লন্ডন প্রতিনিধি
আপডেট: ১৬:২৫, ২৩ মে ২০২৪
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী
ছবি- আই নিউজ
যুক্তরাজ্যের পূর্ব লণ্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইষ্ট রিজিয়নের উদ্যোগে মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত সোমবার (২০ মে) সংগঠনের সাউথ ইষ্ট রিজিয়নের কনভেনার কমিউনিটি নেতা হারুনুর রশীদের সভাপতিত্বে এবং কো-কনভেনর জামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন জয়েন্ট কনভেনার তাজুল ইসলাম ও সৈয়দ সায়েম করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার ব্যারিষ্টার সাইফ উদ্দিন খালেদ, ক্যামডেন কাউন্সিলের সিভিক মেয়র সমতা খাতুন, নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, ড. হাসনাত এম হোসেইন এমবিই, কে এম আবু তাহের চৌধুরী, মাহিদুর রহমান, রেডব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র জোসনা ইসলাম, আলহাজ্ব জালাল উদ্দিন, কয়ছর এম আহমদ, আব্দুল আহাদ চৌধুরী, নুরুল ইসলাম মাহবুব, রাবিনা খান, সৈয়দ আব্দুল ক্বাইয়ুম কয়ছর।, সিরাজ হক, মোহাম্মদ মকিস মনসুর, মসুদ আহমদ, ড. মুজিবুর রহমানসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে বক্তারা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের চ্যারিটি কার্যক্রম ও প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে গ্রেটার সিলেটের নব যাত্রাকে সাধুবাদ জানিয়ে সংগঠনের উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন। তারা প্রবাসী বাংলাদেশীদের দাবী দাওয়া আদায়ের আন্দোলনে এ সংগঠণ অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সাংবাদিক বিকুল চক্রবর্তীর ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন ক্যামডেন কাউন্সিলের মেয়র কাউন্সিলার সমতা খাতুন। এসময় তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইউম কয়ছর ও সকল অতিথিবৃন্দ।
মেয়র কাউন্সিলার সমতা তাঁর বক্তব্যে বলেন -তিনি এ ধরনের চিত্র প্রদর্শনী ব্রিটিশ মিউজিয়াম ও ব্রিটিশ লাইব্রেরীতে আয়োজনের সহযোগিতা করবেন।
ব্রিটেনের মেইনস্ট্রিম পলিটিকেল পার্টির নেতৃবৃন্দের পাশাপাশি কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দের উপস্থিতিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের অনুষ্ঠানটি লন্ডন প্রবাসী বাঙালীদের একটি মিলনমেলায় পরিণত হয়।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি