তোফায়েল আহমেদ (পাপ্পু), সংযুক্ত আরব আমিরাত (দুবাই)
দুবাইয়ে বাংলাদেশি সরোয়ারের ভিন্নধর্মী ইঞ্জিন আবিষ্কার
বাংলাদেশি বংশোদ্ভূত সারোয়ারের আবিষ্কৃত ২০০০ হর্স পাওয়ারের ইঞ্জিন।
প্রায় কোটি টাকা ব্যায়ে ভিন্নধর্মী গাড়ীর ইঞ্জিন আবিষ্কার করেছেন দুবাইয়ে বাংলাদেশি বংশোদ্ভূত সরোয়ার। বিশ্বের যে কোন প্রান্তে তার আবিষ্কৃত ইঞ্জিন কোন গাড়ীতে থাকলে তিনি বলে দিতে পারবেন সমস্যা ও তার সমাধান। মূলত কোন ত্রুটি নিয়ে মালিকদের যেন গাড়ীর কোম্পানিতে আসতে না হয়। সেই চিন্তা ধারা থেকে তার এমন উদ্ভাবনী চিন্তা শুরু।
তার ভিন্নধর্মী এই আবিষ্কার এবং ১৯৯৭ থেকে তার তৈরীকৃত ইঞ্জিনের গাড়ী দুবাই ছাড়াও আন্তর্জাতিক কার রেসিং প্রতিযোগিতায় অংশগ্রহন করে শতাধীকেরও বেশী সম্মান বয়ে এনেছেন দেশের জন্যে ।
ভীন্নধর্মী এ আবিষ্কার করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশি বংশদ্ভূত যুবক সরোয়ার । তার আশ্চর্যজনক আবিষ্কৃত ইঞ্জিনের খরচ পড়েছে প্রায় কোটি টাকা। বিশ্বের যে কোন প্রান্তে ইঞ্জিনটি কোন গাড়ীতে থাকলে কেবল ইন্টারনেটের সহযোগিতায় তিনি বা গাড়ীর মালিক নিমিষেই শনাক্ত করতে পারবেন সমস্যা এবং তার সমাধান। ফলে যে কেউ নিজেই বা গ্যারেজে গিয়ে হয়রানি ছাড়া সমাধান করতে পারবেন গাড়ীর সমস্যা। মুলত গাড়ীর ত্রুটি নিয়ে কোম্পানিতে আসার সময় বাঁচানোর জন্যেই, তার এমন উদ্ভাবনী চিন্তা বলে জানান তিনি।
তিনি এল এস সেভেন এর নতুন ইঞ্জিন ক্রয় করেছিলেন কোম্পানি থেকে । যার হর্স পাওয়ার ছিল ৫০০। সেই ইঞ্জিন সরোয়ার নিজেদের তৈরীকৃত বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে কম্পিউটারাইজড করে সেটিকে দুই হাজার (২০০০) হর্স পাওয়ার সম্পন্ন শক্তিশালী ইঞ্জিনে রুপ দিয়ে তৈরী করে নেন নতুন এই ইঞ্জিন। সারাবিশ্বে এই প্রথম এমন আবিষ্কারে অবাক হয়েছেন সবাই । তার এমন আবিষ্কার এক নজর দেখতে বিভিন্ন দেশের মানুষ তার প্রতিষ্ঠানে নিয়মিত ভীড় করেন।
ভিন্নধর্মী এমন আবিষ্কারে তিনি আবুধাবিতে "বেষ্ট অফ ডিসপ্লে ক্রিয়েটর" এবং দুবাই কাস্টম শোতে "বেষ্ট অব কাস্টম শো" এওয়্যার্ড পেয়ে দেশের জন্যে সম্মান বয়ে এনেছেন। । তবে এটি তার প্রথম অর্জন নয়। ১৯৯৭ থেকে সরোয়ারের তৈরীকৃত ইঞ্জিনের গাড়ী দুবাই ছাড়াও বিভিন্ন দেশের আন্তর্জাতিক কার রেসিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্যে শতাধীকেরও বেশী সম্মান বয়ে এনেছেন।
আগামীতে এই ইঞ্জিনের হর্স পাওয়ার দুই হাজার(২,০০০) থেকে বাড়ীয়ে তিনি সাড়ে তিন হাজার (৩,৫০০) করে আরো শক্তিশালী করবে। এবং এই ভাবে বিভিন্ন রেসিং কার সহ বিলাশবহুল গাড়ীতে এই প্রযুক্তি এক সময় সবাই ব্যবহার করবে এটায় তার প্রত্যাশা।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি