মো. রওশান উজ্জামান রনি
৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
ইউরোপের অন্যতম একটি উন্নতমানের দেশ সেনজেনভুক্ত আইসল্যান্ড। 2024 সালকে লক্ষ্য রেখে আইসল্যান্ডে ইকোনমিক স্টেবিলিটি বৃদ্ধি করার জন্য সারা পৃথিবী থেকে ১৫,০০০ ফরেনার ওয়ার্কার্স নতুন একটি প্রকল্প হাতে নিয়েছেন আইসল্যান্ড গভর্নমেন্ট। এই প্রকল্পে তারা বাংলাদেশসহ সারা পৃথিবী থেকেই কর্মী নিবে। আইসল্যান্ডের জনসংখ্যা মাত্র ৩,০০,০০০। এই দেশে বিসা সাকসেস রেট হচ্ছে 99.9%। অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন সঠিক ভাবে করতে পারলেই যদি আপনার কোয়ালিটি থাকে তাহলে আপনার বিসা ১০০% নিশ্চিত।
এই আইসল্যান্ড দেশটি সেন্ট্রাল ইউরোপের একটি দ্বীপ রাষ্ট্র। কিন্তু দ্বীপরাষ্ট্র হওয়ার পরবর্তীতে এটি শেনজেন এবং এই দেশটা এতটাই উন্নত যে এই দেশে কোনো ধরনের কোন বিক্ষোভ কিংবা বেকার দেখাই যায় না৷ তা ছাড়া এই দেশের একপাশে রয়েছে নরওয়ে এবং আরেক পাশে রয়েছে ইউনাইটেড কিংডম এবং অপর পাশে রয়েছে গ্রিনল্যান্ড।
আর সবথেকে খুশির বিষয় হচ্ছে। এই দেশে বেশিরভাগ ওয়ার্ক ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কোনও ধরণের কোনো আর্টস স্কিল কিংবা এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজনীয়তা নাই। অর্থাৎ আপনার যদি ভালো কোয়ালিটি থাকে কাজের উপর সেক্ষেত্রে আপনি এই দেশে একজন দক্ষ শ্রমিক হিসেবে যেতে পারবেন। তা ও আবার কোনো ধরনের কোনও দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ না হয়ে ১০০% প্রাকটিক্যাল অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এটি এমন একটি দেশ যে দেশে কিনা তাদের দেশে ২০২২ সালের রিপোর্ট অনুযায়ী এ দেশের প্রতিজন মানুষের অ্যাভারেজ স্যালারি হচ্ছে। $৫৮৬৯ যা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় ছয় লক্ষ টাকার মতন হয়।
আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা কি কারণে বা কেন আইসল্যান্ড যা উচিত। এবং আইসল্যান্ডের সকল ডিপেন্ডেবল কাজগুলো কী কী যেখানে এপ্লিকেশন করে যেতে পারব আইসল্যান্ডে। আইসল্যান্ডে থাকতে হলে আপনাদেরা সরকারকে কত টাকা ট্যাক্স দিতে হবে? সবকিছু আপনাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়া হবে এবং এটিও দেখিয়ে দেওয়া হবে আপনাদের ওয়াইফ কে সাথে নিয়ে আইসল্যান্ড যেতে পারবেন কি না। আইসল্যান্ডে জব ভিসায় এপ্লিকেশন করার জন্য আপনাদের কি কি পেপারস প্রয়োজন পড়বে এবং কীভাবে সেগুলো তৈরি করার মাধ্যমে আপনারা আপনাদের ফ্রি এপ্লিকেশন করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসিং বুঝিয়ে দেওয়া হবে আজকের আড়টিকেলে।
প্রথমত আমাদের আইসল্যান্ড কেন যাওয়া উচিত? আপনারা সকলেই জানেন আইসল্যান্ড পৃথিবীর যতগুলো সুন্দর দেশ রয়েছে তাদের মধ্যে অন্যতম। এই দেশটার সব থেকে প্রাচুর্যপূর্ণ কথা হচ্ছে এই দেশে ভিসা রিজেকশন রেজিও হচ্ছে ১.৯%। ইউরোপের অন্যান্য দেশের তুলনায়। এ দেশে প্রতি ১০টা জবের পেছনে মাত্র পাঁচ জন ব্যক্তি রয়েছে। যার ফলে এদেশে অনেক বেশি ফরেনার কর্মীর চাহিদা রয়েছে। এই জন্য এখানে অ্যাপ্লিকেশন করলে আপনাদের ভিসা হওয়ার পসিভিলিটি ৯৯%। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আইসল্যান্ডে কোন কোন ক্যাটাগরির কাজের উপরে বেশির ভাগ কর্মী চাহিদা রয়েছে।
1/ IT Indudtry
2/ Medicine and Healthcare
3/ Engineerig
4/ TouRism and Hospitality
5/ Language Training
6/ Shipping and Fishing Industry
7/ Construction
8/ Public Services
9/ Finance
10/ Cultural and creative Fields
এখানে কী কী জব রয়েছে সবকিছু আপনাদেরকে ডিটেইল দেখিয়ে দিচ্ছি।
Medicine and Healthcare তাঁদের প্রচুর পরিমাণে মার্কেটিং এক্সিকিউটিভ হতে শুরু করে ডক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে যত ধরনের কাজ রয়েছে লাইক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে শুরু করে সকল ধরনের কর্মী তাদের দেশে সঙ্কট রয়েছে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অর্থাৎ আপনাদের যাঁদের ভাষাগত দক্ষতা অনেক বেশি তারা চাইলে এই কাজগুলো করতে পারেন। শিপিং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ, অবশ্যই আইসল্যান্ড যেহেতু একটা দ্বীপ রাষ্ট্র সেখানে প্রচুর পরিমাণে মাছের কারখানা রয়েছে। সেখানে আপনার চাইলে কাজ খুঁজে বের করে এপ্লিকেশন করতে জব অফার লেটারের জন্য। কনস্ট্রাকশন সাইটে অনেকগুলো জব ভিসা রয়েছে।
সবগুলোই প্র্যাকটিক্যালি দেখিয়ে দিবো। কোন কোন কোম্পানি ভিসা স্পনসর করছে তাদেরকে আমি আপনাদের সাথে প্র্যাকটিকাল পরিচয় করিয়ে দেবো যাতে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা করে আপনারা আপনাদের ওয়ার্ক পারমিট নিয়ে সরাসরি আইসল্যান্ড চলে আসতে পারেন। এছাড়াও পাবলিক সার্ভিস রয়েছে পাবলিক সার্ভিস কী কী সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক রয়েছে। ফাইন্যান্সিয়াল রয়েছে কালচারাল এবং ক্রিয়েটিভ ফিল্ডের কাজ রয়েছে ক্লিনার, প্লাম্বার কার্পেন্টার হতে শুরু করে সকলের জন্যই জব এবলেভেল রয়েছে এবং হোটেল ইন্ডাস্ট্রিতে অনেক ভালো একটা অপর্চুনিটি রয়েছে বাংলাদেশের মানুষদেরকে কাজ করার জন্য। কারণ এই দেশে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা তারা দেখেছে না। আপনি একজন বারটেন্ডার হিসেবেও কাজ করতে পারেন। এখানে সিকিউরিটি গার্ডের অনেকগুলো জব রয়েছে এবং ক্লিনিং সেগমেন্টে অনেকগুলো জব রয়েছে। আপনারা কী ভাবে ওই সকল কোম্পানিগুলো খুঁজে বের করবেন যারা কিনা ভিসা স্পনসর করছে তাদের কোম্পানিতে কর্মী নিয়ে যাওয়ার জন্য সারা পৃথিবীতে। তো এক্ষেত্রে আমি আপনাদের সাথে প্রায় ২৫ টারও বেশি ভেরিফাইড ওয়েবসাইট শেয়ার করব। যেখান থেকে আপনারা আপনাদের কোয়ালিটি এবং ক্যাটাগরি অনুযায়ী জব সিলেক্ট করে সেখানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে পারছেন। আপনার অ্যাপলিকেশন করে পরবর্তীতে যদি আপনারা অফার লেটার পেয়ে যান তাহলে সরাসরি আপনারা বাংলাদেশ থেকে আইসল্যান্ড শিফট হতে পারছেন।
যারা সুপারমার্কেট বা সপকেশিয়ার কিংবা সপ হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ১০ টি ওয়েবসাইট। আপনাদের যাদের সেলস এবং মার্কেটিং রিলেটেড কাজের অভিজ্ঞতা আছে তারা এই কোম্পানী গুলোতে জব ভিসার জন্য আবেদন করতে পারবেন।
Top 10 Super Markets in Iceland
1. BONUS
2. KRÓNAN
3. HAGKAUP
4. 10-11
5. NETTÓ
6. SAMKAUP
7. KVÍK
8. COSTCO
9. LIDL
10. BONUS
আপনাদের যাঁদের কন্সট্রাকশন ওয়ার্কের উপর অভিজ্ঞতা রয়েছে, তাঁদের জন্য রিচার্জ করে আমরা 10 টি কোম্পানি খুঁজে বের করেছি। যারা কিনা প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন ওয়ার্কার নিচ্ছে ইন্টারন্যাশনালি। আপনারা এগুলো গুগল রিসার্চ করে সেখানে অ্যাপ্লিকেশন করবেন।
1. ÍAV
2. JÁVERK
3. HOFFELL EHF.
4. FLOTUN EHF.
5. UPPHAF FASTEIGNAFÉLAG
6. MS BYGGÐ EHF.
7. FRAMKVÆMDAFÉLAGIÐ
8. SUDULIST
9. SKURDUR.IS
10. MÓTX EHF.
টপ ১০ সিকিউরিটি গার্ড কোম্পানি। আইসল্যান্ডে প্রচুর পরিমানে সিকিউরিটি গার্ডের জবাবে এভেলেবল রয়েছেন সেগুলোতে আপনার অ্যাপলিকেশন করতে পারছেন।
1. SECURITAS
2. TITAN SECURITY EUROPE
3. VAKT EHF.
4. ÖRYGGISÞJÓNUSTA ÍSLANDS
5. LÖGREGLUÞJÓNUSTAN EHF.
6. ÖRYGGISVERND EHF.
7. LOKAVERND EHF.
8. VERND EHF.
9. ÖRYGGISLJÓS EHF.
10. TRYGG EHF.
এখানে ফুডসে অ্যান্ড রেস্টুরেন্টের অনেকগুলো কোম্পানির ডিটেলস দেওয়া হয়েছে। আপনারা এখানে যে কোম্পানিগুলো দেখানো হচ্ছে সবগুলোতে আমরাই সার্টিফিকেশন কালীকে ছাড়া এপ্লিকেশন করতে পারবেন।
1. BÆJARINS BEZTU PYLSUR
2. REYKJAVIK CHIPS
3. HLÖLLABÁTAR
4. NOODLE STATION
5. KFC ICELAND
6. AKTU TAKTU
7. SUBWAY ICELAND
8. METRO
9. GLO
10. DOMINO’S PIZZA ICELAND
আপনারা আপনাদের প্রপার এপ্লিকেশনটা কমপ্লিট করার পরবর্তীতে তাদের কাছে যদি মনে হয় আপনি কেবল সে ক্ষেত্রে তারা আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা অবশ্যই প্রোভাইড করবে। এছাড়া আপনার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যখন আইসল্যান্ডে যাবেন তখন আপনারা যা ডলার কিংবা যা টাকা আয় করবেন তার প্রায় ৩১% আইসল্যান্ড গভর্নমেন্ট ট্যাক্স কাটবে। ব্যাপারটা যদিও একটু দুঃখের বিষয় তার পরেও আইসল্যান্ডের স্যালারি অনেক বেশি। এই জিনিসটা আপনার গায়ে লাগবে না। আইসল্যান্ডে অবশ্যই আপনি আপনার ডিপেন্ডেন্ট কিংবা ওয়াইফ কে সাথে নিয়ে যেতে পারবেন। যখনই আপনাকে কোনও কোম্পানি তাদের অফার লেটারটা প্রোভাইড করবে তখন সাথে সাথে আপনি আপনার ওয়াইফ এর জন্য অ্যাপিল করে দিতে পারবেন। এদেশে যাওয়ার ভিসা কস্ট মাত্র ৮০ইউরো যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ১০,০০০ টাকার মতো হয়ে থাকে। এটি ছিল ইউরোপিয়ান দেশ আইসল্যান্ড নিয়ে আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি অবশ্যই আপনাদের উপকারে আসবে।
আই নিউজ/আর
আরও দেখুন
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি