প্রবাস ডেস্ক
সৌদিতে ১২ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেফতার
সৌদি পুলিশ। ছবি- Arab News
সৌদি আরবে গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার সবাই আবাসিক ও শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ৬ থেকে ১২ জুলাই পর্যন্ত সপ্তাহে সৌদিজুড়ে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট দ্বারা যৌথ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ৬ হাজার ৩৫৯ জন আবাসিক ব্যবস্থা লঙ্ঘনকারী, ৩ হাজার ৭৫৩ জন সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গকারী ও ১ হাজার ৮০৩ জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছে।
এছাড়া ৬৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সময়। তাদের মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনের, ৪৪ শতাংশ ইথিওপিয়ার ও ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি সীমান্ত ত্যাগ করার সময়।
বাসস্থান ও কাজের বিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকার অপরাধে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটিতে নিয়ম লঙ্ঘনের দায়ে বর্তমানে মোট ৩৫ হাজারের বেশি প্রবাসী আইনের মুখোমুখি। তাদের মধ্যে ২৯ হাজার ৬২০ জন পুরুষ ও ৬ হাজার ৮০ জন নারী।
সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জোর দিয়ে জানিয়েছে, অবৈধভাবে প্রবেশের সুবিধা, পরিবহন, আশ্রয় অথবা কোনো সহায়তার অপরাধে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে যে যে কেউ সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘন করে কাউকে রাজ্যে প্রবেশের সুবিধার্থে ধরা পড়ে বা তাকে পরিবহন বা আশ্রয় বা যে কোনো উপায়ে কোনো সহায়তা বা পরিষেবা সরবরাহ করে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে।
শ্রম ও অভিবাসী আইন লঙ্ঘনকারীদের ব্যাপারে কোন তথ্য থাকলে মক্কা এবং রিয়াদে ৯১১ এবং বাকি এলাকা গুলোতে ৯৯৬ বা ৯৯৯ রিপোর্ট করতে বলা হয়েছে।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি