Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

আবু সায়েম মোহাম্মদ সা-আদাত উল করীম

প্রকাশিত: ১২:০৫, ২১ নভেম্বর ২০২৪

জামালপুরে শিশু ধ-র্ষ-ণ মামলায় আসামীর যাবজ্জীবন কা রা দ ণ্ড 

রায় শোনার পর আদালত প্রাঙ্গণেই ভেঙে পড়েন আসামী। ছবি- আই নিউজ

রায় শোনার পর আদালত প্রাঙ্গণেই ভেঙে পড়েন আসামী। ছবি- আই নিউজ

জামালপুরে শিশু ধ-র্ষ-ণ মামলায় শহিদ মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সিনিয়র জেলা জজ বিচারক মো. শহিদুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শহিদ মিয়ার বাড়ি মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া এলাকার মৃত দস্তর মণ্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ এপ্রিল ভোর ৫টায় মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া গ্রামের মো. আছাদুল্লাহর ৭ বছর বয়সী কন্যাশিশুকে জোরপূর্বক প্রতিবেশী মৃত দস্তর মণ্ডলের ছেলে শহিদ মিয়া (৪৩) ধর্ষণ করে। পরদিন মেয়ের বাবা আছাদুল্লাহ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেলান্দহ থানায় মামলা দায়ের করে। দীর্ঘ ৮ বছর আইনি লড়াই ও ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

এদিকে রায়ে সন্তুষ্ট না বলে জানিয়েছেন সাজাপ্রাপ্ত আসামির বড় মেয়ে শাহানা। তিনি বলেন, আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট না। আমরা উচ্চ আদালতে আপিল করব।

তবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি মো. রেজাউল আমীন (শামীম) জানান, ধ র্ষ ণে র দায়ে শহিদ মিয়াকে যাবজ্জীবন ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আমরা এ রায়ে সন্তুষ্ট হয়েছি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়