মো. হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী)
নীলফামারীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরনের শুভ উদ্বোধন
ছবি- আই নিউজ
কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরনের শুভ উদ্ভোধন করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ডিমলা, নীলফামারী।
বুধবার (০৬ নভেম্বর) সকাল ১১টায় “কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া। কৃষি সম্প্রসারণ অফিসার মো. খোরশেদ আলম এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মীর হাসান আল বান্না, উপজেলা কৃষি অফিসার, ডিমলা, নীলফামারী।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক দশটি ইউনিয়নের মোট ২৯২০ জন কৃষক এক বিঘা (৩৩ শতাংশ) জমির জন্য ০৭টি ফসল উপকরণ সহায়তা পাবেন। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে পর্যায়ক্রমে ১১০০ জন কৃষককে সরিষা বীজ ০১ কেজি, ৭০০ জন কৃষককে গম বীজ ২০ কেজি, ৩০ জন কৃষককে সয়াবীন বীজ ০৮ কেজি, ৩০ জন কৃষককে শীতকালীন পিয়াজ বীজ ০১ কেজি এবং প্রতি জন কৃষককে ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ১০০০ জন কৃষককে ভূট্টা বীজ ০২ কেজি এবং প্রতি জন কৃষককে ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি, ৪০ জন কৃষককে মুগ ডাল বীজ ০৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ০৫ কেজি, ২০ জন কৃষককে অড়হর বীজ ০২ কেজি, ডিএপি সার ০৫ কেজি,এমওপি সার ০৫ কেজি বিতরণ করা হবে।
এদিকে ডিমলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা রবি মৌসুমে বিনামূল্যে সরিষা বীজ ও সার পেয়ে অত্যন্ত খুশি ।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024