আই নিউজ ডেস্ক
কানাডা ভিসা: ভিএফএস এর সিলেট অফিসে লোকবল বাড়ানোর নির্দেশ
ফাইল ছবি
সিলেটের বিদেশগামী মানুষের প্রধান লক্ষ্য থাকে ইউরোপের কোন দেশ। এরমধ্যে কানাডা পছন্দের তালিকায় শীর্ষে। এই সময়ে আগের তুলনায় বেড়েছে কানাডা ভিসা-র জন্য গণহারে আবেদন। এর সুযোগ নিচ্ছে কিছু অসাধু ট্র্যাভেল এজেন্সি।
এ অবস্থায় বাংলাদেশ থেকে ভিসা আবেদনের প্রক্রিয়া, জেনুইন আবেদনকারীদের হয়রানির অভিযোগসহ সামগ্রিক ব্যবস্থা খতিয়ে দেখতে অনেকটা নীরবেই ঢাকা ঘুরে গেছেন কানাডার উচ্চ পর্যায়ের কনস্যুলার টিম। সফরকালে ঢাকায় কানাডার ভিসা প্রক্রিয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ভিএফএস (ভিসা ফ্যাসিলিটেশন সার্ভিসেস) গ্লোবালের সঙ্গে বৈঠক করেছে এ টিম। টিমের সদস্যরা ভিএফএস’র সিলেট এবং চট্টগ্রাম অফিসে লোকবল বাড়ানো এবং সার্ভিস আরও দ্রুততর করার নির্দেশনা দিয়েছেন।
ব্যয় সংকোচনে ঢাকা থেকে কানাডা তাদের ভিসা প্রসেসিং সেন্টার অনেক আগে সরিয়ে নেয়। তবে বিকল্প হিসেবে অনলাইনে ভিসার আবেদন গ্রহণ, কেন্দ্রীয় সরকারের পূর্বানুমতি বা প্রাথমিক অনুমোদন এবং চূড়ান্ত পর্বে ভিএফএস গ্লোবালের রিজিওনাল যেকোনো অফিসের মাধ্যমে পাসপোর্টে ভিসা স্টাম্পিংয়ের পথটি খোলা রেখেছে দেশটি।
গত ক’বছর ধরে এ প্রক্রিয়ায় বাংলাদেশিদের বিভিন্ন ক্যাটাগরির ভিসা দিচ্ছে কানাডা। প্রক্রিয়াটি বেশ স্বাভাবিকই ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ভিসা আবেদনের অস্বাভাবিক বৃদ্ধির ফলে সেই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশেষ করে অনুমোদন পরবর্তী ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য ভিএফএস-এ পাসপোর্ট সাবমিশনে শিডিউল না পাওয়ার অভিযোগ দিন দিন বাড়ছে। এ অবস্থায় বাংলাদেশে প্রয়োজনীয়তা অনুভব করে কানাডার উচ্চ পর্যায়ের কনস্যুলার টিম।
বাংলাদেশে এসে কনস্যুলার টিম সামনে আসা বিষয়গুলো খতিয়ে দেখার চেষ্টা করেছে। তারা বাংলাদেশ সরকারের দায়িত্বশীলদের সঙ্গে সিরিজ বৈঠক করেছেন। যার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ও ছিল। এসব বৈঠকে কানাডার জেনুইন ভিসা আবেদনকারীদের হয়রানি বন্ধ তথা তাদের ভিসা প্রক্রিয়ায় স্মুথ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি