ইমরান আল মামুন
এক নজরে মাগুরা জেলা
খুলনা বিভাগের অন্যতম একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে মাগুরা। এই প্রতিবেদনে তুলে ধরা হবে এক নজরে মাগুরা জেলার যাবতীয় সকল খুঁটিনাটি বিষয়গুলো। তুলে ধরা হবে মেহেরপুর কিসের জন্য বিখ্যাত এবং এ জেলার সংক্রান্ত ছোট বড় সকল বিষয়।
বাংলাদেশের যতগুলো যারা রয়েছে তার মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে এটি। বাংলাদেশের রাজধানী থেকে এ জেলার দূরত্ব সর্বমোট ১৬৮ কিলোমিটার। প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ এখানে নিয়মিত যাতায়াত করে থাকে। আজকেরে প্রতিবেদনের যাতায়াত ব্যবস্থাপনা সহ আরব গুরুত্বপূর্ণ সকল বিষয়গুলো তুলে ধরা হবে।
মাগুরা জেলার গুরুত্বপূর্ণ তথ্য ও ভৌগোলিক অবস্থান
সর্বপ্রথম ১৭৮৭ সালে বাংলা প্রদেশে যে জেলাটি গঠিত হয় সেটি হচ্ছে যশোর। এই জেলার বৃহত্তম অংশ জুড়ে ছিল প্রশাসনিক অঞ্চলগুলো যা সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না। উত্তরাঞ্চল প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধির জন্য ১৮৪৫ সালে মাগুরাকে এর মহাকুমার অন্তর্ভুক্ত করা হয়। দীর্ঘ সময় পর্যন্ত মাগুরা যশোর জেলার মহাকুমা হিসেবে ছিল। অবশেষে ১৯৮৪ সালে মাগুরা কে মহাকুমা থেকে জেলায় উন্নীত করা হয়। এই জ্বালাটির উত্তর দিকে রয়েছে রাজবাড়ী, দক্ষিণে রয়েছে যশোর ও নড়াইল জেলা। পূর্বে রয়েছে ফরিদপুর জেলা এবং পশ্চিমে রয়েছে ঝিনাইদহ জেলা।
মাগুরা জেলার মোট জনসংখ্যা এবং আয়তন
মাগুরা জেলার মোট আয়তন হচ্ছে ১০৪৮.৬১ বর্গ কিলোমিটার। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এখানে মোট জনসংখ্যা হচ্ছে ৯ লক্ষ ১৮ হাজার ৪১৯ জন। প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে ৮৮০ জন ব্যক্তি।
এক নজরে মাগুরা জেলার প্রশাসনিক অঞ্চলসমূহ
ছোট আয়তনের এই জেলাতে মোট রয়েছে চারটি উপজেলা। এখন আমরা এই চারটির উপজেলা সম্পর্কে জানব এবং তাদের অধীনস্থ ইউনিয়ন গুলোর তালিকাও দেখে নিব।
মাগুরা সদর উপজেলা
- আঠারখাদা ইউনিয়ন
- গোপালগ্রাম ইউনিয়ন
- চাউলিয়া ইউনিয়ন
- জগদল ইউনিয়ন
- কুচিয়ামোড়া ইউনিয়ন
- কছুন্দী ইউনিয়ন
- বগিয়া ইউনিয়ন
- বেরইল পলিতা ইউনিয়ন
- মঘী ইউনিয়ন
- রাঘবদাইড় ইউনিয়ন
- হাজীপুর ইউনিয়ন
- হাজরাপুর ইউনিয়ন
- শত্রুজিৎপুর ইউনিয়ন
শ্রীপুর উপজেলা
- ১নং গয়েশপুর ইউনিয়ন
- ২নং আমলসার ইউনিয়ন
- ৩নং শ্রীকোল ইউনিয়ন
- ৪নং শ্রীপুর ইউনিয়ন
- ৫নং দ্বারিয়াপুর ইউনিয়ন
- ৬নং কাদিরপাড়া ইউনিয়ন
- ৭নং সব্দালপুর ইউনিয়ন
- ৮নং নাকোল ইউনিয়ন
মহম্মদপুর উপজেলা
- বাবুখালী ইউনিয়ন
- বিনোদপুর ইউনিয়ন
- দীঘা ইউনিয়ন
- পলাশবাড়িয়া ইউনিয়ন
- নহাটা ইউনিয়ন
- রাজাপুর ইউনিয়ন
- বালিদিয়া ইউনিয়ন
- মহম্মদপুর ইউনিয়ন
শালিখা উপজেলা
- শতখালী ইউনিয়ন
- শালিখা ইউনিয়ন
- গঙ্গারামপুর ইউনিয়ন
- তালখড়ি ইউনিয়ন
- আড়পাড়া ইউনিয়ন
- ধনেশ্বরগাতী ইউনিয়ন
- বুনাগাতী ইউনিয়ন
মাগুরা জেলার শিক্ষা প্রতিষ্ঠান
আয়তনের দিক থেকে ছোট হলেও এর মধ্যে রয়েছে অনেক ছোট বড় শিক্ষাপ্রতিষ্ঠান। এই সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে আসে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা। পুরা জেলার সাক্ষরতার হার হচ্ছে ৫০.৬ শতাংশ।
- মাগুরা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় (সরকারি)
- সীমাখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রাউতড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মহম্মদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভিটাশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ১১ নং ভায়না সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেজড়া-নারান্দীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঘোড়ানাছ সরকারিত প্রাথমিক বিদ্যালয়
- নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নহাটা বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নহাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- টিকেরবিলা সরকারি প্রথমিক বিদ্যালয়
- রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- করন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেরইল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেরইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লক্ষীপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়
- মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- কালেক্টর কলেজিয়েট স্কুল (এমপিওভুক্ত)
- মাগুরা আব্দুল গনি একাডেমি
- রাউতড়া হৃদয়নাথ স্কুল এন্ড কলেজ
- মাগুরা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়
- মাগুরা আব্দুল গণি একাডেমি (বেসরকারি)
- হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়
- শুভেচ্ছা প্রিপারেটরি স্কুল,মাগুরা
- মাগুরা দুধমল্লিক মাধ্যমিক বিদ্যালয় (বেসরকারি)
- মাগুরা আল-আমিন একাডেমি (বেসরকারি)
- নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়
- পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়
- খলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়
- বেরইল বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
- রাজপাট মাধ্যমিক বিদ্যালয়
- নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়
- নহাটা কলেজিয়েট গার্লস স্কুল
- শত্রজিতপুর কালিপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়
- আবালপুর মাধ্যমিক বিদ্যালয়
- সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ
- মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট,মাগুরা
- শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ
- জি.কে.আইডিয়াল ডিগ্রি কলেজ,কমলাপুর,শ্রীপুর,মাগুরা
- নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজ, নাকোল,শ্রীপুর, মাগুরা
- সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মাগুরা
- সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজ, মহম্মদপুর, মাগুরা
- আমিনুর রহমান কলেজ, মহম্মদপুর, মাগুরা
- মাগুরা মেডিকেল কলেজ
এক নজরে মাগুরা জেলার দর্শনীয় স্থান
এ জেলায় রয়েছে মানুষের তৈরি কৃত্রিম বিভিন্ন ধরনের পর্যটক কেন্দ্র এবং রয়েছে আকর্ষণীয় সকল প্রাকৃতিক দর্শনীয় স্থান। এই সকল দর্শনের স্থানে ঘুরতে আসেন দেশ বিদেশ থেকে নানা পর্যটকরা।
- গড়াই সেতু
- পীর হযরত গরীব শাহ (রা) এর মাজার শরীফ
- রাজা সীতারাম রায়ের প্রাসাদ-দুর্গ -এর রাজবাড়ী
- শ্রীপুর জমিদার বাড়ি
- কবি কাজী কাদের নেওয়াজ এর বাড়ী
- কবি ফররুখ আহমদ এর বাসস্থান
- বড়াল রাজার বাড়ির ধ্বংসাবশেষ
- বিড়াট রাজার বাড়ী
- তালখড়ি জমিদার বাড়ি
- কাদিরপাড়া জমিদার বাড়ি
- মুক্তিযুদ্ধের চিহ্নঃ
- পীর তোয়াজউদ্দিন -এর মাজার ও দরবার শরীফ
- চন্ডীদাস ও রজকিনীর ঐতিহাসিক ঘাট
- সিদ্ধেশ্বরী মঠ
- ছান্দড়া জমিদার বাড়ি
বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা
এখানে জন্মগ্রহণ করেছে অনেক বিখ্যাত ব্যক্তিরা যারা দেশে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন এবং দেশের জন্য অনেক কাজ করেছেন।
- কবি ফররুখ আহমদ
- সাকিব আল হাসান, ক্রিকেটার
- কাজী রওশন আক্তার:-সরকারি কর্মকর্তা।
- সাহিত্যিক মোহাম্মদ লুৎফর রহমান
- সঙ্গীতজ্ঞ মুন্সী রইসউদ্দিন
- চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার
- ফাহিমা খাতুন: ক্রিকেটার।
- গিনেস ওয়ার্ল্ড রেকর্ড প্রাপ্ত মাহমুদুল হাসান ফয়সাল
- এ্যাডভোকেট সোহরাব হোসেন, এমএনএ, ক্যাবিনেট মন্ত্রী
- সৈয়দ আতর আলী এমপিএ
- বীরমুক্তিযোদ্ধা আমির হামজা (কবি)
- অধ্যাপক সৈয়দ আলী আহসান
- মেজর জেনারেল (অব:) সামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদ
- কাজী সালিমুল হক কামাল এমপি
- কবি কাজী কাদের নেওয়াজ
- আব্দুর রশিদ বিশ্বাস এমপি
- এ্যাডভোকেট মোহাম্মদ আছাদুজ্জামান এমপি
- প্রফেসর ডাক্তার মোহাম্মদ সিরাজুল আকবর এমপি
- শ্রী বিরেন শিকদার এমপি, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
- এডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি
- সাহিত্যিক নিমাই ভট্টাচার্য
- কবিরাজ ও সংস্কৃত পণ্ডিত গঙ্গাধর সেন রায়
- নিতাই রায় চৌধুরী এমপি
- মেজর জেনারেল (অব:) এ টি এম আব্দুল ওয়াহাব (এমপি)
- মোহাম্মদ গোলাম ইয়াকুব বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা
- শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন
- বনানী চৌধুরী
- সুজায়েত হোসেন মৃধা রতন চেয়ারম্যান রাজমানের দাদা
- শহীদুল আলম সাচ্চু, অভিনেতা
- দিদার ইসলাম
- আবু সালেহ
- মিয়া আকবর হোসেন
- শ্যুটার শারমিন রত্না
- গিনেস ওয়ার্ল্ড রেকর্ড প্রাপ্ত আব্দুল হালিম
আপনারা দেখলেন এক নজরে মাগুরা জেলা সম্পর্কে। এরকম আরো অন্যান্য জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের সারা বাংলা ক্যাটাগরি দেখবেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024