তানভির আরহাম
আপডেট: ১৬:৪০, ২১ এপ্রিল ২০২৪
টি-২০ বিশ্বকাপ উপলক্ষে আমেরিকার ভিসা পাওয়া কতটুকু সহজ!
টি-২০ বিশ্বকাপ উপলক্ষে ভিসা দিচ্ছে আমেরিকা!
আর মাস দেড়েক পরেই আমেরিকার মাটিতে শুরু হতে যাচ্ছে আইসিসির টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন। টি-২০ বিশ্বকাপ উপলক্ষে অনেকেই ইউএসএ-র ভিসার ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করেছেন। কেননা, এবারের আসরে গ্রুপ পর্বের বেশকিছু ম্যাচ অনুষ্ঠিত হবে আমেরিকায়। ফলে, খেলা দেখতে আসা বিভিন্ন দেশের দর্শকদের জন্য ট্যুরিস্ট ভিসা খুলেছে মার্কিন ইমিগ্রেশন প্রশাসন।
যেমন কোনো বাংলাদেশি যদি আমেরিকায় বাংলাদেশের ম্যাচ দেখার কথা বলে ভিসা পাওয়ার জন্য আবেদন করেন, তাঁকে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাঁকে জিজ্ঞেস করা হবে তিনি এর আগে বাংলাদেশের খেলা দেখার জন্য অন্য কোনো উন্নত দেশে গিয়েছেন কি না। উত্তর যদি না হয়। পরের প্রশ্ন হতে পারে...
আমেরিকায় আগামী জুনের ২ তারিখ থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের খেলা। এখানে বাংলাদেশও দুইটি ম্যাচ খেলবে। এরমধ্যে বাংলাদেশের একটি ম্যাচ নিউইয়র্কে অন্যটি Grand Prairie Cricket Stadium, Dallas-এ অনুষ্ঠিত হবে। এরিমধ্যে বাংলাদেশের খেলা দেখতে ইচ্ছুক দর্শকরা আমেরিকার ভিসার জন্য আবেদন করে সবকিছু ঠিকঠাক করে রেখেছেন।
তবে, এখনো দেশের অনেকেই জানতে চাইছেন এখন চাইলে আমেরিকায় খেলার দেখার জন্য ট্যুরিস্ট ভিসা পাওয়া সম্ভব হবে কি না? অনেক বাংলাদেশিই চাইছেন টি-২০ বিশ্বকাপ উপলক্ষে আমেরিকায় ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসায় প্রবেশের জন্য। তাদের জন্য এই প্রতিবেদনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে।
এটা সত্য যে, যেহেতু এবছর আমেরিকায় ক্রিকেট খেলার ভেন্যু পড়েছে, তাই আমেরিকায় বিভিন্ন দলের সমর্থকদের প্রবেশের জন্য ভিসা দেওয়া হচ্ছে। অনেকে এরিমধ্যে খেলার জন্য টিকিট কাটাসহ আমেরিকান ভিসা পাওয়ার কাজও শেষ করে রেখেছেন। কিন্তু, খেলা উপলক্ষে খোলা এই ভিসা চাইলেই যে কেউ পাবেন না। এই ভিসাটি পেতে হলে অনেক কাঠখড় পোহাতে হবে।
ঢাকায় অবস্থিত আমেরিকান এম্বেসির সাবেক এক কর্মকর্তা ইউটিউবে তাঁর কনসাল্টেন্সির চ্যানেলে বলেছেন, খেলা উপলক্ষে যেসব ভিসা দেওয়া হচ্ছে এসব ভিসা আবেদনের পর ভালো করে আবেদনকারী সম্পর্কে কিছু তথ্য যাচাই করা হচ্ছে। যেমন কোনো বাংলাদেশি যদি আমেরিকায় বাংলাদেশের ম্যাচ দেখার কথা বলে ভিসা পাওয়ার জন্য আবেদন করেন, তাঁকে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাঁকে জিজ্ঞেস করা হবে তিনি এর আগে বাংলাদেশের খেলা দেখার জন্য অন্য কোনো উন্নত দেশে গিয়েছেন কি না। উত্তর যদি না হয়। পরের প্রশ্ন হতে পারে, আপনি বাংলাদেশে নিয়মিত বাংলাদেশের খেলা দেখেন কি না। এর উত্তরও যদি না হয় তাহলে যেকারো ভিসা পাওয়া মুশকিল হয়ে যাবে।
কেননা, আমেরিকার ইমিগ্রেশন কতৃপক্ষ আগে এটি নিশ্চিত হতে চাইবে যে, আপনি আমেরিকায় আসলেই খেলা দেখার জন্য যাচ্ছেন নাকি সেখানে গিয়ে অন্য কিছু করার পরিকল্পনা নিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে তাঁরা এটাও দেখতে পারে আপনি এর আগেও অন্য কোন কোন দেশে খেলা দেখতে গিয়েছেন? খেলা দেখতে গিয়ে সেসব দেশ থেকে আবার দেশে ফিরে এসেছেন নাকি সেখানেই থেকে গেছেন। এসব বিষয় খুব ভালোভাবে দেখা হয়। যদি কেউ সত্যিই খেলা প্রেমী হন, নিয়মিত খেলার দর্শক হয়ে থাকেন তাঁরা অভিজ্ঞতার ফলেই আমেরিকার এই ভিসা পেয়ে যেতে পারেন। অনেকেই এরমধ্যে খেলা দেখার জন্য ভিসার আবেদন করেছেন। ক্রিকেট খেলা দেখার জন্য টিকিটও কেটে ফেলেছেন।
কেউ কেউ প্রশ্ন করেন, আমেরিকার ভিসা পেতে হলে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের টিকিট কাটা লাগবে কি না। আসলে আপনার যদি উপরে উল্লিখিত সকল তথ্য সঠিক এবং নির্ভেজাল থাকে আপনার টিকিট, হোটেল বুকিং না থাকলে আপনি ভিসা পেতে পারেন। প্রয়োজন, আবেদনের সময় আপনার দেওয়া তথ্যের সত্যতা। আপনি সঠিক থাকলে ভিসা পাওয়ার পরও খেলার টিকিট এবং হোটেল বুকিং দিতে পারবেন।
এখন কি খেলা দেখার ভিসার জন্য আবেদন করা যাবে? উত্তর হচ্ছে না। টি-২০ বিশ্বকাপ উপলক্ষে আমেরিকা দর্শকদের জন্য যেসব ভিসা ছেড়েছে এগুলোর আবেদন মূলত ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই শুরু হয়ে গেছে। ক্রিকেট খেলার বাকি আর মাত্র দেড় মাসের মতো। এই দেড় মাসের মধ্যে আমেরিকায় বাংলাদেশের খেলা দেখার জন্য ভিসা আবেদন করে পাওয়া যাবে না।
এরপরও ফেসবুকসহ নানা সাইটে আমেরিকায় বিশ্বকাপ ক্রিকেটকে ঘিরে কিছু প্রতারক চক্র ভিসা পাইয়ে দেওয়ার বিজ্ঞাপন ছড়াচ্ছে। আদতে, এ ধরনের চক্রের মাধ্যমে আবেদন করে ভিসা পাওয়া সম্ভব নয়।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি