আই নিউজ ডেস্ক
চট্টগ্রামে চিনির গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১৮টি
ছবি- সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলীর ইছানগরে একটি চিনির গুদামে ভয়াবহ আগুন লেগেছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। জানা গেছে অগ্নিকাণ্ডের শিকার গুদামটি এস আলম সুগার মিলের।
সোমবার (০৪ মার্চ) বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।
আগুন বড় আকার ধারণ করায় পরবর্তীতে নৌবাহিনীর দুটি ইউনিট ও বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটির ১৩ সদস্য যোগ দিয়েছেন। এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও হতাহতের খবর জানা যায়নি।
কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শোয়েব হোসাইন মুন্সী বলেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে আমাদের ছয়টি ইউনিট কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকলে পরে আরো ছয়টি ইউনিট যুক্ত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, এস আলম রিফাইন্ড সুগার মিলের ৫ম তলায় আগুনের সূত্রপাত হয়। কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে গেছে। বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।
এদিকে, এস আলম সুগার মিলের কর্মকর্তারা বলছেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা ধারণা করছি।
তারা আরো জানান, আগুন লাগা এক নম্বর গুদামটিতে রয়েছে প্রায় এক লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি। যেগুলো রমজানের জন্য ব্রাজিল থেকে আমদানি করা হয়েছিল। পরিশোধন শেষে চিনিগুলো বাজারজাতের কথা ছিল।
কর্ণফুলী ফায়ার সার্ভিসের ইনচার্জ বরঞ্জীব বড়ুয়া বলেন, বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024