মো আজিজার রহমান, খানসামা (দিনাজপুর)
উত্তরবঙ্গে হা`হা`কা`র, বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়
ছবি- আই নিউজ
গত দুই সপ্তাহ ধরে তীব্র দাবদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ব্যাহত হচ্ছে, মানুষের স্বাভাবিক কর্মচঞ্চলতা। বৃষ্টি না হওয়ায়, নষ্ট হচ্ছে ফসলাদি। প্রখর রৌদ্র আর তীব্র গরমে অতিষ্ট হয়ে পড়েছেন, সাধারণ মানুষ। তাই এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করছে উত্তরবঙ্গের মানুষ।
এমন সংকটময় মুহূর্তে রহমতের বৃষ্টির প্রত্যাশা করে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাবাজার (বুড়ির বাজার) এলাকায় আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে বিশেষ নামাজ (সালাতুল ইস্তিস্কার) আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এ সময় মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করেন। এতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন, খানসামা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মো. আনিছুর রহমান। নামাজের শুরুতে খুতবা পাঠ ও নামাজ শেষে বৃষ্টির প্রত্যাশায় মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এতে বিভিন্ন এলাকার মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।
নামাজে আগত মুসল্লিরা বলেন, তীব্র তাপপ্রবাহে সাধারণ মানুষ খুব কষ্টে দিন পার করছে। গরমের তীব্রতায় ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। সেজন্য আল্লাহর রহমতের আশায় নামাজ আদায় করে বৃষ্টি প্রার্থনা করতে সকলে সমবেত হয়েছে।
খুতবায় ইমাম আনিছুর বলেন, আল্লাহর কাছে এই নামাজের মাধ্যমে বৃষ্টি কামনা করেছি সকলে। বর্তমান বৃষ্টি না হওয়ার মূল কারণ হচ্ছে বিভিন্ন ধরনের পাপ। এরমধ্যে উল্লেখযোগ্য হলো সমাজে নারীরা সহজলভ্য হয়ে গেছে, বর্তমানে হত্যাকাণ্ড বেড়ে যাচ্ছে, ফিলিস্তিনে মুসলিমদের উপর প্রতিনিয়ত হামলা করে হত্যা করা হচ্ছে মুসলিমদের। আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে আমাদের জনপদকে শান্ত করে দিতে পারেন এই আশায় আমরা নামাজ আদায় করেছি। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরেই বিশেষ নামাজ (সালাতুল ইস্তিস্কার) আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024