মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:৪৬, ১৭ জুলাই ২০২২
কানাডা প্রবাসীদের উদ্যোগে বন্যার্তদের মাঝে নগদ টাকা বিতরণ
![](https://www.eyenews.news/media/imgAll/2021April/00-2207171346.jpg)
মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে নগদ টাকা বিতরণ করেছেন কানাডা প্রবাসীরা। মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন টরেন্টো, অন্টারিও, কানাডা-এর উদ্যোগে সদর উপজেলার বন্যা দুর্গত মানুষের মধ্যে এই অর্থ সহায়তা দেওয়া হয়।
সুনামগঞ্জ ও সিলেটের পাশপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত মৌলভীবাজার জেলা। দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে হাওর অধ্যুষিত মৌলভীবাজারের বন্যা। ক্ষতিগ্রস্ত জেলার প্রায় ২ লাখ ৬৩ হাজার মানুষ। দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছে বন্যাদুর্গত পরিবারগুলো।
এ অবস্থায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন টরেন্টো, অন্টারিও, কানাডা। কানাডা প্রবাসীদের অর্থায়নে বুধবার (১৩ জুলাই) মৌলভীবাজার সদর উপজেলার আগিউন, রতনপুর, নিমারাই, ব্রাহ্মণকান্দি ও ধনদাস গ্রামের অর্ধশতাধিক মানুষের মধ্যে নগদ এক হাজার করে পঞ্চান্ন হাজার টাকা বিতরণ করা হয়।
-
আইনিউজ এ আরও পড়ুন : ‘বানভাসী মানুষের মুখ, আমার প্রিয় স্বজনের মুখ’
বন্যার্তদের হাতে এই নগদ অর্থ সহায়তা তুলে দেন সংগঠনের সভাপতি লায়েকুল হক চৌধুরী, প্রাক্তন সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরী ও অন্যতম কর্মকর্তা জহিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের বিশিষ্ট আইনজীবী আব্দুল মুহাইমিন চৌধুরী শেফাক, স্থানীয় বিশিষ্টজন আব্দুল মুস্তাকিম চৌধুরী সুবিন, আবুল জাওয়াদ চৌধুরী মুবিন ও দেওয়ান হায়দার চৌধুরী নাজিব প্রমুখ।
এছাড়াও মৌলভীবাজার, রাজনগর, কুলাউড়া, জুড়ী ও বড়লেখার বন্যাদুর্গত এলাকায় নগদ অর্থ বিতরণ করেছে সংগঠনটি।
মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন টরেন্টো, অন্টারিও, কানাডা করোনাকালীন সময়ে অক্সিজেন সিলিন্ডার প্রদান, বিভিন্ন সময়ে বন্যার্তদের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেছে। কানাডায় স্থানীয় কমিউনিটির কল্যাণে বিভিন্ন কাজ করে যাচ্ছে।
আইনিউজ/এইচকে/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News
আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘কার্নিভাল’
মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?
লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা
সড়কের দু`পাশে ফুটেছে আগুন রাঙ্গা ফুল | নতুন দর্শনীয় স্থান | Beautiful places | Flowers || Eye News
রাস্তায় অবৈধভাবে সিএনজি-কার-মোটরসাইকেল পার্কিং করলেই আইনগত ব্যবস্থা | Moulvibazar | Eye News
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি