়া, 
  • রিচি, 
  • তেঘরিয়া
  • নিজামপুর 
  • লস্করপুর, 
  • পইল, 
  • গোপায়া, 
  • রাজিউরা, 

জনসংখ্যা এবং আয়তন

এক নজরে হবিগঞ্জ জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই এর আয়তন এবং জনসংখ্যা সম্পর্কে জানতে হবে। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এখানে মোট জনসংখ্যা হচ্ছে ১৮ লক্ষ ৩০ হাজার ৫৫৮ জন। আর এই জেলার মোট আয়তন হচ্ছে ২৬৩৬.৫৮ বর্গ কিলোমিটার। আর প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে ৬৯০ জন।

হবিগঞ্জ জেলার শিক্ষা ব্যবস্থাপনা

এই জেলাতে রয়েছে ছোট-বড় অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে দেশ-বিদেশের অনেক শিক্ষার্থীরা পড়াশোনা করার জন্য আসেন। চলুন দেখে নেই কোন ক্যাটাগরির কতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে এই জেলাতে।

  • বিশ্ববিদ্যালয়- ১ টি
  • কলেজ - ৪৯টি (১০টি অনার্স কলেজ, ৬টি সরকারি কলেজ, ৪০টি বেসরকারি কলেজ, 
  • ২টি পলিটেকনিক ইনস্টিটিউট,
  • একটি মেডিকেল কলেজ),
  • বিদ্যালয় - ১৮৯টি (১৬টি সরকারী উচ্চ বিদ্যালয়, ৯৯টি বেসরকারি উচ্চ বিদ্যালয়, ৮৪টি জুনিয়র বিদ্যালয়),
  • প্রাথমিক বিদ্যালয় - ১,৪৪৩টি প্রাথমিক বিদ্যালয় (৭৩২টি সরকারি, ৭১১টি বেসরকারি),
  • মাদ্রাসা - ৯৬টি
  • বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার, মুক্তাহার, নবীগঞ্জ
  • শহীদ সাইদুল হাসান গণকেন্দ্র পাঠাগার, বানিয়াচং
  • অস্থায়ী বিদ্যালয় - ২৬টি।
  • হবিগঞ্জ পৌর সাধারণ পাঠাগার, হবিগঞ্জ

হবিগঞ্জ জেলার রেল যোগাযোগ

এ জেলার প্রায় প্রতিটি উপজেলায় রয়েছে বিভিন্ন ধরনের ছোট বড় রেল স্টেশনগুলো। নিচে এই জেলার সকল রেলস্টেশনের তালিকা দেওয়া হল আপনাদের সামনে। এখানে প্রায় ১৯২৮ সালের পুরনো রেল স্টেশনগুলো রয়েছে।

  • রশিদপুর রেলওয়ে স্টেশন
  • শায়েস্তাগঞ্জ জংশন
  • সুতাং রেলওয়ে স্টেশন
  • শাহজিবাজার রেলওয়ে স্টেশন
  • ছাতিয়াইন রেলওয়ে স্টেশন
  • সাটিয়াজুড়ি রেলওয়ে স্টেশন
  • লস্করপুর রেলওয়ে স্টেশন
  • নোয়াপাড়া রেলওয়ে স্টেশন
  • মনতলা রেলওয়ে স্টেশন
  • কাশিমনগর রেলওয়ে স্টেশন
  • হরষপুর রেলওয়ে স্টেশন
  • ইটাখোলা রেলওয়ে স্টেশন
  • তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন
  • শাহপুর রেলওয়ে স্টেশন

এক নজরে হবিগঞ্জ জেলার দর্শনীয় স্থান

এই জেলাতে রয়েছে ছোট-বড় অনেক প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা দর্শনীয় স্থানগুলো। এছাড়া রয়েছে মানুষের তৈরি কৃত্রিম পার্ক। এই সকল পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরতে আসে দেশ-বিদেশের হাজার হাজার পর্যটকরা।

  • তরফ বিজয়ী বীর সিপাহ্সালার সৈয়দ নাসির উদ্দিনের মাকবারা
  • মশাজানের দিঘী
  • কমলারানীর সাগর দীঘি - বানিয়াচং
  • দ্বীল্লির আখড়া - বৈষ্ণব ধর্মালম্বীদের তীর্থস্থান
  • শ্রীবাড়ি চা বাগান
  • রেমা–কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য - চুনারুঘাট
  • তেলিয়াপাড়া স্মৃতিসৌধ- মাধবপুর
  • ফয়েজাবাদ হিল বধ্যভূমি - বাহুবল
  • তেলিয়াপাড়া চা বাগান - মাধবপুর
  • বিবিয়ানা গ্যাস - নবীগঞ্জ
  • শংকরপাশা শাহী মসজিদ - হবিগঞ্জ সদর
  • মিউন্যিসিপ্যাল অফিস ভবন - হবিগঞ্জ সদর 
  • হবিগঞ্জ বাজার-শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথ
  • হবিগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন - হবিগঞ্জ সদর
  • হবিগঞ্জ কোর্ট রেলওয়ে স্টেশন - হবিগঞ্জ সদর
  • বাল্লা স্থল বন্দর - চুনারঘাট 
  • মহারত্ন জমিদার বাড়ি - বানিয়াচং
  • দাড়া-গুটি - বানিয়াচং
  • দি প্যালেস লাক্সারি রিসোর্ট- পুটিজুরী,বাহুবল।
  • লক্ষ্মীবাওর সোয়াম্প ফরেস্ট - বানিয়াচং
  • সাতছড়ি জাতীয় উদ্যান
  • বিতঙ্গল আখড়া - বৈষ্ণব ধর্মালম্বীদের তীর্থস্থান
  • বানিয়াচং রাজবাড়ি - বানিয়াচং
  • রাধানন্দ জমিদার বাড়ি (হাতিরথান জমিদার বাড়ি)
  • আদাঐর জমিদার বাড়ি
  • তুঙ্গনাথ শিববাড়ী ও কালীবাড়ী
  • কালারডুবা পর্যটন কেন্দ্র

বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা

হবিগঞ্জ জেলায় রয়েছে চিত্রনাট্যকার থেকে শুরু করে মুক্তিযুদ্ধে অবদানকারী বিশেষ ব্যক্তিবর্গেরা। এ জেলাতে বসবাস এবং জন্মগ্রহণকারী সকল ব্যক্তিবর্গের তালিকা নিচে তুলে ধরা হলো।

  • সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন -শাহ জালাল র.-এর প্রধান সেনাপতি।
  • তারাকিশোর চৌধুরী - বাংলার প্রথম এটর্নি জেনারেল।
  • ঠাকুর দয়ানন্দ দেব-হিন্দু ধর্মগুরু।
  • রামনাথ বিশ্বাস -বিখ্যাত ভূপর্যটক।
  • মেজর জেনারেল এম এ রব - মুক্তিযুদ্ধের চীফ অব স্টাফ
  • সৈয়দ সুলতান - মধ্যযুগের প্রখ্যাত কবি
  • মাওলানা আব্দুল হামিদ (১৯০৪-১৯৮৪) - বিখ্যাত সূফি সাধক
  • বিপিন চন্দ্র পাল - ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা।
  • দেওয়ান ফরিদ গাজী -রাজনীতিবিদ।
  • মেজর আব্দুল ওয়াহেদ চৌধুরী - ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রশিক্ষণ কোম্পানির অধিনায়ক
  • সৈয়দ মুজতবা আলী (আধুনিক বাংলা সাহিত্যিক ও রম্যলেখক।
  • শাহ এ এম এস কিবরিয়া - সাবেক অর্থমন্ত্রী।
  • হেমাঙ্গ বিশ্বাস - বিখ্যাত গণসঙ্গীতশিল্পী।
  • মিরজা আবদুল হাই - কথাসাহিত্যিক।
  • সৈয়দ মনজুরুল ইসলাম - সাহিত্যিক ও শিক্ষাবিদ।
  • এনামুল হক মোস্তফা শহীদ - রাজনীতিবিদ।
  • মাওলানা আব্দুল মুমিন চৌধুরী (শেয়খে ইমামবাড়ী) ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ
  • শেখ ভানু  - বিখ্যাত কবি
  • মাহবুবুর রব সাদী -সাব সেক্টর কমান্ডার, সাবেক সংসদ সদস্য।
  • সৈয়দ এ. বি. মাহমুদ হোসেন - বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি (২য়)
  • ডক্টর এম এ রশীদ - বুয়েটের প্রথম উপাচার্য।
  • স্যার ফজলে হাসান আবেদ - সমাজসেবক, ব্র্যাকের প্রতিষ্ঠাতা।
  • অনুদ্বৈপায়ন ভট্টাচার্য - শিক্ষাবিদ ও শহিদ বুদ্ধিজীবী।
  • তাফাজ্জুল হক হবিগঞ্জী- ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ
  • জগৎজ্যোতি দাস- বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের দাস বাহিনীর প্রধান
  • আব্দুর রউফ চৌধুরী - দ্রোহী কথাসাহিত্যিক
  • আব্দুল মান্নান চৌধুরী সাবেক সংসদ সদস্য
  • সৈয়দ মহিবুল হাসান - রাজনীতিবিদ, তৎকালীন পূর্বপাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য
  • কমান্ড্যান্ট মানিক চৌধুরী - রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা
  • ওস্তাদ বাবর আলী খান-সঙ্গীতজ্ঞ
  • সৈয়দ মোহাম্মদ কায়সার
  • সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন - প্রধান বিচারপতি
  • আজিম - অভিনেতা
  • মৌলানা আছাদ আলী - রাজনীতিবিদ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক
  • মোস্তফা আলী  বাংলাদেশের রাজনীতিবিদ, আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক
  • সেগুফতা বখ্‌ত চৌধুরী সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক
  • সফিকুল হক চৌধুরী - সমাজসেবক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা।
  • আবদুল মান্নান চৌধুরী - সাবেক সংসদ সদস্য, ইংল্যান্ডে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক
  • মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তম - মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার।
  • সুবীর নন্দী-কণ্ঠশিল্পী।
  • সিরাজুল হোসেন খান -রাজনীতিবিদ।
  • নাজমা চৌধুরী - একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ ও বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
  • স্বামী নিখিলানন্দ-হিন্দু ধর্মগুরু।
  • আফজাল চৌধুরী -কল্যাণব্রতের কবি।
  • সৈয়দা রিজওয়ানা হাসান - আইনজীবী ও পরিবেশবিদ।
  • স্বামী গহনানন্দ- রামকৃষ্ণ মঠ ও মিশনের চতুর্দশ অধ্যক্ষ
  • মিরজা আবদুল হাই- কথাসাহিত্যিক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন
  • ওস্তাদ বাবর আলী খান- বিশিষ্ট সঙ্গীতজ্ঞ।
  • মাহবুবুর রব সাদী চৌধুরী - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ
  • মোহাম্মদ ফরাসউদ্দিন - বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর
  • নাজমুল হোসেন  - জাতীয় দলের ক্রিকেটার
  • সৈয়দ মোহাম্মদ জোবায়ের (১৯৫৫ - ২০০৯) - প্রাক্তন সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
  • সঞ্জীব চৌধুরী - সংগীতশিল্পী ও সাংবাদিক
  • জগলুল আহমেদ চৌধুরী -বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান সম্পাদক
  • মাহবুব আলী - বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী
  • আহমদ আবদুল কাদের – খেলাফত মজলিসের মহাসচিব
  • সৈয়দ মোহাম্মদ ফয়সল
  • আতিক উল্লাহ
  • আব্দুল মোছাব্বির
  • চৌধুরী আবদুল হাই
  • জাকারিয়া খান চৌধুরী
  • জুনাব আলী
  • নাজমুল হাসান জাহেদ
  • ইসমত আহমেদ চৌধুরী
  • এম এ মোত্তালিব
  • খলিলুর রহমান চৌধুরী
  • গাজী মোহাম্মদ শাহনওয়াজ
  • মুবিন চৌধুরী
  • মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী
  • শহীদ রমিজ উদ্দীন- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা
  • নিতাই চন্দ্র সূত্রধর- বস্ত্রপ্রকৌশলী, শিক্ষাবিদ ও অধ্যাপক
  • আতফুল হাই শিবলী - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক 
  • সামন্ত লাল সেন- বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন
  • সালেহ উদ্দিন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক
  • নাজমা চৌধুরী - ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা।

এই প্রতিবেদনে আপনারা এক নজরে হবিগঞ্জ জেলা সম্পর্কে জানতে পারলেন। সিলেট বিভাগের আরো অন্যান্য জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের সারা বাংলার খবর দেখবেন। এখানে প্রতিটি জেলার যাবতীয় সকল তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি করা হয়ে থাকে।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়