নিজস্ব প্রতিবেদক
ভিয়েতনামে জাতীয় দিবস ও কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন
ভিয়েতনামে ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলাদেশ-ভিয়েতনাম কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের শহরের ডাইউ হোটেলে স্থানীয় সময় শুক্রবার (৯ জুন) বাংলাদেশ দূতাবাসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-পররাষ্ট্র মন্ত্রী ডু হাং ভিয়েত।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত সামিনা নাজ তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথ ধরে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা তার স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর নির্দেশিত পথ অনুসরণ করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অগ্রগতি ও উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন এবং গত ১৪ বছরে টেকসই উচ্চ প্রবৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিনিয়োগ বান্ধব নীতি, বিশাল অভ্যন্তরীন বাজার, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক স্থিতিশৗলতা এবং কঠোর পরিশ্রমী দক্ষ জনগণ বাংলাদেশকে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ এই মুহূর্তে বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ। লন্ডনের সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড ব্যাংকিং রিসার্চ অনুসারে, ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ ২৫তম বৃহত্তম।
এ সময় অনুষ্ঠানে দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনা, আলোচনা সভা, আলোকচিত্র ও ডকুমেন্টরি প্রদর্শন এবং নৈশ্যভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন ভিয়েতনামের জাতীয় এসেম্বলীর সদস্য ম্যাডাম লে থুহা। অনুষ্ঠানে আরও বিশিষ্ট গন্যমান্য অতিথিদের মধ্যে ছিলেন কূটনৈতিক কোর-এর ডীন প্যালেস্টাইনের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং কূটনৈতিক কোরের অন্যান্য দেশের প্রতিনিধি, ভিয়েতনামে অবস্থানরত আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধি, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা, ভিয়েতনাম বৌদ্ধ সংঘের স্ট্যান্ডিং ভাইস প্রেসিডেন্ট অফ এক্সিকিউটিভ কাউন্সিল সম্মানিত থিচ থান হিউ, ভিয়েতনামস্থ আল-নুর মসজিদের ইমাম, প্রবাসী বাংলাদেশি, ভিয়েতনামের ব্যবসায়ী প্রতিনিধি, মিডিয়া ও অন্যান্য সামাজিক-অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় আড়াইশ অতিথি উপস্থিত ছিলেন।
আইনিউজ/ই.উ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি