আই নিউজ ডেস্ক
বার্লিনে শাজাহান খানকে গণসংবর্ধনা
সাবেক নৌপরিববহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান এবং টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনিরকে গণসংবর্ধনা দিয়েছে জার্মান আওয়ামী লীগ।
বুধবার বার্লিনে জার্মান আওয়ামী লীগের পক্ষ থেকে এই গণসংবর্ধনা ও সংগঠনের নেতাকর্মীদের পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান বলেন, নির্বাচনের আগে দেশে সহিংসতা, অরাজক পরিস্থিতির সৃষ্টি আর দেশি-বিদেশি ষড়যন্ত্রের জাল বুনে বিএনপি-জামায়াত আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে চায়।
জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খানের সভাপতিত্বে ও নূরজাহান খান নূরীর উপস্থাপনায় সভায় প্রধান বক্তা ছিলেন- টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
প্রধান বক্তা ছোট মনির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের নিয়ে সবসময় গর্ব করেন। তিনি দেশের উন্নয়নে প্রবাসীদের আরও এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, আনোয়ারুল কবীর চৌধুরী, আব্দুল মালেক, সিরাজুল ইসলাম, সুর্য কান্ত ঘোষ, মাসুদুর রহমান মাসুদ, নুরে আলম সিদ্দিকী রুবেল, সেলিম ভুঁইয়া, ফারুক খান, রেদোয়ান রনিসহ দলের অনান্য নেতৃবৃন্দ।
সংগঠনের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল প্রধান অতিথি শাহজাহান খানের সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের পরিচয় করিয়ে দেন।
সভায় ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের প্রবাসীরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই আয়োজন শেষ হয়।
আইনিউজ/ইউএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি