হেলাল আহমেদ
অস্ট্রেলিয়ার সিডনীতে স্থায়ী ওয়ার্ক ভিসা কীভাবে পাব
অস্ট্রেলিয়ার সিডনীতে স্থায়ী ওয়ার্ক ভিসা
অনেক বাংলাদেশিই অস্ট্রেলিয়া যাওয়ার স্বপ্নে বিভোর। অনেকে আবার অস্ট্রেলিয়াই স্থায়ী ওয়ার্ক ভিসা নিয়ে যেতে আগ্রহী। তবে, যেহেতু বাইরের দেশগুলো কয়দিন পরপরই তাদের আইন ও বিধি পরিবর্তন করে তাই বেশিরভাগ বাংলাদেশিই ভিসা সংক্রান্ত ঠিকঠাক খবর নিতে পারেন না। উলটো পড়ে যান দালালের খপ্পরে। তাই আজকের এই প্রতিবেদনে জানাব অস্ট্রেলিয়ার সিডনীতে স্থায়ী ওয়ার্ক ভিসা কীভাবে পাওয়া যায় এ ব্যাপারে।
শুরুতেই বলে নেওয়া ভালো দক্ষ শ্রমিকদের জন্য অস্ট্রেলিয়ায় বেশ ভালো ভালো কিছু কাজের সুবিধা রয়েছে। এরমধ্যে আছে স্থায়ী ওয়ার্ক ভিসার সুযোগও। এসব ভিসা এমন নয় যে আপনাকে ১ বছর বা নির্দিষ্ট একটি সময় পরে আবার দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। বরং, এই স্থায়ী ওয়ার্ক ভিসাগুলোর মাধ্যমে আপনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাদ করতে পারবেন। তাই আলাপ না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক কীভাবে অস্ট্রেলিয়ার সিডনীতে স্থায়ী ওয়ার্ক ভিসা পাবেন।
অস্ট্রেলিয়ার সিডনীতে স্থায়ী ওয়ার্ক ভিসার জন্য প্রথমে আপনি অস্ট্রেলিয়া সরকারের হোম এফায়ার্স বিভাগের ওয়েবসাইটে যেতে পারেন। এই ওয়েবসাইটে স্থায়ী ওয়ার্ক ভিসা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। যেমন- এই সাইট থেকে আপনি স্থায়ী ওয়ার্ক ভিসা পেতে কতো টাকা খরচ লাগবে এবং এই ভিসার আওতায় কী কী থাকবে সেটি জানতে পারবেন। এই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আপনি ৩ লাখ ৩২ হাজার খরচে এই ভিসা প্রসেসিং করতে পারবেন।
এই স্থায়ী ভিসা পেলে আপনি কাজের পাশাপাশি যেসব সুবিধাগুলো পাবেন সেগুলো হচ্ছে- আপনি কাজের পাশাপাশি পড়াশোনা চালাতে পারবেন, কোনো আত্মীয়স্বজন থাকলে তাকে স্থায়ী বাসিন্দা হিসেবে রাখতে পারবেন। এবং প্রয়োজনীয় শর্তাদি পূরণ করতে পারলে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব লাভের সুযোগও আছে এই ভিসায়।
তবে শুরুতেই বলেছি এই ভিসাটি শুধুই দক্ষ মানুষের জন্য। কেননা, এই ভিসা আবেদনকারীদের যোগ্যতার জায়গায় অবশ্যই দক্ষ হতে হবে। তানাহলে ভিসা পাবেন না।
অস্ট্রেলিয়ার এই স্থায়ী ওয়ার্ক ভিসা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন অস্ট্রেলিয়া সরকারের হোম এফায়ার্স বিভাগের ওয়েবসাইটে। সরাসরি ওয়েবসাইটে যেতে ক্লিক করুন।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি