তোফায়েল আহমেদ (পাপ্পু), সংযুক্ত আরব আমিরাত (দুবাই)
দ্বিতীয়বারের মতো দুবাইয়ে বিজয় উৎসব ও বাংলাদেশ বইমেলা
ছবি- আই নিউজ
বিপুল উৎসাহ উদ্দীপনায় জমকালো আয়োজনে মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী বিজয় উৎসব ও বাংলাদেশ বইমেলা।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়স্থ বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে বিকাল ৫টায় দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলার আশিষ কুমার সরকারের সঞ্চালনায় মেলা শুরু হয়।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষাবিদ ও লেখক ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম।
এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর। অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন কনসাল জেনারেল কবি বিএম জামাল হোসেন।
অনুষ্ঠাতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি, আমিরাতের কবি ও সাহিত্যিক ইউসুফ আব লুজ।
অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত ছাড়াও আরব ও ইংরেজি সাহিত্যের বরেণ্য লেখকরা উপস্থিত ছিলেন।
প্রথম দিনে ৪টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বই মেলায় ঢাকা থেকে ৩০টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। এ ছাড়া, নানা সামাজিক ও সাংস্কৃতিক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের মোট ৭০টি স্টল স্থান পেয়েছে।
শনিবার ও রোববার (১৭ ডিসেম্বর) পর্যন্ত মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠান এবং সাহিত্য বিষয়ক নানা সভা অনুষ্ঠিত হবে। মেলার পাশাপাশি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচি যোগ হবে।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি