নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৫৭, ৯ জুন ২০২৪
ব্রিটেনে ছায়া পররাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি মেয়রের সাথে ফজলুর রহমানের বৈঠক
ব্রিটেনের ছায়া পররাষ্ট্রমন্ত্রী সাথে মেয়র ফজলুর রহমানের বৈঠক
ব্রিটিশ পার্লামেন্টের সংসদ সদস্য ও ছায়া পররাষ্ট্রমন্ত্রী (এশিয়া প্যাসিফিক) ক্যাথরিন ওয়েস্ট এমপির সাথে যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজারে অনেক ব্রিটিশ বাংলাদেশির গভীর পারিবারিক শিকড় রয়েছে। যে কারণে ব্রিটেন ও মৌলভীবাজারের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে গভীর সুসম্পর্ক বিদ্যমান। উভয় দেশের মানুষের মাঝে আত্মার বন্ধন তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ব্রিটিশ পার্লামেন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশীদের ভিসা প্রসেসিং সেন্টার ভারত থেকে আগের মতো ঢাকায় স্থানান্তর করতে জোর দাবি জানান মেয়র ফজলুর রহমান। এতে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের ভোগান্তি কমবে বলে উল্লেখ করেন তিনি।
মেযর রহমান বলেন- মৌলভীবাজারে অনেক ব্রিটিশ বাংলাদেশির গভীর পারিবারিক শিকড় রয়েছে। যে কারণে ব্রিটেন ও মৌলভীবাজারের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে গভীর সুসম্পর্ক বিদ্যমান। উভয় দেশের মানুষের মাঝে আত্মার বন্ধন তৈরি হয়েছে।
তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করার প্রয়োজনীয়তা, নতুন বিনিয়োগের উপায় অন্বেষণ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং উচ্চ শিক্ষা অংশীদারিত্ব বৃদ্ধিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন।
ব্রিটেনের ছায়া পররাষ্ট্রমন্ত্রী সাথে মেয়র ফজলুর রহমানের বৈঠক
ক্যাথরিন ওয়েস্ট এমপি বিষয়গুলো ব্রিটেনের সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে আলোচনা করবেন বলে জানান।
মেয়র ফজলুর রহমান ক্যাথরিন ওয়েস্ট এমপিকে মৌলভীবাজার সফর করার আমন্ত্রণ জানান।
এছাড়া বিভিন্ন এমপি ও লর্ডদের সাথে মেয়র ফজলুর রহমান সংক্ষিপ্ত মতবিনিময় করেছেন।
এ সময় সাবেক কাউন্সিলর ও লেবার পার্টি নেতা আবদুল হাই, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন রুহেল, কমিউনিটি নেতা সাব্বির করিম, আবুল খয়রাত প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়র ফজলুর রহমান ব্রিটিশ পার্লামেন্ট ঘুরে দেখেন এবং হাউজ অব কমন্সে বসে তাদের অধিবেশন শুনেন।
লন্ডনের ডেপুটি মেয়রের সাথে বৈঠক
এদিকে লন্ডনের ডেপুটি মেয়র হাওয়ার্ড ডাবারের সাথে বৈঠক করেছেন মৌলভীবাজারের মেয়র ফজলুর রহমান। সিটি হলে ব্রিটিশ বাংলাদেশি জনগোষ্ঠীর অংশগ্রহণে এই বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর ও লেবার পার্টি নেতা আবদুল হাই।
এতে উভয়পক্ষে ফলপ্রসূ আলোচনা হয়। লন্ডন ও মৌলভীবাজারের মধ্যে বিনিয়োগ ও ব্যবসা, বর্জ্য ব্যবস্থাপনা অন্বেষণ, স্টাফদের মধে সেকেন্ডমেন্টসহ একে অপরের শহর থেকে শিখতে সম্মত হন।
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি