Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১ ১৪৩২

সালেহ উদ্দিন সুমনে

প্রকাশিত: ২১:২৩, ৮ আগস্ট ২০২০
আপডেট: ২১:২৫, ৮ আগস্ট ২০২০

সালেহ উদ্দিন সুমনের কবিতা

১। মন, মানুষের মন

মানুষের আহাজারি দেখেও
নরম হয়না মানুষের মন।
মানুষের অনাসৃষ্টি দেখেও
কোমল হয়না মানুষের মন।
মানুষের নির্লজ্জতা দেখেও
শীতল হয়না মানুষের মন।
মানুষের হঠাৎ তিরুধান দেখেও
সহানুভূতিশীল হয়না মানুষের মন।
মানুষের অসম চলা দেখেও
সহজ হয়না মানুষের মন।
মানুষের কপটতা দেখেও
দয়ালু হয়না মানুষের মন।
মানুষের শঠতা দেখেও
মায়াময় হয়না মানুষের মন।
মানুষে অধ্বপতন দেখেও
সতেজ হয়না মানুষের মন।
মানুষের অহংকার দেখেও
মসৃন হয়না মানুষের মন।
মানুষের হিংস্রতা দেখেও
ভালবাসাময় হয়না মানুষের মন।

২। ক্ষমা অথবা স্বার্থপরতা

হে প্রিয়তমা আমার
ইদানিং বড্ড অভিমানী তুমি।

তুমি অভিমানী হও
তুমি রাগ করে থাক
অথবা আমার বিরুদ্ধে নিন্দা কর,
আমার কোন অভিযোগ নেই
প্রিয়তম বন্ধু আমার।

তবে আমাকে জানতে দিও
আমার প্রতি তোমার অভিমানের কারণ।

হয়ত কিছু করার থাকবে না
কিন্তু ক্ষমাত চাইতে পারব।
কেননা এই স্বার্থপর পৃথিবীতে বল,
আমি ছাড়া কেউ কি কখনও
তোমার কাছে ক্ষমা চেয়েছিল।

৩। যোগাযোগ
সময় করে চিঠি লিখ
সময় থাকলে ফোন করো॥

চিঠি বা ফোন না হলে
ইমেইল করো কিন্তু।
তবে চাইলে তুমি, হোয়াস-আপ
না হয় ম্যাসেজ্ঞার দেখতে পার
আমার সাথে যোগাযোগে।
তোমাকে নাদেখার একযোগ
আমি এই ডিজিটাল যোগাযোগে
ষোলোআনা উসুল করে নিতে চাই॥

৪। এলোমেলো

যেজন কান কথা কয় অপরের
কান কথা কয় সুযোগে আপনারও।

যে জন মোটা তাজা হয় সুযোগে
সুযোগ পেলে নেবে তা আপনারও।

যে জন আর চোখা হয় খুশিতে
চোখ বাঁকাবে দেখে সুখ আপনারও।

যে জন নিত্য করে পর নিন্দা
সুযোগ পেলে করবে আপনারও।

 

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়