নিজস্ব প্রতিবেদক
মৃতদেহ নিতে স্বজনদের অস্বীকৃতি! শেষকৃত্য করল সেচ্ছাসেবীরা
শ্রীমঙ্গল পৌর শ্মশানে দাহ কার্যক্রমের দৃশ্য। ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করেন। পুলিশ মৃত ব্যক্তির কাছে থাকা কাগজপত্রের সুত্রে ও তথ্যে নাম ঠিকানা পায়। স্বজনদের সাথে যোগাযোগ করেন, স্বজনেরা লাশ নিতে অস্বীকৃতি জানায়। পরে সেচ্ছাসেবকদের সহায়তায় মৃত ব্যক্তির দাহ ও শেষকৃত্য সম্পন্ন করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, মৃত ব্যক্তি মৌলভীবাজার জেলার বড়লেখা থানার নয়াগ্রামের মৃত প্রনয় ভট্টাচার্যের ছেলে পংকজ ভট্টাচার্য (৪৭), এবং সে অবিবাহিত। তাঁর পিতা-মাতা মৃত।
গত (১৬ জুন) রোববার শহরের ভাড়াউড়া চা বাগানের নাটমন্দিরের পাশে মৃত অবস্থায় পড়ে থাকা পংকজ ভট্টাচার্য (৪৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেন শ্রীমঙ্গল থানা পুলিশ। পরে মৃত ব্যক্তির স্বজনেরা লাশ নিতে অস্বীকৃতি জানালে সেচ্ছাসেবী এক সংগঠন মৃত ব্যক্তির দাহ ও শেষকৃত্য সম্পন্ন করেন।
এদিকে খবর পেয়ে মৃত ব্যক্তির দাহ ও শেষকৃত্য সম্পন্ন করার দায়িত্ব নেন ‘মানব মন্দির ফাউন্ডেশন’ নামে এক সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী ও তাঁর টিম এবং শ্রীমঙ্গল রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস কে দাশ সুমন।
মানব মন্দির ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, ‘মৃত পংকজ ভট্টাচার্য বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়াতেন। গত দুই তিনদিন পূর্ব থেকে শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানের দুর্গা মন্দিরের সামনে নাটমন্দিরে থাকতেন। গত ১৬ তারিখ আনুমানিক বেলা সাড়ে ১১ টার দিকে চা বাগানের স্থানীয় লোকজন দূর্গা মন্দিরের সামনে নাটমন্দিরের দক্ষিণ পাশে দেখতে পায় পংকজ ভট্টাচার্য্য এর মৃতদেহ পড়ে আছে। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। মৃত ব্যক্তির পরিবারের কোন লোকজন না থাকায়, এবং মৃতদেহ কেউ সৎকার করতে ইচ্ছুক না থাকায় আমাদের ‘মানব মন্দির ফাউন্ডেশন’ কর্তৃক মৃতদেহ সৎকারের ব্যবস্থা করা হয়েছে।’
বিশ্বজিৎ চক্রবর্তী আরো বলেন, ‘বড়লেখা থেকে একজন ভদ্রলোক আমাকে ফোন দিয়ে বলেন শ্রীমঙ্গলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ নিয়ে একটু সমস্যা চলের, স্বজনেররা নিতে অস্বীকৃতি জানাইছে। আমি যেনো সৎকারের ব্যবস্থা করি। শ্রীমঙ্গল থানা থেকে এবং আমিও ফোন দিছিলাম, কিন্তু কোন রেন্সপন্স পাইনি। লাশ ময়নাতদন্তের পরে আমাদের কাছে পৌঁছালে আমরা দাহ কাজ সম্পন্ন করি। আমাদের টিম ছিল, জয়ন্ত ভট্টাচার্য এবং এস কে দাশ সুমন ছিলেন, তিনি প্রচুর হেল্প করছেন। এক কথায় এস কে দাশ সুমন দা, তাঁর ঋণ কোন সময় শোধ করার মতো নয়। তিনদিনের দিন আমি, এস কে দাশ সুমন ও কয়েজন মানবিক ব্যক্তিবর্গ মিলে শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করি।’
সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন বলেন, ‘আমরা যারা সাধারণ মানুষ তারা যদি মানবিক দিক বিবেচনা করে সকল ভেদাভেদ ভুলে অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে সত্যিই একদিন দেশটা পাল্টে যাবে। কৃতজ্ঞতা শ্রীমঙ্গল থানা পুলিশকে অসহায় পংকজ ভট্টাচার্যের মৃতদেহটি আমাদের সেচ্ছাসেবকদের কাছে পৌঁছে দেবার জন্য। আমরা একে অন্যের পরিপূরক হয়েই আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চাই।’
শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত দাশ বলেন, ‘ভাড়াউড়া চা বাগানের নাটমন্দিরের পাশে এক ব্যক্তি মৃত অবস্থায় পরে থাকতে দেখে আমাদের খবর দেন বাগানের কিছু লোক। মৃত ব্যক্তির মাথার নিচে কাগজপত্র ছিল। সেখানে ঘাটাঘাটি করে নাম-ঠিকানা বের করা হয়। তার নিকট আত্মীয়স্বজন কেউ নেই, পিতা-মাতা মৃত। তাছাড়া সে বিয়েশাদিও করে নাই। আমাদের ধারণা লোকটি মনে হয় পাগল ছিল। মৃত ব্যক্তির আত্মীয়স্বজনেরা লাশ নিতে অস্বীকৃতি জানায়। পরে আমরা আইনের সকল কার্যক্রম শেষ করে মৃতদেহ শ্রীমঙ্গল পৌর শ্মশানে সেচ্ছাসেবক টিমের কাছে পৌঁছে দেই।’
মি. সুব্রত আরো বলেন, ‘মানব মন্দির ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী আমাদেরকে বলেন মৃত ব্যক্তির দাহ কাজ উনারা সম্পন্ন করবেন। তাঁদের সেচ্ছাসেবী টিম রয়েছে। মৃত ব্যক্তির ময়নাতদন্তের কার্যক্রম শেষ হবার পর সেচ্ছাসেবকদের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরবর্তীতে সাংবাদিক এস কে দাশ সুমন, বিশ্বজিৎ চক্রবর্তী ও তার সেচ্ছাসেবক টিম একত্রিত হয়ে শ্মশানে মৃত ব্যক্তির দাহ থেকে শেষকৃত্য সবই সম্পন্ন করেন। তাছাড়া এবিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে বলে জানান তিনি।’
পুলিশ মৃতদেহ শ্মশানে পৌঁছে দেওয়ার পরপরই সকল কার্যক্রম সম্পন্ন করেন সেচ্ছাসেবীরা। শ্মশান থেকে শুরু করে শেষকৃত্য পর্যন্ত সকল খরচ (অর্থ) বহন করেন তাঁরা। নিজেদের ও অন্যন্য কয়েকজনের সহায়তা নিয়ে মৃত ব্যক্তির আত্মার শান্তি ও সদগতির জন্য শ্রাদ্ধ ক্রিয়াযোগ সম্পন্ন করা হয়।
আই নিউজ/আরএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024