ইয়ানূর রহমান
কামড় দেওয়া রাসেল ভাইপার সাপ নিয়ে হাসপাতালে রোগী
ছবি- আই নিউজ
ঝিনাইদহের মহেশপুরে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে গু-রুতর অসুস্থ কুদ্দুস খান (৫৫) সাপিট নিয়ে হাসপাতালে আসেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে।
পরে ডাক্তার সাপটিকে রাসেলস ভাইপার বলে চিহ্নিত করে কুদ্দুসকে অ্যান্টি ভেনম দিয়েছেন। মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় সাপটি ওই ব্যক্তিকে কামড় দেয়।
সাপের কামড়ে গুরুতর আহত কুদ্দুস বলেন, তিনি বাড়ির পাশে ইছামতী নদীতে মাছ ধরছিলেন। এ সময় তার বাঁ পায়ে সাপে কামড় দেয়।
তিনি আরো বলেন, এসময় আমার হাতে থাকা মাছ ধরার কোচ দিয়ে সাপটা মেরে ফেলি। এছাড়া পাশে থাকা পটল খেতে থাকা দড়ি দিয়ে পা বেঁধে বাসায় ফিরি। এরপর মহেশপুর ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে তাদের কাছে সাপে কাটা কোনো অ্যান্টিভেনম নেই বলে জানায়।
পরে রাত সাড়ে তিনটার দিকে যশোর হাসপাতালে ভর্তি হই। রাত চারটার দিকে আমাকে অ্যান্টি ভেনম দেওয়া হয়।
যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ডাক্তার সাজ্জাদুল করিম বলেন, গভীর রাতে সাপসহ এক ব্যক্তি হাসপাতালে আসেন। সাপটি দেখে রাসেলস ভাইপার বলে চিহ্নিত করি। সেই হিসেবে তাকে অ্যান্টি ভেনম দেওয়া হয়েছে। তারপরও আক্রান্ত স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। আমরা আহত ব্যক্তিকে পর্যবেক্ষণে রেখেছি।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024