আই নিউজ ডেস্ক
বাঙালীদের উদ্যোগে ফ্রান্সের প্যারিসে প্রথম শহীদ মিনার
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাঙালীদের উদ্যোগে নির্মিত প্রথম শহীদ মিনার। ছবি- সংগৃহীত
বাংলাদেশের মাতৃভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথম শহিদ মিনার উদ্বোধন করা হয়েছে।
রোববার (৮ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় অ্যাসোশিয়েশন সিকুয়ানো বাঙালির উদ্যোগে প্যারিসের সেন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে নির্মিত এ শহিদ মিনারের উদ্বোধন করা হয়।
সেন্ট ডেনিসের মেয়র মাতিউ হ্যানোতা, আয়েবার মহাসচিব ও শহিদ মিনার বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ ও সিকানো বাঙালি অ্যাসোসিয়েশনের সভাপতি সরুফ ছদিওল যৌথভাবে এ শহিদ মিনার উদ্বোধন করেন।
বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্যারিসে স্থায়ী শহিদ মিনার তৈরিতে সার্বিক সহযোগিতা করার জন্য মেয়রকে টেলিফোনে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। এরপর প্রতিমন্ত্রীর বাণী ফ্রেঞ্চ ও বাংলা ভাষায় পাঠ করা হয়।
শ্রদ্ধা, ভালোবাসা আর আনন্দ উচ্ছ্বাস, দলমত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশিরা পুস্পস্তপক অর্পণ করেন শহিদ মিনার বেদিতে। এতে ফরাসিসহ নানান ভাষাভাষী মানুষেরাও অংশ নেন। ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠিত আয়োজনে দেশাত্মবোধক গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় মুখরিত হয়ে উঠে শহিদ মিনারের চারপাশ।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথি, ডেপুটি মেয়র, বীর মুক্তিযোদ্ধা, ফ্রান্সের বিভিন্ন বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের ব্যক্তিবর্গসহ, বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত আয়েবার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি