আই নিউজ ডেস্ক
জুলাইয়ে প্রবাসী রেমিট্যান্স কতো এলো?
জুলাই মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। ফাইল ছবি
জুলাই মাসের প্রায় অর্ধেক জুড়ে ছিল কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে টালমাটাল পরিস্থিতি। দেশের অর্থনীতির প্রায় সব খাত ভুগেছে এই আন্দোলনের জের ধরে। এর প্রভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রবাসীরাও। তাই জুলাই মাসে প্রবাসী রেমিট্যান্স কতো আসবে তা নিয়ে ছিল কেন্দ্রীয় ব্যাংকের চিন্তা।
জানা গেছে, দেশে সদ্যসমাপ্ত জুলাই মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার।
বৃহস্পতিবার (০১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানান, সদ্য সমাপ্ত জুলাই মাসে দেশে প্রবাসী আয় এসেছে ১৯০ কোটি ৯০ লাখ ডলার। আগের বছর জুলাই মাসে এসেছিল ১৯৭ কোটি ৩০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থ বছরের জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি ৪৩ লাখ, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ, নভেম্বর ১৯৩ কোটি, ডিসেম্বরে ১৯৯ কোটি ১২ লাখ, জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ, মার্চ মাসে ১৯৯ কোটি ৭০ লাখ, এপ্রিলে এসেছে ২০৪ কোটি ৪২ লাখ, মে মাসে এসেছে ২২৫ কোটি ৩৮ লাখ এবং জুন মাসে এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাই মাসে রেমিট্যান্স কমেছে ৬৩ কোটি ২০ লাখ ডলার।
ব্যাংকাররা বলছেন, দেশের কোটাবিরোধী ছাত্র আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ায় জুলাইয়ের তৃতীয় সপ্তাহে কারফিউ জারিসহ ৩ দিন সাধারণ ছুটি দিয়েছিল সরকার। ওই সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ ছিল। প্রবাসী আয় বৈধ পথে দেশে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যার প্রভাব পড়েছে জুলাইয়ের রেমিট্যান্সে।
এ দিকে, রেমিট্যান্স কমে গেলে রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হবে। এমন পরিস্থিতিতে রিজার্ভের চাপ কমাতে প্রবাসীদের উৎসাহ দিতে বেশি দামে রেমিট্যান্স আনতে প্রায় ২০টি ব্যাংককে মৌখিক নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘ক্রলিং পেগ’ চালুর পর ব্যাংকগুলোতে ডলার রেট সর্বোচ্চ ১১৮ টাকা হলেও রোববার কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশের পর বেশ কয়েকটি ব্যাংক রেমিট্যান্স কেনার রেট ১১৮ টাকা ৫০ পয়সা থেকে ১১৯ টাকা অফার করে। ফলে খোলা বাজারেও ডলারের দামে প্রভাব পড়ে। বাড়তে শুরু করে খোলা বাজারে ডলারের দাম।
এমন পরিস্থিতিতে গতকাল ‘মানি চেঞ্জারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ থেকে বলা হয় খুচরা প্রতি ডলারের মূল্য সর্বোচ্চ ১১৯ টাকার বেশি বিক্রি করা যাবে না। বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে। তবে খোলা বাজারে আজও প্রতি ডলার ১২৫ টাকা বিক্রি হয়েছে।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি