আই নিউজ প্রতিবেদক
টোকিওতে ‘বাংলাদেশে বিনিয়োগে সুযোগ ও ব্যবসার পরিবেশ’ নিয়ে কর্মশালা
ছবি- আই নিউজ
জাপানের টোকিওতে ‘বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও ব্যবসার পরিবেশ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ জুন ২০২৪) বিকালে টোকিওর জেট্রো হেডকোয়ার্টারে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান (আইইউজে) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ তাঁর বক্তব্যে বাংলাদেশের সাথে জাপানের ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে সরকার, শিল্প উদ্যোক্তা ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার ওপর জোর দেন।
জেট্রোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মায়ুমি মুরায়ামা বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে ভবিষ্যতে বাংলাদেশের সাথে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করেন।
বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্য) ড. আরিফুল হক এবং জাপান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ চেংওয়েই জু ‘বাংলাদেশের অর্থনৈতিক ও শিল্প উন্নয়নে জাপানের ভূমিকা - একটি তুলনামূলক বিশ্লেষণ’ শীর্ষক প্রেজেন্টেশন প্রদান করেন।
জেট্রো ঢাকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো জেট্রো পরিচালিত জরিপের ভিত্তিতে বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর ব্যবসায়িক পরিস্থিতি বিষয়ে উপস্থাপনা করেন। মারুবেনি কর্পোরেশনের উপ-মহাব্যবস্থাপক মাসাতো তাচিবানা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও চ্যালেঞ্জ এবং বাংলাদেশে তাদের ব্যাবসার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ড. চেংওয়েই জু’র সঞ্চালনায় বাংলাদেশে জাপানি এফডিআই, ওডিএ এবং বাংলাদেশ-জাপান বাণিজ্যের উপর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
প্যানেলিস্টদের মধ্যে ছিলেন ড. বাওগাং হে, ডেকিন ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া, ড. গুওানে লিম, ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ (গ্রিপস), জাপান, ড. হংঝু ঝাং, নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর, ড. আরিফুল হক, বাংলাদেশ দূতাবাস এবং ইউজি আন্দো, জেট্রো, ঢাকা।
কর্মশালায় বিভিন্ন জাপানি কোম্পানির ষাট জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি