আই নিউজ ডেস্ক
ইসলামী ব্যাংকের লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণ উধাও!
ছবি- সংগৃহীত
চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় এক গ্রাহকের লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণালংকার উধাও হয়ে গেছে। এতে ওই ব্যাংকের অন্য গ্রাহকদের মধ্যে আ*তঙ্ক বিরাজ করছে।
রোববার (২ জুন) সকাল থেকে নগরীর চকবাজার এলাকায় ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে লকার গ্রাহকদের দেখা গেছে। গ্রাহকরা এসে নিজেদের লকার এবং লকারে থাকা স্বর্ণ বা অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে কি-না দেখতে চাইছেন। ব্যাংকের আনুষ্ঠানিকতা বজায় রেখে একের পর এক গ্রাহক লকার রুমে ঢুকছেন এবং লকার খুলে সবকিছু চেক করে বের হয়ে আসছেন।
একজন গ্রাহক গণমাধ্যমকে বলেন, আমরা সত্যিকার অর্থেই আতঙ্কিত। সকালে বিভিন্ন গণমাধ্যমের খবরে এই শাখার লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার উধাও হয়ে যাওয়ার খবর পেয়ে ব্যাংকে ছুটে এসেছি। এখানকার লকারে আমারও মূল্যবান স্বর্ণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস রাখা আছে। চেক করে আমার জিনিস লকারে ঠিক পাওয়া গেলেও আমাদের আতঙ্ক কাটেনি। আমরা সত্যিই ভয়ে আছি।
এদিকে ইসলামী ব্যাংক চকবাজার শাখার ব্যবস্থাপক শফিকুল মওলা গ্রাহকদের আতঙ্ক ও লকার গ্রাহকদের ভিড়ের সত্যতা স্বীকার করে বলেন, আমরা পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। কমিটি অতি দ্রুতই তাদের প্রতিবেদন দাখিল করবে। এ ছাড়া লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণালংকার উধাও হয়ে যাওয়ার ঘটনা নগরীর চকবাজার থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
এদিকে লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণ হারানো চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরী সড়কের বিটিআই বেভারলি হিলসের বাসিন্দা রোকেয়া বারী বলেন, আমার লকার থেকে কিভাবে এতো বিপুল পরিমাণ স্বর্ণ গায়েব হয়ে গেলো এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ এখনও কোনো সদুত্তর দিতে পারেনি। আমরা এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি।
- সূত্র- রাইজিংবিডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024