ইয়ানূর রহমান, যশোর
আপডেট: ১৭:১৯, ৯ অক্টোবর ২০২৪
স্বর্ণ চোরাচালান মামলায় যশোরে একজনের ১৪ বছরের কারাদণ্ড
প্রতীকী ছবি
স্বর্ণ চোরাচালান মামলায় যশোরের বেনাপোলে একজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা সহ অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গত সোমবার (০৭ অক্টোবর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এই আদেশ দিয়েছেন।
বেঞ্চ সহকারী শাহারিয়ার ইবনে আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বেনাপোলের গাতিপাড়া গ্রামের নুর ইসলাম।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৭ এপ্রিল বেলা ১১টায় বিজিবির কাছে খবর আসে, সিঅ্যান্ডএফ বর্ডার ম্যানের ছদ্মবেশে যে কোনো সময় একজন সোনা পাচারকারী সোনা নিয়ে আইসিপি গেট দিয়ে ভারতে যাবেন। খবর পেয়ে
বিজিবির একটি টিম নিরাপত্তা জোরদার করে তল্লাশি শুরু করে। সাড়ে ১১টায় বর্ডার ম্যানের আইডি কার্ড ঝুলিয়ে একজনকে আসতে দেখে সন্দেহ হয় তাদের। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তার নাম নুর ইসলাম।
নুর ইসলামকে আটকের পর তিনি একেক সময় একেক রকম তথ্য দিতে থাকেন। একপর্যায়ে তিনি জানান তার চামড়ার স্যান্ডেলের ভেতরে বিশেষ কায়দায় লোকানো অবস্থায় ২১ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার দাম ৯০ লাখ ৩০ হাজার টাকা।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা করেন জেসিও আয়ুব আলী। মামলাটি তদন্ত করেন তৎকালীন অফিসার ইনচার্জ অপূর্ব হাসান। নুর ইসলাম সহ আরও দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তিনি। গত ৭ অক্টোবর সোমবার রায় ঘোষণার দিনে আসামি নুর ইসলামের উপস্থিতিতে তাকে এ সাজা প্রদান করেন। একইসাথে ছোট আঁচড়ার পিয়ারুল ও মুকুল চৌধুরীকে খালাস প্রদান করেন।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024