নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে চীনে ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম
চীনের গুইঝৌ প্রদেশে সপ্তাহব্যাপী ‘ঝি অ্যান্ড শিং গুইঝৌ সিল্ক রোড ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম- ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। গত ২ জুলাই খায়লি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান শুরু হয়, শেষে হয় ৮ জুলাই।
বিদেশি তরুণদের মধ্যে চীনা সংস্কৃতির বিনিময় জোরদার এবং পারস্পরিক বন্ধুত্ব বাড়ানোর লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি গুইঝৌ প্রাদেশিক শিক্ষা বিভাগ এবং চীন-আসিয়ান শিক্ষা বিনিময় সপ্তাহ সচিবালয়ের সহযোগিতায় খায়লি বিশ্ববিদ্যালয় এ আয়োজন করে।
চীন-আসিয়ান শিক্ষা বিনিময় সপ্তাহ সচিবালয়ের পরিচালক ছেন ওয়েনেই, ছিয়ানডংনান পিপলস গভর্নমেন্টের ডেপুটি সেক্রেটারি জেনারেল শু লং, ছিয়ানডংনান এডুকেশন ব্যুরোর পার্টি গ্রুপের সদস্য ঝাং ওয়েনলিয়াংসহ খায়লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ উদ্বোধনী পর্বে অংশ নেন।
অনুষ্ঠানে কর্মসূচি ছিল জাদুঘর পরিদর্শন, মিয়াও এবং তং সংস্কৃতির সম্পর্কিত জ্ঞান অর্জন, চীনা ভাষা অধ্যয়ন, বাটিকের কাজ হাতেকলমে শেখা এবং অভিজ্ঞতা অর্জন, প্রাচীনকালের কাগজ তৈরি পদ্ধতি এবং তং সম্প্রদায়ের জাতীয়তার গান শিখন। চীনে মোট ৫৬টি জাতিগোষ্ঠীর মধ্যে গুইঝৌ প্রদেশে ৩৩টি সংখ্যালঘু সম্প্রদায় বসবাস করে। এদের মধ্যে মিয়াও এবং তং অন্যতম।
বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, মালয়েশিয়া, মায়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, ভিয়েতনাম, নাইজেরিয়া এবং অন্যান্য দেশ থেকে আসা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০ জন যুব প্রতিনিধি এই সিল্ক রোড ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।
আইনিউজ/ইউএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি