আই নিউজ ডেস্ক
সুদান থেকে ফিরলেন আরও ৫২ জন
সুদানে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরেছেন সুদানে কর্মকর্ত আরও ৫২ বাংলাদেশি প্রবাসী।
আজ বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টা নাগাদ বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। বিমানবন্দরের একটি সূত্রে এই খবর জানা গেছে।
এর আগে, বুধবার (১০ মে) পোর্ট সুদান থেকে সুদানভিত্তিক উড়োজাহাজ সংস্থা বদর এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে জেদ্দায় পৌঁছান মোট ১৭৬ জন বাংলাদেশি। তাদের মধ্যে থেকে ৫২ জন দেশে ফিরেছেন। ক্রমান্বয়ে বাকীদেরও ফেরত আনা হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
সোমবার (৮ মে) যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৬ বাংলাদেশি। বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন।
প্রসঙ্গত, গত ৩ মে সুদানের রাজধানী খার্তুম থেকে ৬৮০ বাংলাদেশিকে নিরাপদে পোর্ট সুদানে নেওয়া হয়। দুই দফায় মোট ১৩টি বাসে করে তাদের সেখানে নেওয়া হয়।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস বলছে, সুদানে প্রায় এক হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। এদের মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি