তোফায়েল আহমেদ (পাপ্পু), সংযুক্ত আরব আমিরাত
বাইক পাগলামির শীর্ষে দুুবাই’র ধনীর দুলালরা
ছবি- অনলাইন
বিলাসবহুল জীবনযাপন, চোখ ধাঁধানো রঙিন আলোকরশ্মি, আকাশচুম্বি অট্টালিকা, হোটেল, কৃত্রিম দ্বীপপুঞ্জসহ নানা কারণে ভ্রমণ-প্রিয়দের পছন্দের শীর্ষে রয়েছে দুবাই। তবে দুবাই অনেকের কাছে একটি দেশ মনে হলেও এটি কোন দেশ নয়। সংযুক্ত আর আমিরাতের একটি রাজ্যের নাম হলো দুবাই। বিশ্বের সর্বোচ্চ উচু বিল্ডিং বুর্জ আল খলিফা, বুর্জ আল আরব, দুবাই মল, পাম আইল্যান্ড, প্রমিজ ব্রিজসহ অনেকগুলো আকর্ষণীয় জায়গা ও অ্যাডভেঞ্চারের জন্য বিখ্যাত এ শহরটি।
বর্তমানে বিশ্ব দরবারে সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ও প্রধান আকর্ষণীয় প্রদেশের নাম দুবাই। টাকা ছাড়া এই শহরে সুখ কেনার সুযোগ নেই। কিন্তু কেউ কেউ নিজে টাকা খরচ করে আপনাকে অবাক করবে, আনন্দ দিবে এমন মানুষও এখানে আছে। ভেদাভেদ হারিয়ে যায় হাসি আর আনন্দের খোঁজে সবাই।
আমিরাতের ধনীর দুলালদের উদ্ভট কর্মকান্ড দেখে অবাক হবে যে কেউ, তেমনি আনন্দও পাবেন। এদের বড় একটা অংশ ডুবে থাকবে নাইট ক্লাব গুলোতে। আবার কেউ কেউ নিজের বাড়িতে চিতা বাঘ, ঈগল পোষে। কেউ কেউ বেরিয়ে পড়ে প্রমোদ তরী নিয়ে। আবার কিছু আরব দুলালের শখ দেখে ভয়ে চোখ বন্ধ করার মতো।
সবচেয়ে অবাক বিষয় হচ্ছে মোটর বাইক পাগলামির শীর্ষে ধনীর দুলালরা। তারা রাস্তায় মোটর বাইক ছুটে চালায় কিন্তু সামনের চাকা দুটি আকাশমুখি। চালকের শরীরের পিঠের অংশটা রাস্তা যেন ছুঁয়ে ফেলেছে। ঠিক কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হয়ে উঠে যাচ্ছে আকাশমুখি হয়ে। এভাবে রাস্তা দিয়ে যাওয়া পর্যটকদের আকর্ষণ করছে তারা। জানালা খুলে মোবাইল বা ক্যামেরা বের করে ছবি তুলতেই তারা যেন দারুণ আনন্দ পায়।
জানা গেছে, এমন কাণ্ড দেখাতে তারা যে মোটরবাইক ব্যবহার করে সেগুলো বিশেষভাবে তৈরি। সহজে এগুলো উল্টে যায় না। এতে আছে জিপিআরএস সিস্টেম থেকে শুরু করে এসিও। ৮০০ থেকে ১২০০ সিসির এই বিশেষ বাইকের দাম পাঁচ থেকে ২০ লাখ টাকা। এমন মোটর বাইক চালিয়ে পাগলামি দেখাতে ভালোবাসে আরব ধনীর দুলালরা।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি