আই নিউজ ডেস্ক
প্যারিসে পোশাক মেলায় বাংলাদেশের ২০ প্রতিষ্ঠান
ফ্রান্সের প্যারিসে পোশাক ও চামড়াজাত পণ্যের বৈশ্বিক প্রদর্শনী টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং ও লেদার ওয়ার্ল্ড অনুষ্ঠিত হয়েছে। জার্মানভিত্তিক ম্যাসে ফ্রাংকফুর্ট আয়োজিত আন্তর্জাতিক এই প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশের ২০ প্রতিষ্ঠান।
৩ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়া মেলায় প্যারিসের সাম্প্রতিক ঘটনার প্রভাব পড়ে। ১৭ বছর বয়সী এক যুবকের বুকে গুলি চালানোর পর থেকে পুলিশের বিরুদ্ধে চলমান বিক্ষোভ প্রায় অচল হয়ে পড়ে ফ্রান্স। এর ফলে মেলায় লোক সমাগম ছিলো অন্যবারের তুলনায় কম।
প্যারিসে অনুষ্ঠিত তিন দিনের এই প্রদর্শনীতে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং সরাসরি এসব প্রতিষ্ঠান অংশ নেয়।
ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মিজানুর রহমান বলেন, এবার মেলায় বাংলাদেশি ২০টি স্টল অংশ নিয়েছে। ভবিষ্যতে আরও বেশি প্রতিষ্ঠান অংশ দেবে বলে আশ্বাস তার।
বিশ্বব্যাপী ফ্যাশন পণ্যের সবচেয়ে বড় প্রস্তুতকারক দেশ বাংলাদেশ, চীন, কম্বোডিয়া, কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক এবং পাকিস্তানের প্রতিষ্ঠানগুলো এই মেলায় অংশ নিয়েছে।
বিশ্বমানের এই মেলায় অংশ নিতে পেরে উৎফুল বাংলাদেশি ব্যবসায়ীরা। প্রদর্শনীতে ট্যানারি, পরিধানযোগ্য চামড়াজাত পণ্য ছাড়াও চামড়ার পোশাক, ব্যাগ, জুতা এবং ফ্যাশন পণ্যও থাকছে।
মেলায় প্রচুর দর্শক আসে যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, স্পেন, ইতালি, জার্মানি এবং ইউরোপের নানা দেশ থেকে। এবারের মেলায় ১৩০০ স্টলের মধ্যে চীনের এক হাজার স্টল অংশ নেয়।
আইনিউজ/ইউএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি