আই নিউজ ডেস্ক
রাজশাহীতে দুই পক্ষের সং/ঘর্ষে আওয়ামী লীগ নেতা নি*হত
বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু। ছবি- সংগৃহীত
রাজশাহীতে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহ*ত হয়ে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু মারা গেছেন।
বুধবার (২৬ জুন) বিকেল ৫টায় রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউ ইনচার্জ মোস্তফা কামাল।
এর আগে, গত শনিবার সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সং*ঘর্ষ হয়। বাঘা উপজেলা পরিষদের সামনে থেকে এ সংঘর্ষ শুরু হয়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ লাঠিপেটা ও কাদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছিলেন। সংঘর্ষে আহতদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আ*হতদের মধ্যে ছিলেন, বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু, আড়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান শফিউর রহমান শফি। তাদের মধ্যে আশরাফুল ইসলাম বাবলুসহ দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো।
বাঘা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আক্কাছ আলীর অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধনের ডাক দেয় তার বিরোধী পক্ষ। আওয়ামী লীগের এই অংশটি স্থানীয় এমপি শাহরিয়ার আলমের সমর্থক হিসেবে পরিচিত। উপজেলা পরিষদের প্রধান ফটকে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন সদ্য উপজেলা নির্বাচনে ১০৬ ভোটে পরাজিত রোকনুজ্জামান রিন্টু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু। উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024