আই নিউজ ডেস্ক
নিউইয়র্ক সিটি মেয়রের বাসভবনে আমন্ত্রিত হলেন বাংলাদেশিরা
শুক্রবার (২৪ মার্চ) নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের বাসভবনে প্রথমবারের মতো উদযাপিত হয় বাংলাদেশ হেরিটেজ ডে ও ইনডিপেনডেন্স ডে। বাংলা গান ও নাচে পুরো অনুষ্ঠান মাতিয়ে তোলেন প্রবাসী শিল্পীরা। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিজের বক্তব্যে মেয়র এরিক অ্যাডামস বলেন, নিউইয়র্ক শহরকে সুন্দর করে তুলতে অন্যান্য কমিউনিটির পাশাপাশি বাংলাদেশিদের ভূমিকা অনস্বীকার্য।
অনুষ্ঠানে কনসাল জেনারেল ডক্টর মো. মনিরুল ইসলাম বলেন, নিউইয়র্ক সিটিতে দিনদিন বাংলাদেশিরা যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই অনুষ্ঠান তারই প্রমাণ। এ সময় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা মেয়রের উপদেষ্টামন্ডলীর সদস্য বাংলাদেশি ফাহাদ সোলায়মানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
নিউইয়র্কের মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান বলেন, নিউইয়র্কে বাংলাদেশিরা এখন একটা ভাইব্রান্ট কমিউনিটি। আমাদেরকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না।
নিউইয়র্কে বাংলাদেশি চিকিৎসক ডা. বর্ণালী হাসান বলেন, আজকের অনুষ্ঠানে এসে আমরা সবাই খুবই আনন্দিত। নিউইয়র্কে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে অনেকেই যোগ দিচ্ছেন। আস্তে আস্তে আমাদের কমিউনিটি আরও বড় হবে বলে আশা করি।’
অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট এসেম্বলিম্যান জেনিফার রাজকুমার, সিটি কাউন্সিলের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশ নেন সংগীত শিল্পী শাহ মাহবুব, প্রিয়া ডান্স একাডেমী ও তাল-তরঙ্গের যন্ত্র শিল্পীরা।
আরও পড়ুন
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি