লন্ডন প্রতিনিধি
আপডেট: ১৭:৪৭, ৯ সেপ্টেম্বর ২০২২
নতুন স্বপ্নযাত্রায় লন্ডনে বিবিসিসিআই নতুন কমিটির অভিষেক
![লন্ডনে বিবিসিসিআই নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম। লন্ডনে বিবিসিসিআই নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম।](https://www.eyenews.news/media/imgAll/2021April/BBCCI-London-Probasi-eye-news-2209091746.jpg)
লন্ডনে বিবিসিসিআই নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম।
নতুন স্বপ্নযাত্রায় নতুন সভাপতি সাঈদুর রহমান রেনুর নেতৃত্বাধীন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নগরীর ক্যাপটাউন তারা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ বাণিজ্যিক সংগঠনের অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সদ্য সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদের নেতৃত্বাধীন কমিটির বিদায় ও নতুন সভাপতি সাঈদুর রহমান রেনুর নেতৃত্বাধীন কমিটিকে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রিটেনস্থ বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীমহলসহ দেশটিতে অবস্থাররত বাংলাদেশি গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শুরু হওয়ার পরপরই ব্রিটিনের সদ্য প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
ফলে অনুষ্ঠানের শুরুতেই যুক্তরাজ্যের রানীর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর প্রথমেই বক্তব্য দেন বিবিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ।
বক্তৃতাকালে তিনি তার কার্যকালে যুক্তরাজ্যসহ সমগ্র ইউরোপ ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসারে তার নেতৃত্বাধীন কমিটির ভূমিকা উপস্থাপন করেন।
তিনি বলেন, বিগত কয়েক বছরে যুক্তরাজ্যসহ ইউরোপিয় অঞ্চলগুলোতে বাংলাদেশিদের ব্যবসা-বা|ণিজ্যের ব্যাপক প্রসার ঘটাতে তিনি এবং তার কমিটি একান্তভাবে কাজ করেছেন। ইতোমধ্যে যেসবের ফলাফল দৃশ্যমান হয়েছে। এসব দেশগুলোতে আগামীতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের আরও সুযোগ রয়েছে।
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে তিনি এ বিষয়ে তাদেরকে আরও কাজ করার আহ্বান জানান। এক্ষেত্রে নিজের অবস্থান থেকে তিনি সার্বিক সহযোগিতা করবেন বলেও তাদেরকে আশ্বস্ত করেন।
লন্ডনে বিবিসিসিআই নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিমকে ক্রেস্ট দিচ্ছেন নতুন প্রেসিডেন্ট সাঈদুর রহমান রেনু।
বিবিসিসিআিইর নতুন প্রেসিডেন্ট সাঈদুর রহমান রেনু তার বক্তৃতায় বলেন, যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ এই বাণিজ্যিক সংগঠনে সভাপতির দায়িত্ব পাওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। আগামীদিনে তিনি সকলকে একসাথে নিয়ে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে আরো গতিশীল ও কার্যকর সংগঠনে পরিণত করার সর্বাত্নক চেষ্টা করবেন।
তিনি জানান, বিশেষ করে বাংলাদেশ থেকে কৃষি পণ্য, দক্ষ শ্রমিক, দেশীয় ফল, সবজি যুক্তরাজ্য ও ইউরোপের অন্য দেশগুলোতে আমদানিসহ আরও অনেকক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে। অচিরেই তিনি এ কাজগুলো শুরু করবেন। এক্ষেত্রে হাই কমিশনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
প্রধান অথিতির বক্তব্যে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশননার সাঈদা মুনা তাসনিম বলেন, যুক্তরাজ্যসহ ইউরোপের অন্য দেশগুলোতে বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে জোড়ালো ভূমিকা পালন করে আসছে বিবিসিসিআিই। এক্ষেত্রে হাইকমিশন সবসময়ই ব্যবসা|য়িদের পাশে ছিল এবং আগামীতেও সংশ্লিষ্ট সকল বিষয়ে বিবিসিসিআইকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিবিসিসিআইর পরিচালক মনির আহমেদ, আবুল হায়াত, নুরুজ্জামান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিবিসিসিআই বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক আসাদ চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানসহ আরও আয়োজন থাকলে রানী এলিজাবেথের মৃত্যুর কারণে এগুলো বাতিল করে শুধু রাতের খাবার শেষে এ অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
- আরো পড়ুন :
- ব্রিটিশ পতাকা অর্ধনমিত হতেই জনতা বুঝে নেয় রানী এলিজাবেথ আর নেই
- কী নামে পরিচিত হবেন ব্রিটেনের নতুন রাজা, কী আনুষ্ঠানিকতা?
- লন্ডন বইমেলা : সফল মেলা কিংবা ছিদ্রান্বেষণ
- চালু হলো প্রবাসবন্ধু হটলাইন ‘16135’
- বার্মিংহামে অনুষ্ঠিত হলো বাংলা মেলা
আই নিউজ/এইচকে
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি