মো. হাবিবুল হাসান হাবিব, নীলফামারী
ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
ছবি- আই নিউজ
নির্বাচন কমিশন কর্তৃক তফশিল ঘোষিত অনুযায়ী প্রথম ধাপে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ই মে ২০২৪। দশটি ইউনিয়ন পরিষদ নিয়ে ডিমলা উপজেলা পরিষদ গঠিত।
আজ (২৩ এপ্রিল) মঙ্গলবার রিটার্নিং অফিসারে কার্যালয় নীলফামারীতে প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ডিমলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করবেন উপজেলা পরিষদ নির্বাচনে।
মঙ্গলবার প্রতীক বরাদ্দের মুহুর্তে প্রার্থী ও কমী-সমর্থকদের উৎসব মুখর পরিবেশ ছিল চোখে পড়ার মত। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক পেয়েছেন- মুজিবনগর সরকারের কর্মচারী ও সাবেক ইপকর কমিশনার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (মোটরসাইকেল প্রতীক), ডিমলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক সরকার মিন্টু (ঘোড়া প্রতীক), বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলাম (কাপ-পিরিচ প্রতীক), সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. ফেরদৌস পারভেজ (আনারস প্রতীক)।
ভাইস চেয়ারম্যান পদে সাত জন প্রতিদ্বন্দী করবেন । ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পেলেন যারা- নীরেন্দ্র নাথ রায় টিউবওয়েল প্রতীক, মো. আবু সাঈদ উড়োজাহাজ প্রতীক, মো. মোফাক্কারুল ইসলাম পেলব মাইক প্রতীক, মো. স্বপন টিয়া পাখি প্রতীক, মো. হামিদার রহমান চশমা প্রতীক, শ্রী উত্তম কুমার রায় বৈদ্যুতিক বাল্ব প্রতীক, সুজয় চন্দ্র রায় তালা প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দী করবেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পেলেন যারা-মোছা. আয়েশা সিদ্দিকা পদ্মফুল প্রতীক,মোছা. জাহানারা বেগম হাঁস প্রতীক, মোছা. পারুল বেগম ফুটবল প্রতীক পেয়েছেন।
ডিমলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, তৃতীয় লিঙ্গের একজন ভোটরসহ এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৯৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৩৭৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১লাখ ১২ হাজার ৫৯০ জন।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, উপজেলা পরিষদ নির্বাচন সহিংশতা ছাড়াই সুষ্ঠ,অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটাররা যেন ভোট দিতে পারে সে ব্যাপারে প্রসাশন, সকল স্তরের জনগণ ও প্রার্থীদের সহযোগীতা কামনা করছি এবং প্রার্থীদের নির্বাচনী নীতিমালা মেনে চলতে বলা হয়েছে আশা করছি কোন সহিংশতা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হবে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024