কুমিল্লা প্রতিনিধি
আপডেট: ১১:৩১, ২৬ অক্টোবর ২০২২
স্বপ্নের নতুন বাড়িতে ওঠার আগেই প্রবাসীর প্রাণ নিলো সিত্রাং
![নিহত মালয়েশিয়া প্রবাসী নেজাম উদ্দিন ও তার স্বপ্নের গড়া নতুন বাড়ি নিহত মালয়েশিয়া প্রবাসী নেজাম উদ্দিন ও তার স্বপ্নের গড়া নতুন বাড়ি](https://www.eyenews.news/media/imgAll/2021April/মালয়েশিয়া-প্রবাসীর-মৃত্যু-ঘূর্ণিঝড়-সিত্রাং-eyenews-2210261129.jpg)
নিহত মালয়েশিয়া প্রবাসী নেজাম উদ্দিন ও তার স্বপ্নের গড়া নতুন বাড়ি
মাস খানেক হলো মালোয়েশিয়া থেকে পরিবারের কাছে ছুটি কাটাতে গ্রামে এসেছেন প্রবাসী নেজাম উদ্দিন। নিজের পরিশ্রমে আয় করা টাকায় গড়ে তোলেছিলেন স্বপ্নের বাড়িও। কিন্তু নতুন সেই ঘরে ওঠার আগেই ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পরিবারসহ মারা গেছেন মালয়েশিয়া প্রবাসী নেজাম উদ্দিন।
গত সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে কুমিল্লার লাঙ্গলকোটের খামারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ওই রাতে ঘুমন্ত অবস্থায় থাকা মালয়েশিয়া প্রবাসী নেজাম উদ্দিন, স্ত্রী শারমিন আক্তার সাথী ও পাঁচ বছর বয়সী কন্যা নুসরাত আক্তার লিজার মৃত্যু হয়। একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত সোমবার রাত দশটার দিকে নির্মাণাধীন নতুন ভবনের পাশে আগের টিনের চালাঘরে পরিবারকে নিয়ে ঘুমিয়ে পড়েন মালয়েশিয়া প্রবাসী নেজাম উদ্দিন। রাত সাড়ে দশটার দিকে ঘরের পাশে পুকুর পাড়ে থাকা বিশাল একটা রেইন ট্রি গাছ ঘরের চালের ওপর পড়ে তিন জনের বুকে চাপা দেয়।
এসময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন করাত দিয়ে গাছ কেটে তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহত নেজাম উদ্দিনের ভাই জামাল উদ্দিন জানান, মাত্র এক মাস আগেই মালয়েশিয়া থেকে দেশে ফিরেন নেজাম উদ্দিন। স্ত্রী কন্যাকে নতুন ঘরে তুলে দিয়ে আগামী মাসেই আবার ফিরে যাবার কথা ছিলো তার। সোমবার রাতে ঝড় শুরু হওয়ায় নাজিম দ্রুত বাড়ি ফিরে স্ত্রী কন্যার সাথে ঘুমিয়েছিলেন। আচমকা ঘরের পাশের বিশাল গাছটি উপড়ে পরে চাপা দেয় ঘরটিকে। এতে তারা তিনজনই মারা যান।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি