ইমরান আল মামুন
এক নজরে বাগেরহাট জেলা
খুলনা বিভাগের বাগেরহাট জেলা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই প্রতিবেদন। প্রতিবেদনে তুলে ধরা হবে জনসংখ্যা এবং আয়তন থেকে শুরু করে উক্ত জেলার দর্শনীয় স্থান পর্যন্ত। বাগেরহাট জেলার যাবতীয় খুঁটিনাটি বিষয় জানতে হলে অবশ্যই আমাদের প্রতিবেদন পড়বেন।
খুলনা বিভাগের অন্যতম একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে বাগেরহাট। আর এই জেলাটি সকল দিক বিবেচনা করে দেয়া হয়েছে এ শ্রেণীভুক্ত জেলা। বাংলাদেশের আরো ৬৪ টি জেলার মতো এ জায়গাটি উন্নতির পথে যাচ্ছে এবং ব্যাপক উন্নয়ন হয়েছে।
বাগেরহাট নামকরণের ইতিহাস
প্রত্যেক বিষয়ের নামকরণের পিছনে যেমন ইতিহাস থাকে। ঠিক তেমনভাবে এই জেলার নামকরণের ক্ষেত্রে ইতিহাস রয়েছে একটি। তবে এর ইতিহাস নিয়ে জোরালো কোন তথ্য পাওয়া যায়নি। লোকে মুখে মুখে এই প্রচলন বেশি চলে আসছে। এই জেলাটি সুন্দরবনের কাছে থাকার কারণে প্রায় বাঘের উপদ্রব দেখা দিতে হয় এখানে। পরবর্তী সময়ে এই বাঘ থেকে প্রচলন হয়ে আসছে বাগ। তার সাথে মানুষ হাট লাগিয়েছিল। তখন বলা হত বাঘেরহাট। রূপান্তরিত হয়ে পরবর্তী সময়ে এর নাম হয়েছে বাগেরহাট। এ বিষয় নিয়ে জোরালো তেমন কোন তথ্য পাওয়া যায়নি। নামকরণের ইতিহাসে এ বিষয়টি সবচেয়ে বেশি প্রচারণা রয়েছে বাগেরহাট অঞ্চলে।
ভৌগলিক অবস্থান এবং আয়তন
এই জেলাটি খুলনা বিভাগে অবস্থিত। উত্তর দিকে রয়েছে গোপালগঞ্জ ও নড়াইল জেলা, দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর, পূর্বে রয়েছে পিরোজপুর ও বরগুনা জেলায় এবং পশ্চিমে রয়েছে খুলনা জেলা। সর্বমোট আয়তন হচ্ছে ৫৮৮২.১২ বর্গ কিলোমিটার। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা বলা হয়ে থাকে এই বাগেরহাট জেলাকে। তবে এর মধ্যে ১৮৩৪.৭৪ কিলোমিটার হচ্ছে বনাঞ্চল। তার মধ্যে আবার ৪০৫.৩ বর্গ কিলোমিটার হচ্ছে জলাশয়। কি অবশিষ্ট হচ্ছে সাধারণ নিম্নভূমি এবং সমতল অঞ্চল।
বাগেরহাট জনসংখ্যা
সর্বশেষ তথ্য অনুযায়ী এ জেলার বর্তমান জনসংখ্যা হচ্ছে ১৫ লক্ষ ১৫ হাজার ৮১৫ জন। প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে ৩৮০ জন মানুষ।
এক নজরে বাগেরহাট জেলার প্রশাসনিক অঞ্চল সমূহ
এই জেলাকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি অংশ দিয়ে বিভক্ত করে দেওয়া হয়েছে। যে সকল অঞ্চলকে বলা হয় উপজেলা। আমার এই সকল জেলাকে বিভক্ত করা হয়েছে কয়েকটি ইউনিয়ন দিয়ে। আজকের এই প্রতিবেদনে আমরা এই সকল উপজেলা এবং ইউনিয়নের তালিকা দেখে নেব।
কচুয়া উপজেলা
- বাধাল ইউনিয়ন,
- গজালিয়া ইউনিয়ন
- ধোপাখালী ইউনিয়ন
- গোপালপুর ইউনিয়ন
- রাড়ীপাড়া ইউনিয়ন
- মঘিয়া ইউনিয়ন
- কচুয়া ইউনিয়ন
চিতলমারী উপজেলা
- বড়বাড়িয়া ইউনিয়ন
- কলাতলা ইউনিয়ন
- চিতলমারী ইউনিয়ন
- চরবানিয়ারী ইউনিয়ন
- সন্তোষপুর ইউনিয়ন
- হিজলা ইউনিয়ন
- শিবপুর ইউনিয়ন
ফকিরহাট উপজেলা
- বেতাগা ইউনিয়ন
- লখপুর ইউনিয়ন
- পিলজংগ ইউনিয়ন
- ফকিরহাট ইউনিয়ন
- বাহিরদিয়া মানসা ইউনিয়ন
- নলধা মৌভোগ ইউনিয়ন
- মূলঘর ইউনিয়ন, ফকিরহাট
- শুভদিয়া ইউনিয়ন
বাগেরহাট সদর উপজেলা
- কাড়াপাড়া ইউনিয়ন
- বেমরতা ইউনিয়ন
- খানপুর ইউনিয়ন
- রাখালগাছি ইউনিয়ন
- ডেমা ইউনিয়ন
- গোটাপাড়া ইউনিয়ন
- বিষ্ণুপুর ইউনিয়ন
- বারুইপাড়া ইউনিয়ন
- যাত্রাপুর ইউনিয়ন
- ষাটগুম্বজ ইউনিয়ন
মোংলা উপজেলা
- চাঁদপাই ইউনিয়ন
- বুড়িরডাঙ্গা ইউনিয়ন
- সুন্দরবন ইউনিয়ন এবং
- চিলা ইউনিয়ন
- মিঠাখালী ইউনিয়ন
- সোনাইলতলা ইউনিয়ন
মোড়েলগঞ্জ উপজেলা
- ১নং তেলিগাতী ইউনিয়ন,
- ২নং পঞ্চকরণ ইউনিয়ন,
- ৩নং পুটিখালী ইউনিয়ন,
- ৪নং দৈবজ্ঞহাটি ইউনিয়ন,
- ৫নং রামচন্দ্রপুর ইউনিয়ন,
- ৬নং চিংড়াখালী ইউনিয়ন,
- ৭নং হোগলাপাশা ইউনিয়ন,
- ৮নং বনগ্রাম ইউনিয়ন,
- ৯নং বলইবুনিয়া ইউনিয়ন,
- ১০নং হোগলাবুনিয়া ইউনিয়ন,
- ১১নং বহরবুনিয়া ইউনিয়ন,
- ১২নং জিউধরা ইউনিয়ন,
- ১৩নং নিশানবাড়িয়া ইউনিয়ন,
- ১৪নং বারইখালী ইউনিয়ন,
- ১৫নং মোরেলগঞ্জ ইউনিয়ন,
- ১৬নং খাউলিয়া ইউনিয়ন
মোল্লাহাট উপজেলা
- উদয়পুর ইউনিয়ন
- চুনখোলা ইউনিয়ন
- কোদালিয়া ইউনিয়ন
- আটজুড়ী ইউনিয়ন
- গাংনী ইউনিয়ন
- কুলিয়া ইউনিয়ন
- গাওলা ইউনিয়ন
রামপাল উপজেলা
- গৌরম্ভা ইউনিয়ন
- বাইনতলা ইউনিয়ন
- রামপাল ইউনিয়ন
- উজলকুড় ইউনিয়ন
- হুড়কা ইউনিয়ন
- মল্লিকেরবেড় ইউনিয়ন
- বাঁশতলী ইউনিয়ন
- রাজনগর ইউনিয়ন
- পেড়িখালী ইউনিয়ন
- ভোজপাতিয়া ইউনিয়ন
শরণখোলা উপজেলা
- ধানসাগর ইউনিয়ন
- সাউথখালী ইউনিয়ন
- খোন্তাকাটা ইউনিয়ন
- রায়েন্দা ইউনিয়ন
বাগেরহাট শিক্ষা ব্যবস্থাপনা
জেলার মোট সাক্ষরতার হার হচ্ছে ৭৪.৬২ শতাংশ। এখানে রয়েছে ছোট-বড় অনেক শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে প্রত্যেক বছর শিক্ষার্থীরা পড়াশোনা করেন। অনেক বড় বড় কলেজ এবং বিশ্ববিদ্যালয় যেখানে পড়াশোনা করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা যান। নিচে থেকে দেখে নেই কতগুলো কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই জেলাতে।
- প্রাথমিক বিদ্যালয় মোট ১০৯০টি,
- কলেজিয়েট ০৬টি,
- মহাবিদ্যালয় ৩৩টি,
- ভিটিআই-০১টি,
- কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র-০৪টি,
- মাধ্যমিক বিদ্যালয় ২৮২টি,
- নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় ৫০টি,
- কৃষি ও প্রযুক্তি কলেজ ০১টি,
- মাদ্রাসা ২৪৫টি।
- অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান: কারিগরী কলেজ-০১টি,
- পিটিআই-০১টি,
- যুবপ্রশিক্ষন কেন্দ্র-০১টি,
- হোমিওপ্যাথিক কলেজ ০১টি,
- আইন কলেজ-০১টি,
- টেক্সটাইল ট্রেনিং ইনস্টিটিউট- ০১টি
- মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল-০১টি,
- মেরিণ ইনস্টিটিউট-০১টি,
- শারীরিক প্রশিক্ষণ কেন্দ্র ০১টি,
- সরকারি শিশুসদন-০২টি,
এক নজরে বাগেরহাট জেলার দর্শনীয় স্থান
এই অঞ্চলে রয়েছে দেশের বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ, সুন্দরবন এবং অন্যান্য দর্শনীয় স্থান। যেখানে শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয় সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসেন এখানে। চলুন এখান থেকে এখন আমরা দেখে নেই বাগেরহাট সকল পর্যটন কেন্দ্রের তালিকা।
- মসজিদের শহর
- ষাট গম্বুজ মসজিদ
- খান জাহানের সমাধি
- কোদলা মঠ
- বিবি বেগনী মসজিদ
- চুনাখোলা মসজিদ
- নয়গম্বুজ মসজিদ
- রেজা খোদা মসজিদ
- জিন্দা পীর মসজিদ
- ঠান্ডা পীর মসজিদ
- সিংগাইর মসজিদ
- সিংগার মসজিদ
- এক গম্বুজ জামে মসজিদ, বাগেরহাট
- পীর আলীর সমাধি
- মুনিগঞ্জ শিবমন্দির, বাগেরহাট।
- ছয় গুম্বজ মসজিদ, বৈটপুর
- বড় আজিনা
- ঘোড়া দীঘি
- পচা দীঘি
- কোদাল ধোয়া দীঘি
- সুন্দরবন
- ঢাংমারী বন্যপ্রাণ অভয়ারণ্য
- খান জাহানের নির্মিত প্রাচীন রাস্তা
- ঠাকুর দীঘি
- বড়বাড়িয়া মুন্সীবাড়ি প্রাচীন মসজিদ,চিতলমারী,বাগেরহাট
- শ্রী শ্রী গঞ্জেশ্বরী কালী মন্দির, বাগেরহাট।
- রণবিজয়পুর মসজিদ
- দশ গম্বুজ মসজিদ
- কুটিবাড়ি,জমিদারবাড়ি,মোড়েলগঞ্জ।
- মাঝের চর, শরণখোলা
- চাঁদপাই বন্যপ্রাণ অভয়ারণ্য
- দুবলার চর
- কটকা সমুদ্র সৈকত
- মংলা বন্দর
- ওয়ান্ডার কিংডম
- বাগেরহাট পৌর পার্ক
- খান জাহান আলী বিমানবন্দর
- সুন্দরবন রিসোর্ট, বারাকপুর
- চন্দ্রমহল, রনজিতপুর।
- বাগেরহাট জাদুঘর
- শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ মেলা
- যাত্রাপুরের রথের মেলা
- রুপা চৌধুরী পৌর পার্ক
- খানজাহান আলী (রঃ) মাজারের ওরস
- দুবলার চরের রাস মেলা
- তালেশ্বরের রথের মেলা
- চাঁদপাই এর মেলা
- বাণিজ্য মেলা
- বৈশাখী মেলা
- মঘিয়ার মেলা
- কালাচাঁদ ফকিরের মেলা
- কালখেরবেড়ের মেলা
- ভৈরব নদের নৌকা বাইচ
- মধুমতী নদীর নৌকা বাইচ
- ডিসি পার্ক, যাত্রাপুর
- টাইগার পয়েন্ট
- দুধমুখী বন্যপ্রাণ অভয়ারণ্য
- সুন্দরবন পূর্ব বন্যপ্রাণ অভয়ারণ্য
বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা
এই জেলাতে জন্মগ্রহণ করেছে বিখ্যাত ব্যক্তিবর্গেরা। যারা দেশের গুরুত্বপূর্ণ কাজে ভূমিকায় অংশগ্রহণ করেছেন এবং খুলনার আরো উন্নয়ন করেছেন। প্রতিবেদনে চলুন তাদের তালিকা দেখে নেই এখান থেকে আমরা।
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, (কবি)
- নীলিমা ইব্রাহিম (সাহিত্যিক)
- মোহাম্মদ রফিক (কবি)
- আবদুল্লাহ আবু সায়ীদ (সাহিত্যিক, সংগঠক)
- শেখ আবদুল আজিজ
- মতিউর রহমান মল্লিক (কবি ও সাহিত্যিক)
- আবুল হোসেন (কবি)
- প্রশান্ত মৃধা (সাহিত্যিক)
- সুশান্ত মজুমদার (সাহিত্যিক)
- মোহাম্মদ মোহর আলী (ইতিহাসবেত্তা)
- স্বরোচিষ সরকার (আভিধানিক ও বৈয়াকরনিক)
- লিয়াকত আলী খান (বীর উত্তম)
- মোহাম্মদ হোসেন বীর প্রতীক
- এনামুল হক (বীর প্রতীক)
- খিজির আলী বীর বিক্রম
- রুবেল হোসেন,ক্রিকেট (খেলোয়াড়)
- জুপিটার ঘোষ,ক্রিকেট (খেলোয়াড়)
- হেমায়েত মোল্লা,ক্যারম (খেলোয়াড়)
- আব্দুর রাজ্জাক (সাবেক ক্রিকেট খেলোয়াড়)
- শহীদ রহিমউল্লাহ, সুন্দরবনের বিদ্রোহী নেতা
- কে এম আলী আজম, সরকারি কর্মকর্তা।
- আবরারুল হক আসিফ ইসলামি চিন্তাবিদ
- হালিমা খাতুন ভাষা আন্দোলন, একুশে পদক
এই প্রতিবেদনে আপনারা দেখলেন এক নজরে বাগেরহাট জেলা সম্পর্কে। এরকম আরো অন্যান্য জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের পত্রিকা নিয়মিত পড়বেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024